Home » Photo » off-beat » নোংরা অফিস পলিটিক্সে কোনঠাসা? বাঁচার উপায় ২৫০০ বছর আগে বলেছিলেন চাণক্য

নোংরা অফিস পলিটিক্সে কোনঠাসা? বাঁচার উপায় ২৫০০ বছর আগে বলেছিলেন চাণক্য

প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে অফিস পলিটিক্স থেকে মুক্তি পেতে নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য। বলাই বাহুল্য চাণক্যের আমলে আজকের মতো অফিস ছিল না, কিন্তু প্রশাসনিক পরিকাঠামো ছিল, ছিল অফিস জবও-