Knowledge Story: নিত্যদিন-ই 'এয়ার হস্টেস'-দের বিদেশ উড়ে যেতে হয়, তাঁদেরও কি বাকি যাত্রীদের মতো ভিসা লাগে? পড়ুন

Last Updated:
প্রায় প্রতিদিনই বিদেশে উড়ে যেতে হয় এয়ার হস্টেস বা বিমান সেবিকাদের। এটা তাঁদের কাজের একটা অংশ। এবার বলুন তো, বাকি যাত্রীদের মতো তাঁদেরও কি আন্য দেশে যেতে ভিসা লাগে?
1/6
এই আছেন কলকাতা, এই পাড়ি দেবেন কলোম্বো! প্রায় প্রতিদিনই বিদেশে উড়ে যেতে হয় এয়ার হস্টেস বা বিমান সেবিকাদের। এটা তাঁদের কাজের একটা অংশ। এবার বলুন তো, বাকি যাত্রীদের মতো তাঁদেরও কি আন্য দেশে যেতে ভিসা লাগে?
এই আছেন কলকাতা, এই পাড়ি দেবেন কলোম্বো! প্রায় প্রতিদিনই বিদেশে উড়ে যেতে হয় এয়ার হস্টেস বা বিমান সেবিকাদের। এটা তাঁদের কাজের একটা অংশ। এবার বলুন তো, বাকি যাত্রীদের মতো তাঁদেরও কি আন্য দেশে যেতে ভিসা লাগে?
advertisement
2/6
আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে বিমানের বাকি ক্রিউয়ের সঙ্গে বিমান সেবিকাও নিত্যদিন পাড়ি দেন বিদেশ। প্রায় প্রতিদিন-ই বিমান সেবিকাকে অন্য দেশে যেতে হয় কাজের খাতিরে। তাঁদেরও কি ভিসা লাগে?
আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে বিমানের বাকি ক্রিউয়ের সঙ্গে বিমান সেবিকাও নিত্যদিন পাড়ি দেন বিদেশ। প্রায় প্রতিদিন-ই বিমান সেবিকাকে অন্য দেশে যেতে হয় কাজের খাতিরে। তাঁদেরও কি ভিসা লাগে?
advertisement
3/6
উত্তরটা হল, বিমান সেবিকাদেরও ভিসা লাগে এক দেশ থেকে আরেক দেশে যেতে। তবে এক্ষেত্রে নিয়মটা একটু আলাদা।
উত্তরটা হল, বিমান সেবিকাদেরও ভিসা লাগে এক দেশ থেকে আরেক দেশে যেতে। তবে এক্ষেত্রে নিয়মটা একটু আলাদা।
advertisement
4/6
কিছু দেশে ক্রিউ মেম্বারদের জন্য একটি আলাদা ভিসা থাকে। একে বলে ক্রিউ ভিসা। আমেরিকা ও অন্যান্য কিছু দেশের ক্ষেত্রে আন্তর্জাতিক বিমান কর্মীদের জন্য এই ভিসা ইস্যু করা হয়।
কিছু দেশে ক্রিউ মেম্বারদের জন্য একটি আলাদা ভিসা থাকে। একে বলে ক্রিউ ভিসা। আমেরিকা ও অন্যান্য কিছু দেশের ক্ষেত্রে আন্তর্জাতিক বিমান কর্মীদের জন্য এই ভিসা ইস্যু করা হয়।
advertisement
5/6
কিছু দেশের ক্ষেত্রে বিমানকর্মীদের জন্য ' জেনেরাল ডেক্লারেশন পলিসি' থাকে।
কিছু দেশের ক্ষেত্রে বিমানকর্মীদের জন্য ' জেনেরাল ডেক্লারেশন পলিসি' থাকে।
advertisement
6/6
কিন্তু প্রাইভেট জেট-এর কর্মীদের ভিসা অনিবার্য। পাইলট, এয়ার হস্টেস ও অন্যান্য বিমান কর্মীদের স্বতন্ত্র ভিসা লাগবে।
কিন্তু প্রাইভেট জেট-এর কর্মীদের ভিসা অনিবার্য। পাইলট, এয়ার হস্টেস ও অন্যান্য বিমান কর্মীদের স্বতন্ত্র ভিসা লাগবে।
advertisement
advertisement
advertisement