Honeymoon: হানিমুনের প্রথম রাতই 'ভয়ঙ্কর', স্বামী যা করে বসলেন, স্ত্রী পরের ফ্লাইট ধরে সোজা নিজের বাড়ি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গোয়ায় দম্পতি একটি হোটেল ভাড়া নিয়েছিলেন। অমন সুন্দর হোটেল, যেদিকে চোখ যায় শুধু নীল জলরাশি, স্ত্রী তো বেজায় খুশি। কিন্তু খুশি বেশি ক্ষণ সইল না! মাঝরাতে স্বামীর আচরণে ভয়ে দিশেহারা হয়ে পড়লেন তরুণী! আর অপেক্ষা নয়! সেই রাতেই গোয়া থেকে বিমান ধরে সোজা চলে এলেন নিজের বাড়ি। ঠিক কী হয়েছিল?
advertisement
advertisement
advertisement
গোয়া থেকে নিজের বাড়ি ফিরে এসে মুখ খুললেন তরুণী! জানালেন তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তরুণীর অভিযোগ, বিয়ের পর তিনি খুব খুশি হয়েই শ্বশুরবাড়ি যান। কিন্তু বিয়ের রাত যেতে না যেতেই পণের দাবিতে তাঁর উপর অকথ্য অত্যাচার শুরু করে স্বামী-সহ শ্বশুড়বাড়ির অন্যান্য সদস্যরা। এর পর বিষয়টি হালকা করতে তাঁকে ও তাঁর স্বামীকে গোয়ায় হানিমুনে পাঠানো হয়।
advertisement
advertisement
advertisement