ভারতের সবচেয়ে লম্বা নামের রেল স্টেশন 'এটি'! এক নিঃশ্বাসে নামটা পড়াই চ্যালেঞ্জ

Last Updated:
Longest name rail station: ট্রেনে যাত্রা করার সময় আমরা অনেকেই স্টেশনের নাম পড়ি। অচেনা জায়গায় স্টেশনের নাম পড়তে আমাদের অনেকেরই বেশ ভাল লাগে। কিছু কিছু স্টেশনের নাম আমাদের অনেকদিন মনেও থাকে।
1/6
ভারতীয় রেল বিরাট নেটওয়ার্ক। প্রতিদিন ট্রেনের উপর নির্ভর করে থাকেন কয়েক লাখ যাত্রী।
ভারতীয় রেল বিরাট নেটওয়ার্ক। প্রতিদিন ট্রেনের উপর নির্ভর করে থাকেন কয়েক লাখ যাত্রী।
advertisement
2/6
ট্রেনে যাত্রা করার সময় আমরা অনেকেই স্টেশনের নাম পড়ি। অচেনা জায়গায় স্টেশনের নাম পড়তে আমাদের অনেকেরই বেশ ভাল লাগে।
ট্রেনে যাত্রা করার সময় আমরা অনেকেই স্টেশনের নাম পড়ি। অচেনা জায়গায় স্টেশনের নাম পড়তে আমাদের অনেকেরই বেশ ভাল লাগে।
advertisement
3/6
সারা দেশজুড়ে কয়েক হাজার রেল স্টেশন রয়েছে। হরেক রকম নাম। বহু স্টেশনের নাম আমরা হয়তো প্রথমবার শুনি! সেই নামগুলি আমাদের অবাক করে।
সারা দেশজুড়ে কয়েক হাজার রেল স্টেশন রয়েছে। হরেক রকম নাম। বহু স্টেশনের নাম আমরা হয়তো প্রথমবার শুনি! সেই নামগুলি আমাদের অবাক করে।
advertisement
4/6
অনেকেই হয়তো জানেন না, ভারতের কোন রেল স্টেশনের নাম সব থেকে লম্বা! সেই স্টেশনের নাম এক নিঃশ্বাসে পড়ে ফেলাটাও একটা বড় চ্যালেঞ্জ।
অনেকেই হয়তো জানেন না, ভারতের কোন রেল স্টেশনের নাম সব থেকে লম্বা! সেই স্টেশনের নাম এক নিঃশ্বাসে পড়ে ফেলাটাও একটা বড় চ্যালেঞ্জ।
advertisement
5/6
সেই স্টেশনের নাম ভেঙ্কটনারসিমহারজুভারিপেটা (Venkatanarasimharajuvaripeta)। এই স্টেশনের নামের মধ্যে রয়েছে ২৮টি অক্ষর।
সেই স্টেশনের নাম ভেঙ্কটনারসিমহারজুভারিপেটা (Venkatanarasimharajuvaripeta)। এই স্টেশনের নামের মধ্যে রয়েছে ২৮টি অক্ষর।
advertisement
6/6
ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা, দেশের দীর্ঘতম নামের রেলওয়ে স্টেশনটি অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার তামিলনাড়ু রাজ্যের সীমান্তে অবস্থিত।
ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা, দেশের দীর্ঘতম নামের রেলওয়ে স্টেশনটি অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার তামিলনাড়ু রাজ্যের সীমান্তে অবস্থিত।
advertisement
advertisement
advertisement