Knowledge Story: টাই তো পরেন, কিন্তু কেন পরা হয় জানেন? ৯০ শতাংশ মানুষ ভুল উত্তর দিয়েছেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Knowledge Story: গলায় টাই তো পরেন, কিন্তু এর ইতিহাস জানলে চমকে যাবেন!
advertisement
advertisement
advertisement
মূলত, যেখানে সম্রাট ও তাঁর সৈন্যদের ভাস্কর্য পাওয়া যায়। সেখানে মূর্তিগুলোর পরনে ছিল ইউনিফর্ম আর গলাবন্ধনী। তবে সেই গলাবন্ধনী ঠিক আজকালকার টাইয়ের মতো নয়, বেশি বড়। তবে গলাবন্ধনীর পরিবর্তন আসে সতেরো শ সতেকের মাঝামাঝি সময়ে। সেসময় ক্রোয়েশিয়ার অধিবাসীরা টাইয়ের আদলে স্কার্ফ ব্যবহার করত। যা ছিল তাদের সেনাবাহিনীর সদস্যদের পোশাকের একটি অংশ। গলাবন্ধনীকে ক্রোয়েশীয় ভাষায় বলা হত ‘ক্রাভাট’। photo source collected
advertisement
১৮১৫ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের আমলে প্রথমবার ক্রাভাটের বদলে টাই নাম ব্যবহার করা হয়। এরপর পরপরই শিল্পবিপ্লবের সময় ইউরোপ জুড়েই টাইয়ের প্রচলন শুরু হতে থাকে। এরপর বিংশ শতকের দ্বিতীয় দশকে জেসি ল্যাংসডোর্ফ নামে নিউইয়র্কের একজন দর্জি বর্তমান সময়ের টাইয়ের একটি পরিপূর্ণ রূপ দেন।(তথ্য: জুলফিকার মোল্লা) photo source collected