কেন গণেশ ম্যানেজমেন্ট গুরু? উত্তর লুকিয়ে রয়েছে গণেশের চেহারাতেই

Last Updated:
মাথা থেকে পা, গণেশের পুরোটাই আদর্শ বিজনেস মডেল৷
1/10
গণেশ পুজোয় মেতেছে সারা দেশ৷ বাড়িতে সমৃদ্ধি আনতে যেমন গণেশ পুজো করা হয়, তেমনই গণেশ সমৃদ্ধি আনে ব্যবসায়ও৷ কেন গণেশই বিজনেস মডেল? উত্তর লুকিয়ে রয়েছে গণেশের চেহারাতেই৷
গণেশ পুজোয় মেতেছে সারা দেশ৷ বাড়িতে সমৃদ্ধি আনতে যেমন গণেশ পুজো করা হয়, তেমনই গণেশ সমৃদ্ধি আনে ব্যবসায়ও৷ কেন গণেশই বিজনেস মডেল? উত্তর লুকিয়ে রয়েছে গণেশের চেহারাতেই৷
advertisement
2/10
গণেশের মাথা হাতির৷ যে মাথার ওজম মানুষের মাথার থেকে বেশি এবং সব প্রাণীদের থেকে বড়৷ হাতি, দুঃখ, আনন্দ, আত্ম-সচেতনতা, সমবেদনা এবং শেখার প্রতীক৷ জঙ্গলে হাতি কোনও প্রাণীর সঙ্গেই লড়াই করে না, হাতিকে সব প্রাণী মান্য করে৷ যা একজন বিজনেস লিডারের গুণ হওয়া উচিত৷ লক্ষ্য স্থির রাখা ও অযথা লড়াই এড়িয়ে চলা৷
গণেশের মাথা হাতির৷ যে মাথার ওজম মানুষের মাথার থেকে বেশি এবং সব প্রাণীদের থেকে বড়৷ হাতি, দুঃখ, আনন্দ, আত্ম-সচেতনতা, সমবেদনা এবং শেখার প্রতীক৷ জঙ্গলে হাতি কোনও প্রাণীর সঙ্গেই লড়াই করে না, হাতিকে সব প্রাণী মান্য করে৷ যা একজন বিজনেস লিডারের গুণ হওয়া উচিত৷ লক্ষ্য স্থির রাখা ও অযথা লড়াই এড়িয়ে চলা৷
advertisement
3/10
হাতির কান বিশাল৷ বড় কান মানে তার শোনার ক্ষমতাও বেশি৷ ঠিক একইভাবে গণেশের জিভ থাকে অনেক ভিতরে৷ অর্থাৎ, সাফল্য পেতে গেলে শুনতে হবে অনেক বেশি, কথা বলতে হবে কম৷ সংবেদনশীল ও মনযোগী শ্রোতা হওয়াই একজন ম্যানেজমেন্ট গুরুর আদর্শ গুণ৷
হাতির কান বিশাল৷ বড় কান মানে তার শোনার ক্ষমতাও বেশি৷ ঠিক একইভাবে গণেশের জিভ থাকে অনেক ভিতরে৷ অর্থাৎ, সাফল্য পেতে গেলে শুনতে হবে অনেক বেশি, কথা বলতে হবে কম৷ সংবেদনশীল ও মনযোগী শ্রোতা হওয়াই একজন ম্যানেজমেন্ট গুরুর আদর্শ গুণ৷
advertisement
4/10
হাতির চোখ থাকে মাথার দুপাশে৷ যার ফলে তারা কম আলোয় অনেক পরিষ্কার দেখতে পায়৷ মাথার পাশে চোখ থাকার কারণে হাতির পেরিফেরাল ভিউ বেশি অর্থাৎ, তারা শুধু সামনে নয়, দুপাশেও দেখতে পায়৷ কঠিন সময় সবদিক দেখে সিদ্ধান্ত নেওয়া, দূরদৃষ্টিই একজন স্ট্রাটেজিস্টের কাজ৷
হাতির চোখ থাকে মাথার দুপাশে৷ যার ফলে তারা কম আলোয় অনেক পরিষ্কার দেখতে পায়৷ মাথার পাশে চোখ থাকার কারণে হাতির পেরিফেরাল ভিউ বেশি অর্থাৎ, তারা শুধু সামনে নয়, দুপাশেও দেখতে পায়৷ কঠিন সময় সবদিক দেখে সিদ্ধান্ত নেওয়া, দূরদৃষ্টিই একজন স্ট্রাটেজিস্টের কাজ৷
advertisement
5/10
অনেক ট্রাডিশনকে নাককে সম্মান ও ইগোর প্রতীক হিসেবে ধরা হয়৷ নাক যেমন গভীর ইনটিউশন বোঝায়, তেমনই লম্বা নাক বোঝায় দীর্ঘ সময়ের দায়বদ্ধতা৷ আশপাশের পরিস্থিতি কীভাবে বদলে যাচ্ছে, কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে তা নাকের সাহায্যেই আঁচ করা যায়৷
অনেক ট্রাডিশনকে নাককে সম্মান ও ইগোর প্রতীক হিসেবে ধরা হয়৷ নাক যেমন গভীর ইনটিউশন বোঝায়, তেমনই লম্বা নাক বোঝায় দীর্ঘ সময়ের দায়বদ্ধতা৷ আশপাশের পরিস্থিতি কীভাবে বদলে যাচ্ছে, কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে তা নাকের সাহায্যেই আঁচ করা যায়৷
advertisement
6/10
গণেশের নাম একদন্ত৷ ডান দিকে দাঁত রয়েছে গণেশের, কিন্তু বাঁ দিকের ভাঙা৷ কখনও ভেবে দেখেছেন কেন? ডান দিকের দাঁত বোঝায় যেখানে প্রতিবাদ করা প্রয়োজন, তখন নিজের বক্তব্য অবশ্যই বলা উচিত৷ কিন্তু যেখানে নিষ্প্রয়োজন, সেখানে অয়থা নিজের বক্তব্য না বলে এড়িয়ে যাওয়া প্রয়োজন৷ অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের সাম্যের প্রতীক গণেশ৷ সময় অনুযায়ী নীরব ও সরবতাই সাফল্যের চাবিকাঠি৷
গণেশের নাম একদন্ত৷ ডান দিকে দাঁত রয়েছে গণেশের, কিন্তু বাঁ দিকের ভাঙা৷ কখনও ভেবে দেখেছেন কেন? ডান দিকের দাঁত বোঝায় যেখানে প্রতিবাদ করা প্রয়োজন, তখন নিজের বক্তব্য অবশ্যই বলা উচিত৷ কিন্তু যেখানে নিষ্প্রয়োজন, সেখানে অয়থা নিজের বক্তব্য না বলে এড়িয়ে যাওয়া প্রয়োজন৷ অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের সাম্যের প্রতীক গণেশ৷ সময় অনুযায়ী নীরব ও সরবতাই সাফল্যের চাবিকাঠি৷
advertisement
7/10
গণেশের মাথা হাতির হলেও গলা মানুষের৷ সব প্রাণীর মধ্যে একমাত্র মানুষই কথা বলতে পারে৷ভাল স্ট্রাটেজিস্ট হতে গেলে ভাল কথা বলা অত্যন্ত জরুরি৷ কথার মাধ্যমেই পরিস্থিতি বদলে ফেলা যায়৷
গণেশের মাথা হাতির হলেও গলা মানুষের৷ সব প্রাণীর মধ্যে একমাত্র মানুষই কথা বলতে পারে৷ভাল স্ট্রাটেজিস্ট হতে গেলে ভাল কথা বলা অত্যন্ত জরুরি৷ কথার মাধ্যমেই পরিস্থিতি বদলে ফেলা যায়৷
advertisement
8/10
গণেশের চারহাত ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের প্রতীক৷ বিজনেস স্ট্রাটেজির জন্য এই চার বিষয়কে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন৷ এই চারের সংমিশ্রণেই আসে সাফল্য৷
গণেশের চারহাত ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের প্রতীক৷ বিজনেস স্ট্রাটেজির জন্য এই চার বিষয়কে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন৷ এই চারের সংমিশ্রণেই আসে সাফল্য৷
advertisement
9/10
গণেশের ভুঁড়ি বোঝায় গণেশ অনেক খেতে পারে ও হজম করতে পারে৷ যার পুরোটাই প্রতীকি৷ অনেক হজম ক্ষমতা বোঝায় গোপনীয়তা রক্ষা করার ক্ষমতা৷ সব তথ্য যে নিজের কাছেই রাখতে পারে, গোপনীয়তা রক্ষা করতে পারে সেই স্ট্রাটেজিস্ট৷
গণেশের ভুঁড়ি বোঝায় গণেশ অনেক খেতে পারে ও হজম করতে পারে৷ যার পুরোটাই প্রতীকি৷ অনেক হজম ক্ষমতা বোঝায় গোপনীয়তা রক্ষা করার ক্ষমতা৷ সব তথ্য যে নিজের কাছেই রাখতে পারে, গোপনীয়তা রক্ষা করতে পারে সেই স্ট্রাটেজিস্ট৷
advertisement
10/10
গণেশের বাহন ইঁদুর৷ গণেশ ও ইঁদুর যুক্তি ও সংশয় বোঝায়৷ চঞ্চল ইঁদুর সংশয়ের প্রতীক৷ গণেশ তার ওপর বসে থাকে৷ যার অর্থ হল গণেশ নিজের সংশয় নিয়ন্ত্রণে রাখে নিজের যুক্তি দিয়ে৷ যেকোনও কাজে সাফল্য পেতে হলে সংশয় যেমন সবচেয়ে বড় বাধা তেমনই যুক্তি দিয়ে কাজ করেই জীবনে আসে সাফল্য৷
গণেশের বাহন ইঁদুর৷ গণেশ ও ইঁদুর যুক্তি ও সংশয় বোঝায়৷ চঞ্চল ইঁদুর সংশয়ের প্রতীক৷ গণেশ তার ওপর বসে থাকে৷ যার অর্থ হল গণেশ নিজের সংশয় নিয়ন্ত্রণে রাখে নিজের যুক্তি দিয়ে৷ যেকোনও কাজে সাফল্য পেতে হলে সংশয় যেমন সবচেয়ে বড় বাধা তেমনই যুক্তি দিয়ে কাজ করেই জীবনে আসে সাফল্য৷
advertisement
advertisement
advertisement