1/ 5


• গুপ্তযুগের জ্যোর্তিবিদ বরাহমিহির তাঁর ‘বৃহৎ সংহিতায়’ বলেছেন- ২৪০ অব্দে(৩১৯ খ্রীঃ) চৈত্র সংক্রান্তি বা ১লা বৈশাখ প্রথম চন্দ্রগুপ্ত তাঁর অভিষেকের দিন গুপ্তাব্দের সূচনা করেন।এই ১লা বৈশাখের দিনে বা বাংলার অভিধানিক অর্থে বলা যেতে পারে হালখাতা শুভ সূচনা দিবস।
2/ 5


• এই দিন বাঙালীরা যে দেবতার পূজা অর্চনায় ব্যস্ত থাকেন তিনি দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশ ৷ সমস্ত দেবদেবীর পূজোর মধ্যে গণেশের পূজো সর্বপ্রথম করতে হবে কারণ তিনিই সর্বসিদ্ধিদাতা।
4/ 5


• এখন দেখে নেওয়া যাক, নতুন বছরে প্রথম পূজোর নির্ঘন্ট ও সময় সূচি ৷বাংলা তারিখ- ১লা বৈশাখ ১৪২৬ , সোমবার।ইং তারিখ- ১৫/৪/২০১৯।