• ছট পুজো হল আদতে সূর্যদেব এবং তাঁর পত্নী ঊষাদেবীর পুজো। এই পুজোর প্রচলন পূর্ব ভারতের বিহার-ঝাড়খণ্ডে। বাঙালিদের উৎসবের মরশুম যখন প্রায় শেষ, তখনই অবাঙালি সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এসে উপস্থিত হয় ৷ গতকাল অর্থাৎ ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে ছট পুজো ৷ ছট পুজো আসলে সূর্যদেবের আরাধনা ৷