Indian Railways: ট্রেনের গায়ে লেখা থাকে ৫ সংখ্যার নম্বর! জানেন এর মানে কী? না জানলে কিন্তু অসুবিধা বিরাট
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Railways: এই পাঁচ সংখ্যার নম্বর দেখেই ট্রেনের সংশ্লিষ্ট কামরার বয়স ও শ্রেণি (এসি, স্লিপার নাকি জেনারেল কামরা) শনাক্ত করা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
কামরার গায়ে লেখা পাঁচ সংখ্যার নম্বরে শেষ তিনটি সংখ্যায় যদি ০০১ থেকে ০২৫ হয় তাহলে বুধতে হবে সেটি এসি ফার্স্ট ক্লাস। ১০১ থেকে ১৫০ সংখ্যার হলে বোঝায় এসি ৩ টায়ারের জন্য। ১৫১ থেকে ২০০ হলে বোঝায় সেই কামরা চেয়ার কারের জন্য। ২০১ থেকে ৪০০ সংখ্যা হলে বোঝায় তা স্লিপার ক্লাসের জন্য। ৪০১ থেকে ৬০০ হলে জেনারেল কোচ এবং ৬০১ থেকে ৭০০ হলে তা সেকেন্ড ক্লাস কোচ বোঝায়।
advertisement