Most Handsome Men 2024: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? ভারত থেকে নাম নেই হৃত্বিক-রণবীরের! তালিকায় কে ঢুকল জানেন?

Last Updated:
Most Handsome Men 2024: দেখে নিন তালিকায় আপনার পছন্দের ব্যক্তি আছেন কি না। বিশ্বের সেরা ১০ আকর্ষণীয় পুরুষে ভারতের কে ঢুকেছেন জানেন?
1/11
সৌন্দর্যের কোনও সংজ্ঞা হয় না। যিনি দেখছেন তাঁর চোখে যা সুন্দর সেটাই তাঁর কাছে সৌন্দর্য। তবে বিশ্বে একাধিক মানুষের পছন্দের উপর সমীক্ষা চালিয়ে ও জনপ্রিয়তার নিরিখে কিছু জিনিস নির্ধারণ করা হয়। তেমনই সম্প্রতি টাইম ম্যাগাজিন ও জিকিউ ম্যাগাজিনের সমীক্ষায় তালিকা প্রকাশ হয়েছে বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম পুরুষের। দেখে নিন তালিকায় আপনার পছন্দের ব্যক্তি আছেন কি না। লন্ডনের ফেসিয়াল কসমেটিক সার্জেন ডক্টর জুলিয়ান ডে সিলভা তৈরি করেছেন এই তালিকা।
সৌন্দর্যের কোনও সংজ্ঞা হয় না। যিনি দেখছেন তাঁর চোখে যা সুন্দর সেটাই তাঁর কাছে সৌন্দর্য। তবে বিশ্বে একাধিক মানুষের পছন্দের উপর সমীক্ষা চালিয়ে ও জনপ্রিয়তার নিরিখে কিছু জিনিস নির্ধারণ করা হয়। তেমনই সম্প্রতি টাইম ম্যাগাজিন ও জিকিউ ম্যাগাজিনের সমীক্ষায় তালিকা প্রকাশ হয়েছে বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম পুরুষের। দেখে নিন তালিকায় আপনার পছন্দের ব্যক্তি আছেন কি না। লন্ডনের ফেসিয়াল কসমেটিক সার্জেন ডক্টর জুলিয়ান ডে সিলভা তৈরি করেছেন এই তালিকা।
advertisement
2/11
ব্রিটিশ অভিনেতা অ্যারন টেলর জনসন রয়েছেন সেরা আকর্ষণীয় পুরুষের তালিকায় প্রথম পুরুষ হিসেবে।
ব্রিটিশ অভিনেতা অ্যারন টেলর জনসন রয়েছেন সেরা আকর্ষণীয় পুরুষের তালিকায় প্রথম পুরুষ হিসেবে।
advertisement
3/11
বিশ্বের সেরা ১০ আকর্ষণীয় পুরুষের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লুসিয়েন লেভিসকাউন্ট। এমিলি ইন প্যারিস ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
বিশ্বের সেরা ১০ আকর্ষণীয় পুরুষের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লুসিয়েন লেভিসকাউন্ট। এমিলি ইন প্যারিস ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
4/11
আইরিশ অভিনেতা পল মেসক্যাল রয়েছেন তৃতীয় স্থানে।
আইরিশ অভিনেতা পল মেসক্যাল রয়েছেন তৃতীয় স্থানে।
advertisement
5/11
টোয়াইলাইট ছবির তারকা অভিনেতা রবার্ট প্যাটিনসন রয়েছেন চতুর্থ স্থানে।
টোয়াইলাইট ছবির তারকা অভিনেতা রবার্ট প্যাটিনসন রয়েছেন চতুর্থ স্থানে।
advertisement
6/11
এরপর পঞ্চম স্থানে রয়েছেন ডানকির্ক ছবির অভিনেতা জ্যাক লাউডেন।
এরপর পঞ্চম স্থানে রয়েছেন ডানকির্ক ছবির অভিনেতা জ্যাক লাউডেন।
advertisement
7/11
দু'বার অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী আমেরিকার তারকা ও ছবি নির্মাতা জর্জ ক্লুনি রয়েছেন ষষ্ঠ স্থানে।
দু'বার অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী আমেরিকার তারকা ও ছবি নির্মাতা জর্জ ক্লুনি রয়েছেন ষষ্ঠ স্থানে।
advertisement
8/11
ইংরেজ তারকা অভিনেতা নিকোলাস হল্ট রয়েছেন সপ্তম স্থানে।
ইংরেজ তারকা অভিনেতা নিকোলাস হল্ট রয়েছেন সপ্তম স্থানে।
advertisement
9/11
রিভারডেল তারকা চার্লস মেলটন রয়েছেন অষ্টম স্থানে।
রিভারডেল তারকা চার্লস মেলটন রয়েছেন অষ্টম স্থানে।
advertisement
10/11
নবম স্থানে রয়েছেন ইদ্রিস এলবা।
নবম স্থানে রয়েছেন ইদ্রিস এলবা।
advertisement
11/11
দশম স্থানে রয়েছেন ভারতীয় তারকা অভিনেতা শাহরুখ খান। এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষে প্রথম নাম শাহরুখের।
দশম স্থানে রয়েছেন ভারতীয় তারকা অভিনেতা শাহরুখ খান। এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষে প্রথম নাম শাহরুখের।
advertisement
advertisement
advertisement