পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো করুন, অভাব দূর হবে, বছরভর টাকা আসবে

Last Updated:
হিন্দুশাস্ত্র মতে, দুর্ভাগ্য, আর্থিক অনটন কাটাতে পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো করুন--
1/6
পৌষ বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি বিশেষ উৎসব, পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয়। কথিত আছে, এই বিশেষ দিনটিতে সূর্যদেব তার পুত্র শনি দেবতার প্রতি তার ক্ষোভ ভুলে যন, শনির  গৃহে সূর্যদেবের আগমন ঘটে। তাই এই দিন পরিবার ও কাছের মানুষেরা একসঙ্গে মিলিত হয়ে মিষ্টিমুখ করে থাকেন।
পৌষ বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি বিশেষ উৎসব, পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয়। কথিত আছে, এই বিশেষ দিনটিতে সূর্যদেব তার পুত্র শনি দেবতার প্রতি তার ক্ষোভ ভুলে যন, শনির গৃহে সূর্যদেবের আগমন ঘটে। তাই এই দিন পরিবার ও কাছের মানুষেরা একসঙ্গে মিলিত হয়ে মিষ্টিমুখ করে থাকেন।
advertisement
2/6
ভারতের নানা রাজ্যে এই উৎসবের নানা নাম, বিভিন্ন বৈশিষ্ট্য, মেয়াদও আলাদা। কোথাও কোথাও চার দিন পর্যন্তও উৎসব চলে। বাংলায় পৌষ সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাতে উত্তরায়ণ, অসমে ভোগালি বিহু, কর্নাটকে মকর সংক্রমণ, কাশ্মীরে শায়েন-ক্রাত—এমন নানা নামে এই একই উৎসব পালন করা হয়। হিন্দুশাস্ত্র মতে, দুর্ভাগ্য, আর্থিক অনটন কাটাতে পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো করুন--
ভারতের নানা রাজ্যে এই উৎসবের নানা নাম, বিভিন্ন বৈশিষ্ট্য, মেয়াদও আলাদা। কোথাও কোথাও চার দিন পর্যন্তও উৎসব চলে। বাংলায় পৌষ সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাতে উত্তরায়ণ, অসমে ভোগালি বিহু, কর্নাটকে মকর সংক্রমণ, কাশ্মীরে শায়েন-ক্রাত—এমন নানা নামে এই একই উৎসব পালন করা হয়। হিন্দুশাস্ত্র মতে, দুর্ভাগ্য, আর্থিক অনটন কাটাতে পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো করুন--
advertisement
3/6
মকর সংক্রান্তির দিনে সাধারণত সূর্যের পুজো করা হয়। বিশ্বাস করা হয়, এদিন গঙ্গায় স্নান করলে সকল রকম রোগ ব্যাধি দূর হয়। পাশাপাশি বাড়ি-ঘর পরিষ্কার করুন, জঞ্জালের সঙ্গে সঙ্গে আপনাতর দুর্ভাগ্যও দূর হবে।
মকর সংক্রান্তির দিনে সাধারণত সূর্যের পুজো করা হয়। বিশ্বাস করা হয়, এদিন গঙ্গায় স্নান করলে সকল রকম রোগ ব্যাধি দূর হয়। পাশাপাশি বাড়ি-ঘর পরিষ্কার করুন, জঞ্জালের সঙ্গে সঙ্গে আপনাতর দুর্ভাগ্যও দূর হবে।
advertisement
4/6
মকর সংক্রান্তির দিন সকাল সকাল স্নান করে ঘরে আলপনা দিয়ে সূর্যদেবের পুজো করুন।
মকর সংক্রান্তির দিন সকাল সকাল স্নান করে ঘরে আলপনা দিয়ে সূর্যদেবের পুজো করুন।
advertisement
5/6
মকর সংক্রান্তির দিন কোনোও দুস্থ এলে তাঁকে কখনোই খালি হাতে ফেরাবেন না। বিশ্বাস করা হয়, এদিন গরিব-দুঃখিদের পেত ভরে খাওয়ালে বছরভর বাড়িতে টাকার অভাব হয় না।
মকর সংক্রান্তির দিন কোনোও দুস্থ এলে তাঁকে কখনোই খালি হাতে ফেরাবেন না। বিশ্বাস করা হয়, এদিন গরিব-দুঃখিদের পেত ভরে খাওয়ালে বছরভর বাড়িতে টাকার অভাব হয় না।
advertisement
6/6
মকর সংক্রান্তির দিন পরিবার ও কাছের মানুষজন একসঙ্গে মিলিত হয়ে মিষ্টি-মুখ করুন, পারিবারিক অশান্তি দূর হবে, সম্পর্ক অটুট হয়।
মকর সংক্রান্তির দিন পরিবার ও কাছের মানুষজন একসঙ্গে মিলিত হয়ে মিষ্টি-মুখ করুন, পারিবারিক অশান্তি দূর হবে, সম্পর্ক অটুট হয়।
advertisement
advertisement
advertisement