সুখী হওয়ার চারটি সূত্র, জানুন চাণক্যের নিদান

Last Updated:
দেখা যাক, আড়াই হাজার বছর আগে জীবনে সুখী হতে কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন
1/5
প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চানক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চানক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দে খা যাক আড়াই হাজার বছর আগে জীবনে সুখী হতে কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চানক্য।
প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চানক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চানক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দে খা যাক আড়াই হাজার বছর আগে জীবনে সুখী হতে কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চানক্য।
advertisement
2/5
চানক্য বলেন, ব্যক্তিগত সমস্যা নিয়ে জনসমক্ষে বেশি কথা না বলতে। সেক্ষেত্রে অন্যের হাসির পাত্র হয়ে উঠতে হয়।
চানক্য বলেন, ব্যক্তিগত সমস্যা নিয়ে জনসমক্ষে বেশি কথা না বলতে। সেক্ষেত্রে অন্যের হাসির পাত্র হয়ে উঠতে হয়।
advertisement
3/5
চানক্যের পরামর্শ অনুযায়ী, স্ত্রীর ব্যাপারে কখনও একজন বুদ্ধিমান মানুষ কখনও বাইরের লোকের সামনে খারাপ কথা বলেন না।
চানক্যের পরামর্শ অনুযায়ী, স্ত্রীর ব্যাপারে কখনও একজন বুদ্ধিমান মানুষ কখনও বাইরের লোকের সামনে খারাপ কথা বলেন না।
advertisement
4/5
চানক্য বলেন আর্থিক বিপর্যয়ের কথা জনসমক্ষে না আনতে। সেক্ষেত্রে লোকে সমবেদনা জানায় ঠিকই, তবে সহানুভূতির পাত্রও মনে করে।
চানক্য বলেন আর্থিক বিপর্যয়ের কথা জনসমক্ষে না আনতে। সেক্ষেত্রে লোকে সমবেদনা জানায় ঠিকই, তবে সহানুভূতির পাত্রও মনে করে।
advertisement
5/5
অধস্তন অপমান করলে পাল্টা জবাব না দিয়ে সেই বিষয়টি নীরবে সয়ে নিতে বলেন চাণক্য। তিনি বলেন এই অপমান স্মৃতিতে রাখতে। শিক্ষা নিতে। কিন্তু অধস্তনের সঙ্গে লড়াইয়ে নামলে অপমান আরও বাড়ে বলেই মনে করেন চানক্য।
অধস্তন অপমান করলে পাল্টা জবাব না দিয়ে সেই বিষয়টি নীরবে সয়ে নিতে বলেন চাণক্য। তিনি বলেন এই অপমান স্মৃতিতে রাখতে। শিক্ষা নিতে। কিন্তু অধস্তনের সঙ্গে লড়াইয়ে নামলে অপমান আরও বাড়ে বলেই মনে করেন চানক্য।
advertisement
advertisement
advertisement