পুণ্য কার্তিক মাস শুরু ১০ অক্টোবর, নিয়ম মানলে দুঃখ-কষ্ট দূর হবে চিরতরে, ফিরবে সৌভাগ্য
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কার্তিক মাস সম্পর্কে শাস্ত্রে অনেক নিয়ম বলা হয়েছে, যা মেনে চললে পুণ্যফল ও মোক্ষ পাওয়া যায়।
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আশ্বিন পূর্ণিমার পর থেকে কার্তিক মাস শুরু হবে। কার্তিক মাস হিন্দু ক্যালেন্ডারের অষ্টম মাস, যে মাসে উপবাস খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়৷ কার্তিক মাসে দেবুথানী একাদশী, তুলসী বিভা, দীপাবলি, গোবর্ধন পুজো এবং মহাপর্ব ছটের মতো অনেক উপবাস-উৎসব রয়েছে৷ তাই কার্তিক মাস ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই বছর কার্তিক মাস সোমবার ১০অক্টোবর ২০২২ থেকে শুরু হচ্ছে যা ৮ নভেম্বর ২০২২ পর্যন্ত চলবে। কার্তিক মাস সম্পর্কে শাস্ত্রে অনেক নিয়ম বলা হয়েছে, যা মেনে চললে পুণ্যফল ও মোক্ষ পাওয়া যায়।
advertisement
পুরো কার্তিক মাস ব্রাহ্ম মুহুর্তে উঠতে হবে। এরপর পবিত্র নদীতে বা বাড়িতেই স্নানের জলে গঙ্গাজল যোগ করে স্নান করতে হবে। সারা মাস প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে একটি প্রদীপ জ্বালাতে হবে। এছাড়া এ মাসে দীপদানেরও গুরুত্ব রয়েছে। নদী বা পুকুরে প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে।কার্তিক মাসে ভগবদ্গীতা পাঠ করাও উচিত।
advertisement
advertisement
advertisement