নিজে ২৩-এ বিয়ে করেছেন, আর উপদেশ দিচ্ছেন দেরিতে বিয়ে করার! সেলেব্রিটির মন্তব্য চরমে বিতর্ক, কী বলে বিজ্ঞান?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মহিলাদের দেরি করে বিয়ে করা উচিত বলে মন্তব্য করায় সংবাদ শিরোনামে উঠে এসেছেন রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি কোনিডেলা।
advertisement
advertisement
নিজের বক্তব্যের প্রেক্ষিতে উপাসনা নিজের সোশ্যাল হ্যান্ডেলেও সওয়াল করেন। তিনি ডিম্বাণু জমিয়ে রাখার পরামর্শ দেন। তিনি লেখেন, "মহিলাদের সবথেকে বড় ইনস্যুরেন্স হল তাঁরা নিজেদের ডিম্বাণু জমিয়ে রেখে দিতে পারেন। তাই নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কখন বিয়ে করবেন। কখন বাচ্চা নিতে প্রস্তুত হবেন। আর্থিকভাবে স্বাধীন হলে তবেই আপনি বাচ্চা নিতে প্রস্তুত হতে পারেন।"
advertisement
advertisement
advertisement
advertisement
