পৃথিবীর সব থেকে দামী সাপ! মাথাটা হিরের মতো, রহস্যে ঘেরা এই সাপের জীবন

Last Updated:
Green tree python: এটাই দুনিয়ার সব থেকে দামি সাপ। দেখা যায় মাত্র কয়েকটি দেশে।
1/8
বিশ্বের সবচেয়ে দামি সাপ। কয়েক কোটি টাকায় বিক্রি হয় এই সাপ। কেন এত দাম এই সাপের!
বিশ্বের সবচেয়ে দামি সাপ। কয়েক কোটি টাকায় বিক্রি হয় এই সাপ। কেন এত দাম এই সাপের!
advertisement
2/8
এই সাপের নাম গ্রিন টি পাইথন। এই সাপের রঙ একেবারে সবুজ। গাছপালার সঙ্গে মিশে থাকলে তাই এই সাপের অস্তিত্ব টের পাওয়া মুশকিল।
এই সাপের নাম গ্রিন টি পাইথন। এই সাপের রঙ একেবারে সবুজ। গাছপালার সঙ্গে মিশে থাকলে তাই এই সাপের অস্তিত্ব টের পাওয়া মুশকিল।
advertisement
3/8
The Richest.com এর মতে, এই সাপের দৈর্ঘ্য প্রায় ২ মিটার পর্যন্ত হয়। গ্রিন ট্রি পাইথনের ওজন প্রায় দেড় কেজি বা দুই কেজি পর্যন্ত হতে পারে।
The Richest.com এর মতে, এই সাপের দৈর্ঘ্য প্রায় ২ মিটার পর্যন্ত হয়। গ্রিন ট্রি পাইথনের ওজন প্রায় দেড় কেজি বা দুই কেজি পর্যন্ত হতে পারে।
advertisement
4/8
এদের সাধারণত ইন্দোনেশিয়া, নিউ গিনি এবং অস্ট্রেলিয়ার দ্বীপপুঞ্জে দেখা যায়। এই অজগর সবচেয়ে জনপ্রিয় প্রাণীদের মধ্যে একটি।
এদের সাধারণত ইন্দোনেশিয়া, নিউ গিনি এবং অস্ট্রেলিয়ার দ্বীপপুঞ্জে দেখা যায়। এই অজগর সবচেয়ে জনপ্রিয় প্রাণীদের মধ্যে একটি।
advertisement
5/8
গ্রিন ট্রি পাইথনের দাম আন্তর্জাতিক মার্কেটে প্রায় ৩ কোটি টাকা। সৌন্দর্যের জন্যই এই সাপের এত দাম।
গ্রিন ট্রি পাইথনের দাম আন্তর্জাতিক মার্কেটে প্রায় ৩ কোটি টাকা। সৌন্দর্যের জন্যই এই সাপের এত দাম।
advertisement
6/8
গ্রিন ট্রি পাইথনের শরীরে সবুজ রঙের সঙ্গে সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়। হিরের আকৃতির মাথা হয় এদের। এই সাপ পোকামাকড় এবং মাকড়সা খায়।
গ্রিন ট্রি পাইথনের শরীরে সবুজ রঙের সঙ্গে সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়। হিরের আকৃতির মাথা হয় এদের। এই সাপ পোকামাকড় এবং মাকড়সা খায়।
advertisement
7/8
নীল রঙের পাইথনও দেখা যায়। তবে এরা বিরল প্রজাতির।
নীল রঙের পাইথনও দেখা যায়। তবে এরা বিরল প্রজাতির।
advertisement
8/8
সবুজ রঙের হওয়ায় এই সাপ গাছ-গাছালিতে মিশে থাকে। ফলে এদের জীবন-যাপনের অনেকটাই রহস্যে মোড়া।
সবুজ রঙের হওয়ায় এই সাপ গাছ-গাছালিতে মিশে থাকে। ফলে এদের জীবন-যাপনের অনেকটাই রহস্যে মোড়া।
advertisement
advertisement
advertisement