Mahashivratri 2021: মহাশিবরাত্রির এক দিন আগে পুণ্য প্রদোষ ব্রত, জানুন মাহাত্ম্য এবং পালনের রীতি!

Last Updated:
মহাশিবরাত্রির আগের দিন, অর্থাৎ বুধবারে পড়েছে বলে এর পরিচিতি বুধ প্রদোষ ব্রত নামে।
1/6
•প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয়ে থাকে পুণ্য প্রদোষ ব্রত। এই ব্রতটি ভগবান শিবের উদ্দেশে নিবেদিত। শিব এবং শিবানী- উভয়েরই সন্তুষ্টি সাধনে, দাম্পত্যে সুখ অব্যাহত রাখতে এবং জীবন মঙ্গলময় করে তুলতে এই ব্রতটির উদযাপন করা হয়ে থাকে।
•প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয়ে থাকে পুণ্য প্রদোষ ব্রত। এই ব্রতটি ভগবান শিবের উদ্দেশে নিবেদিত। শিব এবং শিবানী- উভয়েরই সন্তুষ্টি সাধনে, দাম্পত্যে সুখ অব্যাহত রাখতে এবং জীবন মঙ্গলময় করে তুলতে এই ব্রতটির উদযাপন করা হয়ে থাকে।
advertisement
2/6
•প্রদোষ ব্রত যেহেতু প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয়, সেই জন্য একে কয়েকটি আলাদা আলাদা নামে অভিহিত করা হয়েছে। সপ্তাহের যে বারে এই প্রদোষ ব্রতের তিথি পড়ে, সেই বারের নাম অনুসারে ব্রতটি চিহ্নিত হয়। যেমন, মঙ্গলবারে পড়লে একে বলা হয় ভৌম প্রদোষ ব্রত। শনিবারে পড়লে একে বলা হয় শনি প্রদোষ ব্রত। তেমনই মহাশিবরাত্রির আগের দিন, অর্থাৎ বুধবারে পড়েছে বলে এর পরিচিতি বুধ প্রদোষ ব্রত নামে।
•প্রদোষ ব্রত যেহেতু প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয়, সেই জন্য একে কয়েকটি আলাদা আলাদা নামে অভিহিত করা হয়েছে। সপ্তাহের যে বারে এই প্রদোষ ব্রতের তিথি পড়ে, সেই বারের নাম অনুসারে ব্রতটি চিহ্নিত হয়। যেমন, মঙ্গলবারে পড়লে একে বলা হয় ভৌম প্রদোষ ব্রত। শনিবারে পড়লে একে বলা হয় শনি প্রদোষ ব্রত। তেমনই মহাশিবরাত্রির আগের দিন, অর্থাৎ বুধবারে পড়েছে বলে এর পরিচিতি বুধ প্রদোষ ব্রত নামে।
advertisement
3/6
•প্রদোষ ব্রত নামটির মধ্যেই রয়েছে এটি উদযাপনের সময়কালের ইঙ্গিত। সংস্কৃত ভাষায় প্রদোষ অর্থে সন্ধ্যাকালকে বোঝানো হয়ে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে সূর্যাস্তের আগের ৪৫ মিনিট এবং পরের ৪৫ মিনিট- সব মিলিয়ে এই ৯০ মিনিট হচ্ছে প্রদোষকালের অস্তিত্ব।
•প্রদোষ ব্রত নামটির মধ্যেই রয়েছে এটি উদযাপনের সময়কালের ইঙ্গিত। সংস্কৃত ভাষায় প্রদোষ অর্থে সন্ধ্যাকালকে বোঝানো হয়ে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে সূর্যাস্তের আগের ৪৫ মিনিট এবং পরের ৪৫ মিনিট- সব মিলিয়ে এই ৯০ মিনিট হচ্ছে প্রদোষকালের অস্তিত্ব।
advertisement
4/6
•প্রদোষ ব্রত নামটির মধ্যেই রয়েছে এটি উদযাপনের সময়কালের ইঙ্গিত। সংস্কৃত ভাষায় প্রদোষ অর্থে সন্ধ্যাকালকে বোঝানো হয়ে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে সূর্যাস্তের আগের ৪৫ মিনিট এবং পরের ৪৫ মিনিট- সব মিলিয়ে এই ৯০ মিনিট হচ্ছে প্রদোষকালের অস্তিত্ব।
•প্রদোষ ব্রত নামটির মধ্যেই রয়েছে এটি উদযাপনের সময়কালের ইঙ্গিত। সংস্কৃত ভাষায় প্রদোষ অর্থে সন্ধ্যাকালকে বোঝানো হয়ে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে সূর্যাস্তের আগের ৪৫ মিনিট এবং পরের ৪৫ মিনিট- সব মিলিয়ে এই ৯০ মিনিট হচ্ছে প্রদোষকালের অস্তিত্ব।
advertisement
5/6
•ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আর আরম্ভ হচ্ছে বুধবার ১০ মার্চ দুপুর ২টো ৪০ মিনিট থেকে। আর তা সমাপ্ত হচ্ছে ১১ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টো ৩৯ মিনিটে। সেই হিসেবে বুধবার ১০ মার্চ সন্ধ্যাবেলা প্রদোষ ব্রত উদযাপন করতে হবে।
•ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আর আরম্ভ হচ্ছে বুধবার ১০ মার্চ দুপুর ২টো ৪০ মিনিট থেকে। আর তা সমাপ্ত হচ্ছে ১১ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টো ৩৯ মিনিটে। সেই হিসেবে বুধবার ১০ মার্চ সন্ধ্যাবেলা প্রদোষ ব্রত উদযাপন করতে হবে।
advertisement
6/6
•বলা হয়ে যে স্বয়ং চন্দ্রদেব এই প্রদষ ব্রতের প্রচলন করেছিলেন মর্ত্যে। পুরাণকথা মতে, দক্ষ প্রজাপতি তাঁর ২১ জন মেয়ের সঙ্গে চন্দ্রের বিবাহ দিয়েছিলেন। কিন্তু চন্দ্র তাঁর সব স্ত্রীকে সমান গুরুত্ব দিতেন না। তিনি শুধু আকৃষ্ট ছিলেন রোহিণীর ভুবনমোহিনী রূপে। কন্যারা এই নিয়ে অভিযোগ জানালে দক্ষ শাপ দেন যে চন্দ্র ক্ষয়রোগে আক্রান্ত হবেন! এর পর প্রদোষ ব্রত উদযাপন করে, শিবকে প্রসন্ন করে এই শাপ থেকে মুক্তি পেয়েছিলেন তিনি।
•বলা হয়ে যে স্বয়ং চন্দ্রদেব এই প্রদষ ব্রতের প্রচলন করেছিলেন মর্ত্যে। পুরাণকথা মতে, দক্ষ প্রজাপতি তাঁর ২১ জন মেয়ের সঙ্গে চন্দ্রের বিবাহ দিয়েছিলেন। কিন্তু চন্দ্র তাঁর সব স্ত্রীকে সমান গুরুত্ব দিতেন না। তিনি শুধু আকৃষ্ট ছিলেন রোহিণীর ভুবনমোহিনী রূপে। কন্যারা এই নিয়ে অভিযোগ জানালে দক্ষ শাপ দেন যে চন্দ্র ক্ষয়রোগে আক্রান্ত হবেন! এর পর প্রদোষ ব্রত উদযাপন করে, শিবকে প্রসন্ন করে এই শাপ থেকে মুক্তি পেয়েছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement