সঠিক সময়ে পুজো না দিলে কূপিত হন মনসাদেবী, জেনে নিন পুজোর নির্ঘণ্ট

Last Updated:
1/8
♦ তিনি বাংলার লোকায়ত দেবী ৷ মা মনসাকে নিয়ে বাংলার কাব্য-সাহিত্যে যেমন প্রচুর উল্লেখ রয়েছে ৷ তেমনই এই দেবীর পুজো বাংলা প্রায় অনেক ঘরেই হয়ে থাকে ৷ আগামী সোমবার দেবী মনসার পুজো ৷
♦ তিনি বাংলার লোকায়ত দেবী ৷ মা মনসাকে নিয়ে বাংলার কাব্য-সাহিত্যে যেমন প্রচুর উল্লেখ রয়েছে ৷ তেমনই এই দেবীর পুজো বাংলা প্রায় অনেক ঘরেই হয়ে থাকে ৷ আগামী সোমবার দেবী মনসার পুজো ৷
advertisement
2/8
♦ আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি (শ্রাবণ), তাকে নাগপঞ্চমী বলে। নাগপঞ্চমীতে উঠানে সিজগাছ স্থাপন করে মনসা পূজা করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত পূজা করার বিধান আছে।  বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এক মাস যাবত্ পূজা করে পূজা সমাপনান্তে বিশেষ পুজো করা হয় অথবা শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পূজা করা হয়।
♦ আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি (শ্রাবণ), তাকে নাগপঞ্চমী বলে। নাগপঞ্চমীতে উঠানে সিজগাছ স্থাপন করে মনসা পূজা করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত পূজা করার বিধান আছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এক মাস যাবত্ পূজা করে পূজা সমাপনান্তে বিশেষ পুজো করা হয় অথবা শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পূজা করা হয়।
advertisement
3/8
♦ বর্ষাকাল চলছে ৷ আর এই বর্ষাকালে সাপেদের উপদ্রপ প্রচণ্ড বেশি ৷ যাতে সর্পাঘাত না হয়, তাই মনসাদেবীর পূজার প্রচলন তো বাংলায় বহুদিন আগেই হয়েছে ৷ তবে মনসাদেবীর পুজোর অত্যন্ত নিয়ম মেনে, নিষ্ঠার সহকারে করতে হয় ৷
♦ বর্ষাকাল চলছে ৷ আর এই বর্ষাকালে সাপেদের উপদ্রপ প্রচণ্ড বেশি ৷ যাতে সর্পাঘাত না হয়, তাই মনসাদেবীর পূজার প্রচলন তো বাংলায় বহুদিন আগেই হয়েছে ৷ তবে মনসাদেবীর পুজোর অত্যন্ত নিয়ম মেনে, নিষ্ঠার সহকারে করতে হয় ৷
advertisement
4/8
 ♦ এর পাশাপাশি সময় অর্থাৎ তিথিতে ঠিক কোন সময় পুজো করা হচ্ছে,সেদিকটি বিশেষভাবে খেয়াল রাখা জরুরি ৷ আসুন জেনে নেওয়া যাক এ বছরের মনসা পুজোর সঠিক দিনক্ষণ ৷
♦ এর পাশাপাশি সময় অর্থাৎ তিথিতে ঠিক কোন সময় পুজো করা হচ্ছে,সেদিকটি বিশেষভাবে খেয়াল রাখা জরুরি ৷ আসুন জেনে নেওয়া যাক এ বছরের মনসা পুজোর সঠিক দিনক্ষণ ৷
advertisement
5/8
♦ ১৪২৬ সনের শ্রীশ্রীমনসাদেবী ও নাগপঞ্চমী পূজার সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে— বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে: বাংলা তারিখ: ৫ শ্রাবণ ১৪২৬, সোমবার। ইং তারিখ: ২২/০৭/২০১৯। সময়: দুপুর ঘ ২/৪ মিনিট সময়ের মধ্যে পূজা সমাপন।
♦ ১৪২৬ সনের শ্রীশ্রীমনসাদেবী ও নাগপঞ্চমী পূজার সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে— বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে: বাংলা তারিখ: ৫ শ্রাবণ ১৪২৬, সোমবার। ইং তারিখ: ২২/০৭/২০১৯। সময়: দুপুর ঘ ২/৪ মিনিট সময়ের মধ্যে পূজা সমাপন।
advertisement
6/8
♦ পঞ্চমী আরম্ভ: সকাল ১১টা ৪০ মিনিট পরে (বাংলা- ৪ শ্রাবণ ১৪২৬, রবিবার। এবং ইং- ২১/০৭/২০১৯) পঞ্চমী শেষ: দুপুর ২টো ৪ মিনিট পর্যন্ত (৫ শ্রাবণ /ইং- ২২/০৭/২০১৯)
♦ পঞ্চমী আরম্ভ: সকাল ১১টা ৪০ মিনিট পরে (বাংলা- ৪ শ্রাবণ ১৪২৬, রবিবার। এবং ইং- ২১/০৭/২০১৯) পঞ্চমী শেষ: দুপুর ২টো ৪ মিনিট পর্যন্ত (৫ শ্রাবণ /ইং- ২২/০৭/২০১৯)
advertisement
7/8
♦ গুপ্তপ্রেস পঞ্জিকা মতে: বাংলা তারিখ: ৫ শ্রাবণ ১৪২৬, সোমবার। ইং তারিখ: ২২/০৭/২০১৯। সময়: বেলা ঘ ১০/৪৯ মিনিট সময়ের মধ্যে পূজা সমাপন।
♦ গুপ্তপ্রেস পঞ্জিকা মতে: বাংলা তারিখ: ৫ শ্রাবণ ১৪২৬, সোমবার। ইং তারিখ: ২২/০৭/২০১৯। সময়: বেলা ঘ ১০/৪৯ মিনিট সময়ের মধ্যে পূজা সমাপন।
advertisement
8/8
♦ পঞ্চমী আরম্ভ: সকাল ০৮টা ৫১ মিনিট পরে (বাংলা- ৪ শ্রাবণ ১৪২৬, রবিবার। এবং ইং- ২১/০৭/২০১৯) পঞ্চমী শেষ: বেলা ১০/৪৯ মিনিট পর্যন্ত (৫ শ্রাবণ /ইং- ২২/০৭/২০১৯)
♦ পঞ্চমী আরম্ভ: সকাল ০৮টা ৫১ মিনিট পরে (বাংলা- ৪ শ্রাবণ ১৪২৬, রবিবার। এবং ইং- ২১/০৭/২০১৯) পঞ্চমী শেষ: বেলা ১০/৪৯ মিনিট পর্যন্ত (৫ শ্রাবণ /ইং- ২২/০৭/২০১৯)
advertisement
advertisement
advertisement