নিজে ২৩-এ বিয়ে করেছেন, আর উপদেশ দিচ্ছেন দেরিতে বিয়ে করার! সেলেব্রিটির মন্তব্য চরমে বিতর্ক, কী বলে বিজ্ঞান?

Last Updated:
মহিলাদের দেরি করে বিয়ে করা উচিত বলে মন্তব্য করায় সংবাদ শিরোনামে উঠে এসেছেন রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি কোনিডেলা।
1/7
 মহিলাদের দেরি করে বিয়ে করা উচিত বলে মন্তব্য করায় সংবাদ শিরোনামে উঠে এসেছেন রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি কোনিডেলা।
মহিলাদের দেরি করে বিয়ে করা উচিত বলে মন্তব্য করায় সংবাদ শিরোনামে উঠে এসেছেন রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি কোনিডেলা।
advertisement
2/7
 তিনি নিজে ২৩ বছরে অভিনেতা রাম চরণকে ২০১২ সালে বিয়ে করলেও আইআইটি হায়দরাবাদে 'ফিনান্সিয়াল ফ্রিডম' নামক এক অনুষ্ঠানে পড়ুয়াদের দেরিতে বিয়ে করার পরামর্শ দেন। এরপর থেকেই শুরু হয়েছে শোরগোল।
তিনি নিজে ২৩ বছরে অভিনেতা রাম চরণকে ২০১২ সালে বিয়ে করলেও আইআইটি হায়দরাবাদে 'ফিনান্সিয়াল ফ্রিডম' নামক এক অনুষ্ঠানে পড়ুয়াদের দেরিতে বিয়ে করার পরামর্শ দেন। এরপর থেকেই শুরু হয়েছে শোরগোল।
advertisement
3/7
 নিজের বক্তব্যের প্রেক্ষিতে উপাসনা নিজের সোশ্যাল হ্যান্ডেলেও সওয়াল করেন। তিনি ডিম্বাণু জমিয়ে রাখার পরামর্শ দেন। তিনি লেখেন, "মহিলাদের সবথেকে বড় ইনস্যুরেন্স হল তাঁরা নিজেদের ডিম্বাণু জমিয়ে রেখে দিতে পারেন। তাই নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কখন বিয়ে করবেন। কখন বাচ্চা নিতে প্রস্তুত হবেন। আর্থিকভাবে স্বাধীন হলে তবেই আপনি বাচ্চা নিতে প্রস্তুত হতে পারেন।"
নিজের বক্তব্যের প্রেক্ষিতে উপাসনা নিজের সোশ্যাল হ্যান্ডেলেও সওয়াল করেন। তিনি ডিম্বাণু জমিয়ে রাখার পরামর্শ দেন। তিনি লেখেন, "মহিলাদের সবথেকে বড় ইনস্যুরেন্স হল তাঁরা নিজেদের ডিম্বাণু জমিয়ে রেখে দিতে পারেন। তাই নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কখন বিয়ে করবেন। কখন বাচ্চা নিতে প্রস্তুত হবেন। আর্থিকভাবে স্বাধীন হলে তবেই আপনি বাচ্চা নিতে প্রস্তুত হতে পারেন।"
advertisement
4/7
আচার্য চাণক্য বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান যেন বেশি না হয়। শারীরিকভাবে সক্ষম পুরুষই তাঁর স্ত্রীর দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। স্বামী বৃদ্ধ হলে স্ত্রীকে মানসিক ও শারীরিক সুখ দিতে পারেন না। স্ত্রীর ইচ্ছাপূরণ না হলে তিনি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন।
তাঁর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। একটি ম্যাট্রিমনিয়াল সাইটের সিইও এস অনিল কুমার বলেন, "৩০-এর পরেও যারা বিয়ে করেননি, তাঁরা অনেক সময়েই মানসিক উদ্বেগ ভোগেন। তাঁরা অনুশোচনা করেন কেন দেরিতে বিয়ে করলাম।"
advertisement
5/7
বিশ্বজুড়ে বহু পুরুষ বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। এর ফলে বহু দম্পতি বাবা-মা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত হন। তবে এখন বিজ্ঞানের অগ্রগতির ফলে এই সমস্যা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিজ্ঞানীরা এখন এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে ল্যাবরেটরিতে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে।
এই প্রসঙ্গে স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডাঃ রাজেশ পারিখ আইভিএফ এবং ডিম্বাণু সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে তিনি বলেন, "আপনার ব্যাঙ্কে যদি কোটি কোটি টাকা থাকে তবে আপনার কাছে এই ধরনের বিষয়গুলি সহজলভ্য হতে পারে।
advertisement
6/7
এই প্রযুক্তির নাম ইন-ভিট্রো গ্যামেটোজেনেসিস (IVG)। এতে মানুষের ত্বক বা রক্তের কোষকে শুক্রাণু বা ডিম্বাণুতে রূপান্তর করা হয়। অধ্যাপক হায়াশি ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের গবেষণাগারে আগামী ৭ বছরের মধ্যে মানুষের জন্য উপযুক্ত শুক্রাণু বা ডিম্বাণু তৈরি সম্ভব হবে।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "আইভিএফ করো বা ডিম্বাণু সংরক্ষণ করো এইগুলো বলা যত সহজ। করা ঠিক ততটাই ব্যয়বহুল। বহুক্ষেত্রেই তা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে।"
advertisement
7/7
এই অর্গানয়েডগুলোতে মানব ডিম্বাণু ও শুক্রাণু তৈরির পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে অনুকরণ করা হচ্ছে। অর্থাৎ গর্ভধারণের প্রাথমিক প্রক্রিয়া পুনরাবৃত্তি করে বাস্তবের কাছাকাছি একটি দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। বিজ্ঞানীদের বিশ্বাস, ভবিষ্যতে এখান থেকেই পূর্ণাঙ্গ শুক্রাণু বা ডিম্বাণু তৈরি করা সম্ভব হবে।
এই প্রসঙ্গে ডাঃ পারেখ আরও জানান, মূলত যে সকল নারীদের বয়স ২০-এর কোঠায় তাদের সন্তানধারণ ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। ৩০-এর পরে তা কমতে শুরু করে। ৪০ বছরে শেষে তা অত্যন্ত কমে যায়।
advertisement
advertisement
advertisement