Knowledge Story: শিশু জন্মের পরই 'কেঁদে' ওঠে কেন? নবজাতকের কান্নার পিছনে রয়েছে 'বড়' কারণ!

Last Updated:
Knowledge Story: শিশুর কান্নার প্রয়োজনই বা কেন? শিশুর কান্না কি তার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত? আসুন, এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কেন জন্মের পর শিশুর কান্নার প্রয়োজন এবং তা জরুরি বলে মনে করেন চিকিৎসকেরাও।
1/13
সন্তান জন্ম দেওয়া যে কোনও মায়ের জন্য সহজ নয়। কিন্তু প্রসবের অসহ্য যন্ত্রণা সহ্য করার পর মা যখন সন্তানের কান্না শোনেন তখন তাঁর সব কষ্ট আনন্দে রূপান্তরিত হয়ে যায় নিমেষে।
সন্তান জন্ম দেওয়া যে কোনও মায়ের জন্য সহজ নয়। কিন্তু প্রসবের অসহ্য যন্ত্রণা সহ্য করার পর মা যখন সন্তানের কান্না শোনেন তখন তাঁর সব কষ্ট আনন্দে রূপান্তরিত হয়ে যায় নিমেষে।
advertisement
2/13
প্রতিটি শিশু জন্মের পর কাঁদে বা কাঁদতে বাধ্য হয়। যে শিশু নিজে কাঁদে না সেক্ষেত্রে শিশুর পিঠে থাপ্পড় দিয়ে শিশুকে কাঁদানোর চেষ্টা করেন চিকিৎসকেরা।
প্রতিটি শিশু জন্মের পর কাঁদে বা কাঁদতে বাধ্য হয়। যে শিশু নিজে কাঁদে না সেক্ষেত্রে শিশুর পিঠে থাপ্পড় দিয়ে শিশুকে কাঁদানোর চেষ্টা করেন চিকিৎসকেরা।
advertisement
3/13
.শুধু তাই নয়, এটি বিশ্বাস করা হয় যে একটি নবজাতক শিশুকে দিনে দুই থেকে তিন ঘণ্টা কাঁদতে হয়। অনেক জায়গায় শিশুর কান্নাকে শুভ বলে মনে করা হয়। এখন প্রশ্ন জাগে শিশু জন্মের পর কেন কাঁদে? অথবা শিশুর কান্নার প্রয়োজনই বা কেন? শিশুর কান্না কি তার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত? আসুন, এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কেন জন্মের পর শিশুর কান্নার প্রয়োজন এবং তা জরুরি বলে মনে করেন চিকিৎসকেরাও।
.শুধু তাই নয়, এটি বিশ্বাস করা হয় যে একটি নবজাতক শিশুকে দিনে দুই থেকে তিন ঘণ্টা কাঁদতে হয়। অনেক জায়গায় শিশুর কান্নাকে শুভ বলে মনে করা হয়। এখন প্রশ্ন জাগে শিশু জন্মের পর কেন কাঁদে? অথবা শিশুর কান্নার প্রয়োজনই বা কেন? শিশুর কান্না কি তার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত? আসুন, এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কেন জন্মের পর শিশুর কান্নার প্রয়োজন এবং তা জরুরি বলে মনে করেন চিকিৎসকেরাও।
advertisement
4/13
অথবা শিশুর কান্নার প্রয়োজনই বা কেন? শিশুর কান্না কি তার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত? আসুন, এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কেন জন্মের পর শিশুর কান্নার প্রয়োজন এবং তা জরুরি বলে মনে করেন চিকিৎসকেরাও।
অথবা শিশুর কান্নার প্রয়োজনই বা কেন? শিশুর কান্না কি তার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত? আসুন, এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কেন জন্মের পর শিশুর কান্নার প্রয়োজন এবং তা জরুরি বলে মনে করেন চিকিৎসকেরাও।
advertisement
5/13
কান্নার মাধ্য দিয়ে ‘নবজাতক তার পৃথিবীতে আগমনের বার্তা দেয়। তার আগমনে সবাই খুশি থাকলেও একমাত্র নবজাতক শিশুটিই এই খুশির মুহূর্তে নাগাড়ে কাঁদতে থাকে।
কান্নার মাধ্য দিয়ে ‘নবজাতক তার পৃথিবীতে আগমনের বার্তা দেয়। তার আগমনে সবাই খুশি থাকলেও একমাত্র নবজাতক শিশুটিই এই খুশির মুহূর্তে নাগাড়ে কাঁদতে থাকে।
advertisement
6/13
জন্মের পরপরই সে উচ্চস্বরে কাঁদতে শুরু করে। খেয়াল করে দেখবেন, জন্মের পরে শিশু না কাঁদলে তার পেছনে মৃদু থাপ্পড় দিয়ে তাকে কাঁদানোর চেষ্টা করা হয়। এগুলো খুব পরিচিত দৃশ্য। কিন্তু কখনও কি ভেবেছেন, শিশু জন্মের পরই কেঁদে ওঠে কেন?
জন্মের পরপরই সে উচ্চস্বরে কাঁদতে শুরু করে। খেয়াল করে দেখবেন, জন্মের পরে শিশু না কাঁদলে তার পেছনে মৃদু থাপ্পড় দিয়ে তাকে কাঁদানোর চেষ্টা করা হয়। এগুলো খুব পরিচিত দৃশ্য। কিন্তু কখনও কি ভেবেছেন, শিশু জন্মের পরই কেঁদে ওঠে কেন?
advertisement
7/13
শুধু তাই নয়, শিশু না কাঁদলে তাকে কাঁদানোর জন্য এত তাড়াহুড়োই বা কেন? শিশু জন্মের পর কেন কেঁদে ওঠে এবং তা কতটা জরুরি তা প্রকাশ করেছে বোল্ডস্কাই।
শুধু তাই নয়, শিশু না কাঁদলে তাকে কাঁদানোর জন্য এত তাড়াহুড়োই বা কেন? শিশু জন্মের পর কেন কেঁদে ওঠে এবং তা কতটা জরুরি তা প্রকাশ করেছে বোল্ডস্কাই।
advertisement
8/13
বস্তুত শিশু যখন পৃথিবীতে আসে তখন সে মায়ের গর্ভ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শিশু যদি জন্মের পরপরই চিৎকার করে কেঁদে ওঠে তবে বোঝা যায় তার হার্ট ও ফুসফুস সঠিকভাবে কাজ করছে।
বস্তুত শিশু যখন পৃথিবীতে আসে তখন সে মায়ের গর্ভ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শিশু যদি জন্মের পরপরই চিৎকার করে কেঁদে ওঠে তবে বোঝা যায় তার হার্ট ও ফুসফুস সঠিকভাবে কাজ করছে।
advertisement
9/13
শিশুর কান্না দেখে তার স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। শিশু উচ্চস্বরে কাঁদছে তার মানে হল সে পুরোপুরি সুস্থ। তবে শিশুটি যদি খুব ধীর গলায় কান্নাকাটি করে, তাহলে কিছু স্বাস্থ্য সমস্যা তার হতে পারে।
শিশুর কান্না দেখে তার স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। শিশু উচ্চস্বরে কাঁদছে তার মানে হল সে পুরোপুরি সুস্থ। তবে শিশুটি যদি খুব ধীর গলায় কান্নাকাটি করে, তাহলে কিছু স্বাস্থ্য সমস্যা তার হতে পারে।
advertisement
10/13
কান্নার কারণ: জন্মের আগ পর্যন্ত শিশু মায়ের শরীরের সঙ্গে সংযুক্ত আম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জুর মধ্য দিয়ে শ্বাস নেয়। জন্মের কয়েক সেকেন্ড পরে শিশু নিজে থেকেই শ্বাস নেওয়া শুরু করে।
কান্নার কারণ: জন্মের আগ পর্যন্ত শিশু মায়ের শরীরের সঙ্গে সংযুক্ত আম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জুর মধ্য দিয়ে শ্বাস নেয়। জন্মের কয়েক সেকেন্ড পরে শিশু নিজে থেকেই শ্বাস নেওয়া শুরু করে।
advertisement
11/13
শিশু যখন গর্ভের বাইরে আসে তখন হৃদপিণ্ডের শ্বাস-প্রশ্বাসের পথ শরীরের বিভিন্ন ফ্লুইড নিঃসরণের কারণে আটকে যায়। আর তখনই শিশু চিৎকার করে কাঁদতে শুরু করে। এ কান্নার ফলেই পরিষ্কার হয় তার শ্বাস-প্রশ্বাসের পথ। এরপর শিশু স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে।
শিশু যখন গর্ভের বাইরে আসে তখন হৃদপিণ্ডের শ্বাস-প্রশ্বাসের পথ শরীরের বিভিন্ন ফ্লুইড নিঃসরণের কারণে আটকে যায়। আর তখনই শিশু চিৎকার করে কাঁদতে শুরু করে। এ কান্নার ফলেই পরিষ্কার হয় তার শ্বাস-প্রশ্বাসের পথ। এরপর শিশু স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে।
advertisement
12/13
জন্মের পর একটি শিশুর কতক্ষণ কাঁদা উচিত? শিশুর কান্না অনেকের কাছে উদ্বেগের মনে হলেও আসলে সবক্ষেত্রে তা নয়। বরং দিনের মধ্যে একটি নির্দিষ্ট সময় কাঁদা শিশুর জন্য স্বাভাবিক।
জন্মের পর একটি শিশুর কতক্ষণ কাঁদা উচিত? শিশুর কান্না অনেকের কাছে উদ্বেগের মনে হলেও আসলে সবক্ষেত্রে তা নয়। বরং দিনের মধ্যে একটি নির্দিষ্ট সময় কাঁদা শিশুর জন্য স্বাভাবিক।
advertisement
13/13
অনেকগুলো গবেষণা থেকে এ তথ্য মিলেছে যে, স্বাস্থ্যকর শিশুর একদিনে বা ২৪ ঘণ্টায় কমপক্ষে ২-৩ ঘণ্টা কাঁদা উচিত। তবে যদি শিশু চার ঘণ্টারও বেশি সময় ধরে কান্নাকাটি করে, তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শিশু যত বড় হবে তত তার কান্নার পরিমাণও কমতে শুরু করবে।
অনেকগুলো গবেষণা থেকে এ তথ্য মিলেছে যে, স্বাস্থ্যকর শিশুর একদিনে বা ২৪ ঘণ্টায় কমপক্ষে ২-৩ ঘণ্টা কাঁদা উচিত। তবে যদি শিশু চার ঘণ্টারও বেশি সময় ধরে কান্নাকাটি করে, তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শিশু যত বড় হবে তত তার কান্নার পরিমাণও কমতে শুরু করবে।
advertisement
advertisement
advertisement