Makar Sankranti 2023: আজ মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের পর কোন কোন জিনিস দান করা শুভ? জানুন

Last Updated:
Donation on Makar Sankranti: পৌষ ও মাঘের সন্ধিক্ষণে এই তিথিতে পুণ্যস্নান গুরুত্বপূর্ণ। দেখুন স্নানের পর কোন কোন জিনিস দান করা শুভ
1/9
মকর সংক্রান্তি তিথি প্রাচীন রীতি নীতি অনুযায়ী অত্যন্ত পবিত্র। এ দিন পূজিত হন সূর্যদেব। পৌষ ও মাঘের সন্ধিক্ষণে এই তিথিতে পুণ্যস্নান গুরুত্বপূর্ণ। দেখুন স্নানের পর কোন কোন জিনিস দান করা শুভ।
মকর সংক্রান্তি তিথি প্রাচীন রীতি নীতি অনুযায়ী অত্যন্ত পবিত্র। এ দিন পূজিত হন সূর্যদেব। পৌষ ও মাঘের সন্ধিক্ষণে এই তিথিতে পুণ্যস্নান গুরুত্বপূর্ণ। দেখুন স্নানের পর কোন কোন জিনিস দান করা শুভ।
advertisement
2/9
অন্নদান সব সময়ই অত্যন্ত শুভ। আতপ চাল ও কালো উরত ডালের খিচুড়ি এই তিথিতে দান করার পরামর্শ দেওয়া হয়।
অন্নদান সব সময়ই অত্যন্ত শুভ। আতপ চাল ও কালো উরত ডালের খিচুড়ি এই তিথিতে দান করার পরামর্শ দেওয়া হয়।
advertisement
3/9
মকর সংক্রান্তিতে সূর্যদেব, বিষ্ণু ও শনিদেবকে কালো তিল নিবেদন করা হয়। এই তিথিকে তিল সংক্রান্তিও বলা হয়। এ দিন কালো তিল দান করা শুভ।
মকর সংক্রান্তিতে সূর্যদেব, বিষ্ণু ও শনিদেবকে কালো তিল নিবেদন করা হয়। এই তিথিকে তিল সংক্রান্তিও বলা হয়। এ দিন কালো তিল দান করা শুভ।
advertisement
4/9
 জ্যোতিষে প্রচলিত বিশ্বাস এই তিথিতে গুড় দান করলে বৃহস্পতিষ শুক্র ও শনি গ্রহ তুষ্ট থাকেন।
জ্যোতিষে প্রচলিত বিশ্বাস এই তিথিতে গুড় দান করলে বৃহস্পতিষ শুক্র ও শনি গ্রহ তুষ্ট থাকেন।
advertisement
5/9
এই তিথিতে নুন দান করলে জীবনে অশুভ শক্তির বিনাশ করা হয় বলেই বিশেষজ্ঞদের মত।
এই তিথিতে নুন দান করলে জীবনে অশুভ শক্তির বিনাশ করা হয় বলেই বিশেষজ্ঞদের মত।
advertisement
6/9
বস্ত্রদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মকর সংক্রান্তিতে দান করতে পারেন পোশাক, বিশেষত গরম পোশাক বা শীতবস্ত্র। জ্যোতিষে বিশ্বাস করা হয়, এতে শনি ও রাহু তুষ্ট থাকেন।
বস্ত্রদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মকর সংক্রান্তিতে দান করতে পারেন পোশাক, বিশেষত গরম পোশাক বা শীতবস্ত্র। জ্যোতিষে বিশ্বাস করা হয়, এতে শনি ও রাহু তুষ্ট থাকেন।
advertisement
7/9
 মকর সংক্রান্তিতে শনিদেবকে তেল নিবেদন করা হয়। এই রীতি খুবই পবিত্র বলে মনে করা হয়।
মকর সংক্রান্তিতে শনিদেবকে তেল নিবেদন করা হয়। এই রীতি খুবই পবিত্র বলে মনে করা হয়।
advertisement
8/9
এ ছাড়া শুকনো বাদাম, পশুপ্রাণীকে তাদের খাদ্য ও দিয়া দান করা হয়।
এ ছাড়া শুকনো বাদাম, পশুপ্রাণীকে তাদের খাদ্য ও দিয়া দান করা হয়।
advertisement
9/9
Disclaimer: এখানে প্রচলিত রীতি নীতি আলোচনা করা হয়েছে মাত্র। কুসংস্কার ছড়ানোর কোনও উদ্দেশ্য নেই।
Disclaimer: এখানে প্রচলিত রীতি নীতি আলোচনা করা হয়েছে মাত্র। কুসংস্কার ছড়ানোর কোনও উদ্দেশ্য নেই।
advertisement
advertisement
advertisement