Knowledge Story: গোলাপি-বেগুনি নয়... মানুষের চোখ কেন নীল, সবুজ, বাদামি, কালো হয় জানেন কি? শুনে নিন আসল কারণটি
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Knowledge Story: বিভিন্ন চোখ মানুষের দৃষ্টি আকর্ষণ করে ঠিকই। আবার অনেকে আকর্ষণীয় দেখতে চোখের রঙও পরিবর্তন করেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন সব মানুষের চোখের রঙ ভিন্ন হওয়ার পেছনের কারণ কী?
চোখের সৌন্দর্যের বর্ণনায় অনেকসময়ই বলা হয়ে থাকে 'কাজল কালো চোখ'। কিন্তু এই বর্ণনা সবার চোখের ক্ষেত্রে কি খাটে? কিছু কিছু মানুষকে চাইলেও এই শব্দগুলো দিয়ে কিন্তু কখনওই তাঁদের চোখের সৌন্দর্যের প্রশংসা করা যাবে না। কারণ, কিছু কিছু মানুষের চোখের রং কালো নয়, পরিবর্তে তাঁদের অনেকেরই চোখ বিভিন্ন রঙের হয়ে থাকে। যেমন- কারও নীল, কারও সবুজ, কারো বাদামী আবার কারো ঘোলাটে হয়ে থাকে।
advertisement
লক্ষ্য করে থাকবেন প্রতিটি মানুষের চোখের রঙ আলাদা। কারও চোখ বাদামী, তো কারও চোখ কালো, আবার সবুজ, নীল, গাঢ় বাদামীও চোখের মণি দেখা যায়। এই ধরনের বিভিন্ন চোখ মানুষের দৃষ্টি আকর্ষণ করে ঠিকই। আবার অনেকে আকর্ষণীয় দেখতে চোখের রঙও পরিবর্তন করেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন সব মানুষের চোখের রঙ ভিন্ন হওয়ার পেছনের কারণ কী?
advertisement
এই মজাদার তথ্য আপনি যদি এখনও না জানেন তাহলে চিন্তা করবেন না একদম। কারণ আজ আমরা আপনাকে এই বিষয়ে অজানা নানা জ্ঞান শেয়ার করতে চলেছি আজকের এই প্রতিবেদনে। আসলে, আমাদের চোখের রঙ আমাদের জিনের সঙ্গে সম্পর্কযুক্ত। অনেকে আফসোস করেন যে তাঁদের চোখের রঙ অন্য সবার চোখের মতোই স্বাভাবিক। কিন্তু যদি এই প্রশ্নটি আপনার মনে আসে যে কেন বেশিরভাগ মানুষের চোখের রঙ একই হয়, তাহলে আসুন এই প্রশ্নের উত্তরও খুঁজে নেওয়া যাক এই প্রতিবেদনে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এখানেই শেষ নয়, শুনলে অবাক হবেন যে বিজ্ঞানীদের মতে, জীবনের প্রাথমিক পর্যায়ে আমাদের চোখের রঙ খুব দ্রুত পরিবর্তন হতে পারে। অনেক সময় এমন হয় যে একটি শিশু নীল চোখ নিয়ে জন্ম নিয়েছে, কিন্তু পরে তারই চোখের রঙ বাদামী হয়ে যায় কিছু সময়ের মধ্যে। তবে রঙ যাই হোক না কেন চোখ যে শরীরের এক বিচিত্র ও অন্যতম সর্বাধিক প্রয়োজনীয় অঙ্গ সে বিষয়ে কিন্তু কোনও সন্দেহ নেই।