এলোমেলো কেন থাকে কম্পিউটারের কী-বোর্ডের অক্ষর? সঠিক কারণ অনেকের অজানা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Why are the letters on the computer keyboard random: কম্পিউটার কী-বোর্ড বা মোবাইলের কী-প্যাডে আমরা সকলেই দেখেছি অক্ষরগুলি এলোমেলো থাকে। কিন্তু এমনভাবে কী-বোর্ডের অক্ষরগুলি কেন সাজানো থাকে তা কিন্তু অনেকের অজানা।
advertisement
advertisement
advertisement
ক্রিস্টোফার বলেছিলেন, কিবোর্ডের অক্ষর বিন্যাসের উপর নির্ভর করে টাইপরাইটারে লেখার স্পিড কেমন হবে। প্রথম যখন কম্পিউটার তৈরি হয় তখন তার আকার অনেক বড় ছিল। কাজের ক্ষেত্রে বেশকিছু সমস্যাও দেখা দিয়েছিল তাতে। তারপর থেকে নানারকম পরিবর্তন এসেছে কম্পিউটারের গঠনে, ব্যবহারে। দৈর্ঘ্যে প্রস্থে যত ছোট হয়েছে, তত তাতে কাজের গতি বেড়েছে।
advertisement
যখন প্রথম কীবোর্ড আবিষ্কার হয়, তখন টাইপরাইটার ছিল একটি মেকানিকাল ডিভাইস, ফলে পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভবনা ছিল তাই এমন ধরনের ব্যবস্থা করা হয়৷ A-B-C-D পাশাপাশি থাকলে, লেখার ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হত। আমাদের হাতের আঙুল ব্যথা হয়ে যেত কাজ করতে করতে। অক্ষর বিন্যাস এলোমেলো বলেই আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারি।
advertisement