

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!


মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অনেক দিন ধরেই আনার এমন কিছু পেশার সঙ্গে যুক্ত হতে ইচ্ছা করছে যা উপার্জন সুনিশ্চিত করার পাশাপাশি অন্যের উপকারেও আসে। নিজের সিদ্ধান্তে ভরসা রাখতে পারেন, আপনার ভবিষ্যতের পরিকল্পনা সঠিক ভাবে করলে বৃথা যাবে না।


বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। পরিবারের বেশ কিছু সদস্যের সঙ্গে অনেক দিন হয়ে গেল মনোমালিন্য চলছে। এটা মিটিয়ে নেওয়া দরকার। মাথায় রাখুন- এক্ষেত্রে প্রথম পদক্ষেপ আপনাকেই করতে হবে!


মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আপনি যা যা করতে চান জীবনে, তার সবক'টারই সুযোগ আসতে চলেছে। আপনার পারিবারিক দিকটি ঠিকঠাক আছে, কর্মক্ষেত্রেও পরিশ্রমের ফসল ফলতে চলেছে। এবার ভবিষ্যতের উজ্জ্বল পরিকল্পনা শুরু করতে পারেন।


কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। অন্যের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিন, ওটা আপনার হাতে নেই! বরং, নিজে স্বতস্ফূর্ত হয়ে উঠুন, তাহলেই অন্যে আপনার উপরে ভরসা করতে সাহস পাবে।


সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন- আপনি আপনার সবটা দিয়ে পরিশ্রম করেন এবং অন্যের কাছ থেকেও সেটাই প্রত্যাশা করেন। যেক্ষেত্রে প্রত্যাশা পূরণ হচ্ছে না, ভেবে দেখুন সেই সব ব্যক্তিরা আপনার ভালো চান কি না!


কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ মনে হবে কেউ আপনার কথায় কান দিতেই চাইছেন না! বিরক্ত লাগবে, অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে মাথা ঠাণ্ডা রাখুন আর আজকের দিনটা একটু অপেক্ষা করে দেখুনই না শেষ পর্যন্ত কী হয়!


তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ অনেকেই আপনাকে নানা রকম ঝামেলায় জড়াতে চাইবে এঁদের এড়িয়ে চলুন, নিজের মনের ইঙ্গিতে বিশ্বাস রাখন। দরকারে সন্ধ্যেটাও নিজের মতো একা কাটান, সমস্যার সমাধান পেয়ে যাবেন!


বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। অনেকেই আপনাকে একগুঁয়ে আর আপনার সিদ্ধান্তকে হঠকারী বলতে পারে। কিন্তু আপনি যদি মনস্থির করে থাকেন, তাহলে আপনার সিদ্ধান্তে অটল থাকতে পারেন। নয় তো একটু সময় নিয়ে ভাবুন, তবে যাঁরা আপনাকে ঈর্ষা করেন, তাঁদের কথায় পাত্তা দেবেন না।


ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। অনেক দিন ধরে কোনও সমস্যা নিয়ে নিজের থেকেই পালিয়ে বেড়াচ্ছেন, আজ কিন্তু নিজের মুখোমুখি হওয়ার দিন। নিজের উপরে আস্থা রাখুন, লজ্জিত বা আতঙ্কিত হবেন না।


মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। জীবনের সব দিক আপনি নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন, তা-ও কি কোনও হিসেব মিলছে না? নিজেকে একটু সময় দিন, একটু বিশ্রাম নিন, তার পর ঠাণ্ডা মাথায় ভাবুন- উত্তর পেয়ে যাবেন!


কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছেগুলোকে যদি বাক্সবন্দী করে রাখেন, তাহলে আজ তা নাড়াচাড়ার দিন, বাস্তবায়িত করার প্রথম পদক্ষেপের দিন। একেবারেই না হওয়ার থেকে দেরিতে হওয়া কি ভালো নয়?