গুগলে কোন 'জিনিস' সার্চ করলে আপনার 'জেল' হতে পারে জানেন...? চমকাবেন উত্তরে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Google: বাচ্চা থেকে বুড়ো, যদি কারও কিছু জিজ্ঞাসা করার বা শেখার প্রয়োজন হয়, তারা সঙ্গে সঙ্গে গুগলে তা এক মিনিটেই সার্চ সিস্টেমের মাধ্যমে অনুসন্ধান করে নিতে পারেন। আসলে দ্রুততার জীবনে এবং প্রযুক্তির এই আধুনিক যুগে, এটি কয়েক সেকেন্ডের ব্যাপার। কিন্তু জানেন কী যেই সার্চ ইঞ্জিনটিকে এতো ভরসা করে বেস্ট বানিয়ে বসেছেন, সেই গুগলেই কিছু জিনিস অনুসন্ধান করা আপনার জন্য বিরাট ঝুঁকিপূর্ণ হতে পারে। মুহূর্তে জীবনে নেমে আসতে পারে কালো অন্ধকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রথমত, বোমা তৈরির পদ্ধতি আবিষ্কার করা একটি ফৌজদারি অপরাধ। নিরাপত্তা সংস্থাগুলি এই বিষয়ে কড়া নজর রাখে। বোমা বা অস্ত্র তৈরির সঙ্গে সম্পর্কিত যে কোনও প্রশ্ন গুগলে করা আগে দশবার ভাবা উচিত। এবং এই ধরণের প্রশ্ন করা সবসময় আমাদের এড়ানো উচিত। যদি এই হিস্ট্রি নিরাপত্তা সংস্থাগুলি লক্ষ্য করে, তাহলে পরের রাতটি আপনাকে কিন্তু জেলে কাটাতে হতে পারে।
advertisement
advertisement
advertisement







