'মোটা' লিখে প্রাক্তন স্ত্রীর নম্বর সেভ করেছিলেন যুবক! জরিমানা করল আদালত! কোন দেশে ঘটল এমন ঘটনা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রাক্তন স্ত্রীকে মানসিক নির্যাতনের জন্য শাস্তির মুখে পড়েছেন সেই যুবক।
advertisement
advertisement
আদালতে প্রমাণ হিসাবে তিনি কিছু মেসেজ দেখান। যেখানে প্রাক্তন স্বামী তাঁকে লিখেছিলেন, ‘বাড়ি থেকে বেরিয়ে যাও। আর ওই মুখ দেখতে চাই না,’ ‘শয়তানের মুখ দেখলাম’ ইত্যাদি বার্তা। অন্য দিকে, প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছিলেন যুবক। কিন্তু আদালত জানায়, এমন কোনও সম্পর্ক ছিল না ওই মহিলার। বরং স্ত্রীকে তিনি মানসিক ভাবে পীড়া দিয়েছেন বহু বার। এর মধ্যেই প্রকাশ্যে আসে আর এক তথ্য।
advertisement
প্রাক্তন স্বামীর মোবাইল পরীক্ষা করে দেখতে আদালতে আবেদন করেছিলেন মহিলা। বিচারক দেখেন, ওই যুবক প্রাক্তন স্ত্রীর নাম মোবাইলে ‘সেভ’ করেছিলেন ‘টমবিক’ (মোটা বা স্থূলকায়) নামে। আদালতের পর্যবেক্ষণ, এতে স্পষ্ট প্রমাণ হয় যে কী ভাবে স্ত্রীকে ছোট করে দেখতেন অভিযুক্ত। পাল্টা যুবক যখন স্ত্রীর পরকীয়া নিয়ে অভিযোগ করেন, বিচারক জানান, এমন কোনও ঘটনা ঘটেনি।
advertisement
advertisement
advertisement
