1/ 5


দীপাবলির ঠিক ১৫ দিন পরই পালিত হয় দেব দীপাবলি। এই বছর কার্তিক পূর্ণিমা পড়েছে ১২ নভেম্বর। মর্ত্যের নয়। এই উৎসব আসলে স্বর্গের দেবাতগনের। (Image: PTI)
2/ 5


কথিত আছে স্বর্গ থেকে এদিন নাকি দেবতারা নেমে আসেন গঙ্গায় স্নান করতে। দেবতাদের দীপাবলির অংশ হয়ে উঠতেই সবাই এদিন গঙ্গা বক্ষে প্রদীপ ভাসিয়ে দিনটি পালন করেন। (Image: PTI)
3/ 5


কার্তিক পূর্ণিমাতেই হয় এই উৎসব। বিশেষত বারানসিতে গঙ্গায় আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই উৎসব। সেই উপলক্ষে গোমতী ঘাট জুড়ে, রাতের গঙ্গায় ভাসানো হয় লক্ষ লক্ষ জ্বলন্ত প্রদীপ।(Image: PTI)
4/ 5


অসুরের সঙ্গে যুদ্ধে ভগবান শিবের জয়কেই এই উৎসবের মাধ্যমে পালন করা হয়। ত্রিপুরাসুরকে মেরে জয়ী হয়েছিলেন শিব। তাই এই উৎসবকে ‘ত্রিপুরোৎসব’ও বলা হয়। (Image: AP)