'মোটা' লিখে প্রাক্তন স্ত্রীর নম্বর সেভ করেছিলেন যুবক! জরিমানা করল আদালত! কোন দেশে ঘটল এমন ঘটনা?

Last Updated:
প্রাক্তন স্ত্রীকে মানসিক নির্যাতনের জন্য শাস্তির মুখে পড়েছেন সেই যুবক।
1/7
 বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছিলেন স্বামী। মাস কয়েক আগেই তাতে সিলমোহরও পড়েছে। কিন্তু, এর মধ্যেই প্রাক্তন স্ত্রীকে মানসিক নির্যাতনের জন্য শাস্তির মুখে পড়েছেন সেই যুবক। ঘটনাটি তুরস্কের। এই ঘটনায় ইতিমধ্যেই ওই যুবক জরিমানা করেছে সেই দেশের আদালত।
বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছিলেন স্বামী। মাস কয়েক আগেই তাতে সিলমোহরও পড়েছে। কিন্তু, এর মধ্যেই প্রাক্তন স্ত্রীকে মানসিক নির্যাতনের জন্য শাস্তির মুখে পড়েছেন সেই যুবক। ঘটনাটি তুরস্কের। এই ঘটনায় ইতিমধ্যেই ওই যুবক জরিমানা করেছে সেই দেশের আদালত।
advertisement
2/7
বিবাহবিচ্ছেদ শুধু মানসিক আঘাতই নয়, আর্থিক দিক থেকেও জীবনে এক বড় ধাক্কা আনে। অনেক সময় বিচ্ছেদের পর এক পক্ষের আর্থিক টিকে থাকার ক্ষমতা কমে যায় বা একেবারেই ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে আদালত থেকে আর্থিক সহায়তার যে বিধান রাখা হয়েছে, তাকেই বলা হয় ভরণপোষণ বা অ্যালিমনি (Alimony)। Divorce law Understanding Alimony Rules in India How is Alimony Calculated Alimony of wife can be fixed based on these 8 factors says Supreme Court
জানা গিয়েছে, ওই দম্পতির এক সন্তান রয়েছে। বিবাহবিচ্ছেদের মামলার প্রেক্ষিতে স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছিলেন মহিলা।
advertisement
3/7
 আদালতে প্রমাণ হিসাবে তিনি কিছু মেসেজ দেখান। যেখানে প্রাক্তন স্বামী তাঁকে লিখেছিলেন, ‘বাড়ি থেকে বেরিয়ে যাও। আর ওই মুখ দেখতে চাই না,’ ‘শয়তানের মুখ দেখলাম’ ইত্যাদি বার্তা। অন্য দিকে, প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছিলেন যুবক। কিন্তু আদালত জানায়, এমন কোনও সম্পর্ক ছিল না ওই মহিলার। বরং স্ত্রীকে তিনি মানসিক ভাবে পীড়া দিয়েছেন বহু বার। এর মধ্যেই প্রকাশ্যে আসে আর এক তথ্য।
আদালতে প্রমাণ হিসাবে তিনি কিছু মেসেজ দেখান। যেখানে প্রাক্তন স্বামী তাঁকে লিখেছিলেন, ‘বাড়ি থেকে বেরিয়ে যাও। আর ওই মুখ দেখতে চাই না,’ ‘শয়তানের মুখ দেখলাম’ ইত্যাদি বার্তা। অন্য দিকে, প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছিলেন যুবক। কিন্তু আদালত জানায়, এমন কোনও সম্পর্ক ছিল না ওই মহিলার। বরং স্ত্রীকে তিনি মানসিক ভাবে পীড়া দিয়েছেন বহু বার। এর মধ্যেই প্রকাশ্যে আসে আর এক তথ্য।
advertisement
4/7
যে সংসারে শাশুড়ি এবং পুত্রবধূর মিল নেই, তাঁদের দুজনেরই মোবাইল নম্বরের শেষ সংখ্যা ৬ করে নিলে শুক্রের শুভ প্রভাব দৃশ্যমান হবে এবং মধুর সম্পর্ক শুরু হবে।
প্রাক্তন স্বামীর মোবাইল পরীক্ষা করে দেখতে আদালতে আবেদন করেছিলেন মহিলা। বিচারক দেখেন, ওই যুবক প্রাক্তন স্ত্রীর নাম মোবাইলে ‘সেভ’ করেছিলেন ‘টমবিক’ (মোটা বা স্থূলকায়) নামে। আদালতের পর্যবেক্ষণ, এতে স্পষ্ট প্রমাণ হয় যে কী ভাবে স্ত্রীকে ছোট করে দেখতেন অভিযুক্ত। পাল্টা যুবক যখন স্ত্রীর পরকীয়া নিয়ে অভিযোগ করেন, বিচারক জানান, এমন কোনও ঘটনা ঘটেনি।
advertisement
5/7
বলা বাহুল্য মহিলার পোস্টটি ভাইরাল হতে সময় নেয়নি। কমেন্ট সেকশন ভরে যায় সমালোচনায়। অনেকেই মহিলার মা ও স্বামীর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং মহিলার প্রতি সমর্থন ও সংহতি জানান। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, মহিলা এক অকল্পনীয় বিশ্বাসঘাতকতার শিকার। ঘটনাটি ঘটেছিল ৩ বছর আগে। সম্প্রতি মহিলা সেই ঘটনা সবার সামনে আনেন।
আদালত প্রমাণ পেয়েছে, এক বই বিক্রেতা তথা ডেলিভারি বয়ের সঙ্গে ভাল সম্পর্ক ওই মহিলার। তিনি ওই যুবকের কাছে বইপত্র কেনেন। সেই সূত্রে তাঁদের কথাবার্তা হয়। সন্দেহের বশে স্ত্রীর মর্যাদাহানি করেছিলেন যুবক।
advertisement
6/7
৭ দিনের জেল হেফাজতের নির্দেশ
ঠিক কত টাকা আর্থিক জরিমানা করা হয়েছে সেই বিষয়ে অবশ্য জানাননি সেই দেশের বিচারক। বন্ধ আদালত কক্ষে এই মামলার ফয়সালা হয়েছে।
advertisement
7/7
অন্যদিকে নিয়োগ কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, এসএসসি আধিকারিক পর্ণা বসুর বিরুদ্ধেও চার্জ গঠন করল আদালত। নাইসা আধিকারিক পঙ্কজ বনশল, নীলাদ্রি দাস-সহ একাধিক এজেন্টের বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠন করল আদালত।
তুরস্কের আইন অনুযায়ী কোনও শব্দবন্ধ বা কাজে কারও মানহানি হলে তা আইন অনুযায়ী অপরাধ। এই অপরাধ প্রমাণ হলে ব্যক্তির ২ বছর পর্যন্ত জেল হতে পারে!
advertisement
advertisement
advertisement