GK Question: সন্তান প্রসবের ৩ দিন পরই ফের অন্তঃসত্ত্বা! কোন প্রাণী সবথেকে কম সময় ধরে গর্ভবতী থাকে? সঠিক উত্তর জানেন না ৯৯% মানুষই

Last Updated:
GK Question: প্রসবকালীন সময় নির্ভর করে প্রাণীর প্রজাতির উপর। এক একটা প্রাণীর গর্ভকালীন সময় এক এক রকম।
1/6
গর্ভে ডিম্বাণু নিষিক্ত হওয়া থেকে শুরু করে সন্তান প্রসব বা ডিম পাড়ার পর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় gestation period। এই প্রসবকালীন সময় নির্ভর করে প্রাণীর প্রজাতির উপর। এক একটা প্রাণীর গর্ভকালীন সময় এক এক রকম।
গর্ভে ডিম্বাণু নিষিক্ত হওয়া থেকে শুরু করে সন্তান প্রসব বা ডিম পাড়ার পর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় gestation period। এই প্রসবকালীন সময় নির্ভর করে প্রাণীর প্রজাতির উপর। এক একটা প্রাণীর গর্ভকালীন সময় এক এক রকম।
advertisement
2/6
The stripe-faced dunnart পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। এটা একটি ক্ষুদ্র মাংসাশী মার্সুপিয়াল। এই স্তন্যপায়ী প্রাণীর গর্ভধারণের সময়কাল মাত্র ১১ দিন। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এটাই সবথেকে কম গর্ভকালীন সময়। এই প্রাণীর স্ত্রী এবং পুরুষ যথাক্রমে ৪ এবং ৯ মাস বয়সে যৌন সঙ্গমের জন্য তৈরি হয়ে যায়। তারা জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বংশবৃদ্ধি করে।
The stripe-faced dunnart পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। এটা একটি ক্ষুদ্র মাংসাশী মার্সুপিয়াল। এই স্তন্যপায়ী প্রাণীর গর্ভধারণের সময়কাল মাত্র ১১ দিন। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এটাই সবথেকে কম গর্ভকালীন সময়। এই প্রাণীর স্ত্রী এবং পুরুষ যথাক্রমে ৪ এবং ৯ মাস বয়সে যৌন সঙ্গমের জন্য তৈরি হয়ে যায়। তারা জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বংশবৃদ্ধি করে।
advertisement
3/6
Virginia opossum মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাওয়া একমাত্র মার্সুপিয়াল। এটির গর্ভধারণের সময়কাল মাত্র ১২ দিন। প্রসঙ্গত মার্সুপিয়াল (marsupial) হল সেই প্রজাতির প্রাণী যাদের স্ত্রী প্রজাতির পেটে সদ্যোজাত শাবক ধারণের জন্য চামড়ার থলি থাকে।
Virginia opossum মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাওয়া একমাত্র মার্সুপিয়াল। এটির গর্ভধারণের সময়কাল মাত্র ১২ দিন। প্রসঙ্গত মার্সুপিয়াল (marsupial) হল সেই প্রজাতির প্রাণী যাদের স্ত্রী প্রজাতির পেটে সদ্যোজাত শাবক ধারণের জন্য চামড়ার থলি থাকে।
advertisement
4/6
গৃহপালিত ইঁদুর বা গিনিপিগের গর্ভধারণের সময়কাল প্রায় ১৯ দিন থাকে। এই স্তন্যপায়ী প্রাণীদের প্রজননে হার খুব বেশি। প্রতি বার সন্তান প্রসবের পর পরই স্ত্রী প্রজাতির সঙ্গে যৌন সঙ্গম করতে পারে পুরুষ। সন্তান প্রসবের ৩ দিনের মধ্যেই আবার গর্ভবতী হয়ে যায় স্ত্রী গিনিপিগ।
গৃহপালিত ইঁদুর বা গিনিপিগের গর্ভধারণের সময়কাল প্রায় ১৯ দিন থাকে। এই স্তন্যপায়ী প্রাণীদের প্রজননে হার খুব বেশি। প্রতি বার সন্তান প্রসবের পর পরই স্ত্রী প্রজাতির সঙ্গে যৌন সঙ্গম করতে পারে পুরুষ। সন্তান প্রসবের ৩ দিনের মধ্যেই আবার গর্ভবতী হয়ে যায় স্ত্রী গিনিপিগ।
advertisement
5/6
হ্যামস্টার প্রজাতির ইঁদুর পোষা হয় বাড়িতে। হ্যামস্টারের গড় গর্ভকালীন সময়কাল ২০ দিন।
হ্যামস্টার প্রজাতির ইঁদুর পোষা হয় বাড়িতে। হ্যামস্টারের গড় গর্ভকালীন সময়কাল ২০ দিন।
advertisement
6/6
মেঠো ইঁদুরের গড় গর্ভকালীন সময়কাল ২১ দিন।
মেঠো ইঁদুরের গড় গর্ভকালীন সময়কাল ২১ দিন।
advertisement
advertisement
advertisement