Math: অঙ্কে ভয় পায় কেন বহু মানুষ? কারণ শুনলে চমকে যাবেন কিন্তু! কী করলে এই ভয় কেটে যায় জানেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Math: ছাত্রজীবনে আমরা অনেকেই কম বেশি গণিতের প্রশ্ন সমাধানে সমস্যার মুখে পড়েছি। তবে আমাদের মধ্যে কেউ কেউ এই যুদ্ধ জয় করে মানসিক বিকাশে এগিয়ে গেছে, আবার কেউ কেউ মৌলিক ধারণাগুলো বুঝতেও কঠিন সংগ্রাম করেছে এবং করছে।
advertisement
ছাত্রজীবনে আমরা অনেকেই কম বেশি গণিতের প্রশ্ন সমাধানে সমস্যার মুখে পড়েছি। তবে আমাদের মধ্যে কেউ কেউ এই যুদ্ধ জয় করে মানসিক বিকাশে এগিয়ে গেছে, আবার কেউ কেউ মৌলিক ধারণাগুলো বুঝতেও কঠিন সংগ্রাম করেছে এবং করছে। একজন শিক্ষার্থীর জন্য গণিতের ক্লাসে কঠিন সময় কাটানোর পেছনে কেবল উদ্বেগই কি দায়ী, নাকি এর পেছনে রয়েছে কোনো নির্দিষ্ট শিক্ষাগত প্রতিবন্ধকতা?
advertisement
একটু পেছনে ফিরে যাই। শৈশব থেকেই আমরা প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী শিক্ষা অর্জন করেছি বা করি। কেউ কেউ শুরু থেকেই পড়াশোনায় দক্ষতা অর্জন করে। অন্যদিকে অক্লান্ত প্রচেষ্টা ও নিয়মিত অনুশীলনের পরেও কিছু শিক্ষার্থী গণিতে যথাযথ উন্নতি করতে পারে না। এর পেছনে কখনো কখনো দায়ী একটি বিশেষ রোগ—ডিসক্যালকুলিয়া।
advertisement
advertisement
advertisement
এটিকে গণিতের একধরনের নেতিবাচক মানসিক প্রতিক্রিয়া হিসাবেও বর্ণনা করা হয়। গণিত-উদ্বেগযুক্ত শিশুরা প্রায়ই নিজস্ব ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করে, যদিও তারা গাণিতিক ধারণাগুলো বোঝে। এই ভীতি তাদের মধ্যে মানসিক চাপ তৈরি করে। শিশুদের আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং প্রায়ই তাদের গণিত-সম্পর্কিত কোনো কিছুতে অংশ নিতে বাধা দেয়।
advertisement
advertisement
advertisement
অন্যদিকে গণিতের উদ্বেগ মানে গণিত সংক্রান্ত ভীতি। চরম উদ্বেগ। আগেই যেমন বলেছি, এর কারণে গণিত শেখা, এমনকি গণিত সম্পর্কে চিন্তা করাও কঠিন হয়ে পড়ে। এটা ভালোভাবে বুঝতে এমন একজন কাঠমিস্ত্রির কথা কল্পনা করুন যে ভুল করার ভয়ে নতুন প্রকল্প শুরু করতে দ্বিধা করছে। অর্থাৎ দক্ষতা থাকলেও সেটা কাজে লাগাতে পারছে না। পেছনে কলকাঠি নাড়ছে ব্যর্থতার ভয়। ডিসক্যালকুলিয়া একটি শিখনজনিত সমস্যা।