হোম » ছবি » পাঁচমিশালি » কৌশিকী অমাবস্যা: মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি যাঁর, তিনিই দেবী কৌশিকী

কৌশিকী অমাবস্যা: মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি যাঁর, তিনিই দেবী কৌশিকী

  • Bangla Digital Desk

  • 17

    কৌশিকী অমাবস্যা: মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি যাঁর, তিনিই দেবী কৌশিকী

    • আজই কৌশিকী অমাবস্যা ৷ আজ রাত ১.৫২ মিনিট থেকে রবিবার রাত ১১.৪৪ মিনিট পর্যন্ত থাকবে এই অমাবস্যা ৷ আর এই উপলক্ষ্যে তারাপিঠে নেমেছে ভক্তের ঢল ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর ৷ কিন্তু জানেন কী, কে এই দেবী কৌশিকী ? কী তাঁর মাহাত্ম্য ? ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 27

    কৌশিকী অমাবস্যা: মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি যাঁর, তিনিই দেবী কৌশিকী

    • মা তারার অপর নাম কৌশিকী। পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। কথিত আছে, এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই বিশ্বাসেই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় হয় তারাপীঠে। ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 37

    কৌশিকী অমাবস্যা: মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি যাঁর, তিনিই দেবী কৌশিকী

    • কৌশিকী অমাবস্যা অন্য সমস্ত অমাবস্যার থেকে একটু আলাদা। কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ ৷ কারণ অনেক কঠিন ও গুহ্য সাধনায় এই দিনে আশাতীত ফল মেলে ৷ এই দিন সাধকরা কুন্ডলিনী চক্রকে জয় করে ৷ বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মহাত্ম্য আছে, তন্ত্রমতে এই রাতকে তারারাত্রি বলা হয় ৷ এই রাতের একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের মাঝের দুয়ার উন্মুক্ত হয়, সেই সময় সাধক নিজের ইচ্ছা মতো ধ্বনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে, ও সিদ্ধি লাভ করে। ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 47

    কৌশিকী অমাবস্যা: মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি যাঁর, তিনিই দেবী কৌশিকী

    • মা কৌশিকীর জন্মেরও একটা ইতিহাস রয়েছে ৷ মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করে ৷ চতুরানন তাদের বর প্রদান করেন যে, কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না ৷ শুধুমাত্র কোনও অ-যোনি সম্ভূত নারী তাদের বধ করতে পারবে অর্থাৎ এমন এক নারী যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি ৷ তার হাতেই এই দুই অসুর ভাই এর মৃত্যু হবে ৷ ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 57

    কৌশিকী অমাবস্যা: মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি যাঁর, তিনিই দেবী কৌশিকী

    • পৃথিবীতে এমন নারী কোথায়? এমনকি আদ্যাশক্তি মহামায়াও মানকা রানির গর্ভে জন্ম নিয়েছেন ৷ তাই তিনিও ওদের নাশ করতে পারবেন না ৷ তবে কি উপায়? পূর্বজন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষযজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তখন এই জন্মে তাঁর গাত্র বর্ণ কালো মেঘের মতো হয় ৷ তাই ভোলানাথ আদর করে তাকে কালিকা বলে ডাকতেন। ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 67

    কৌশিকী অমাবস্যা: মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি যাঁর, তিনিই দেবী কৌশিকী

    • একদিন দানব ভাইদের অত্যাচারে অতিষ্ট হয়ে দেবতারা যখন ক্লান্ত হয়ে কৈলাশে আশ্রয় নিলেন, শিব তখন সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন “কালিকা, তুমি ওদের উদ্ধার করো ৷” সবার সামনে কালী বলে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবের ধারে কঠিন তপস্যা করলেন ৷ তপস্যা শেষে শীতল মানস সরোবর এর জলে স্নান করে নিজের দেহের সব কালো কোশিকা পরিত্যাগ করলেন ৷ এরপর পার্বতীর গাত্রবর্ণ হল পূর্নিমার চাঁদের মতো ৷ ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 77

    কৌশিকী অমাবস্যা: মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি যাঁর, তিনিই দেবী কৌশিকী

    • ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়, ইনিই দেবী কৌশিকী। এই দেবীই শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তারপর থেকেই এই অমাবস্যার নাম হয় কৌশিকী অমাবস্যা। আবার এই দিনে দশ মহাবিদ্যার অন্যতম দেবী তারা আজ মর্তধামে আবির্ভূত হন। ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES