HMPV Virus Knowledge Story: ভয়াল আতঙ্কের থাবা নিয়ে আসা HMPV ৬৬ বছর ধরে পৃথিবীতে আছে, বিজ্ঞানীরা কিচ্ছু করেননি, আর আজ এতবড় সর্বনাশ কেন হচ্ছে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
New China HMPV Virus: নতুন চিনা ভাইরাস ভেবে ভুল করছেন, এতদিনের গাফিলতির খেসারত এবার দিতে হবে মানব সমাজ
advertisement
advertisement
এই ভাইরাস নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। বিজ্ঞানীরাও এর ভ্যাকসিন তৈরি করেননি। আজ একই ভাইরাস এখন ফের একবার সর্বনাশ করতে মরিয়া। এই ভাইরাসের ফের আত্মপ্রকাশে আতঙ্কিত হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের ধারণা এই ভাইরাস করোনার মতো বিপর্যয় ডেকে আনতে পারে বলে সবাই আতঙ্কিত। এই ভাইরাসের কোনও ভ্যাকসিন নেই। এইচএমপিভি ভাইরাস অর্থাৎ হিউম্যান মেটাপনিউমোভাইরাস চিনে বিপর্যয়ের স্রোত এনে দিয়েছে৷
advertisement
মৃত্যু আতঙ্কের হানা নিয়ে এসেছ এই ভাইরাস আসলে কি। এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটাপনিউমোভাইরাস একটি আরএনএ ভাইরাস। এটি নিউমোভিরিডি পরিবারের মেটাপনিউমোভাইরাস শ্রেণীর অন্তর্গত। হিউম্যান মেটাপনিউমোভাইরাস একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ, যেমন ঠান্ডা। এক অর্থে এই ভাইরাসই আবহাওয়া। এর প্রভাব সাধারণত শীতকালে এবং বসন্তের শুরুতে দেখা যায়। ঠিক শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস এবং ফ্লুর মতো।
advertisement
চিনে এখন প্রচন্ড শীত চলছে। এই মেটাপনিউমোভাইরাস এই শীতে সর্বনাশের খেলা শুরু করছে। চিনে ইতিমধ্যেই লক্ষ-লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভিড় বাড়ছে। সর্বত্র হাহাকার। ভারত সহ অনেক দেশেই এর প্রভাব দেখা যাচ্ছে। ভারতে ইতিমধ্যেই কেস পাওয়া গেছে, স্বাস্থ্যমন্ত্রক আগেই থেকেই অ্যালার্ট মোডে রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement