Viral: হাসতে-হাসতে বাসস্ট‍্যান্ডের টয়লেটে গেলেন যুবতী, বেরিয়ে এসেই চিত্‍কার! এ কী দেখলেন? জানলে চমকে যাবেন

Last Updated:
Viral News: বাসস্ট‍্য‍ান্ড বা স্টেশনের পাবলিক টয়লেট অনেক সময়ই প্রয়োজনে ব‍্যবহার করতে হয় যাত্রীদের। কিন্তু বাসস্ট‍্যান্ডেই এমন কাণ্ড হল যুবতীর সঙ্গে, যা জানলে চমকে যাবেন। টয়লেট থেকে বেরিয়ে এসেই রীতিমতো চিত্‍কার করে ওঠেন ওই যুবতী
1/8
বাসস্ট‍্য‍ান্ড বা স্টেশনের পাবলিক টয়লেট অনেক সময়ই প্রয়োজনে ব‍্যবহার করতে হয় যাত্রীদের। কিন্তু বাসস্ট‍্যান্ডেই এমন কাণ্ড হল যুবতীর সঙ্গে, যা জানলে চমকে যাবেন। টয়লেট থেকে বেরিয়ে এসেই রীতিমতো চিত্‍কার করে ওঠেন ওই যুবতী
বাসস্ট‍্য‍ান্ড বা স্টেশনের পাবলিক টয়লেট অনেক সময়ই প্রয়োজনে ব‍্যবহার করতে হয় যাত্রীদের। কিন্তু বাসস্ট‍্যান্ডেই এমন কাণ্ড হল যুবতীর সঙ্গে, যা জানলে চমকে যাবেন। টয়লেট থেকে বেরিয়ে এসেই রীতিমতো চিত্‍কার করে ওঠেন ওই যুবতী।
advertisement
2/8
ঘটনাটি ঘটেছে হরিয়ানার অম্বালা বাস স্ট্যান্ডে। নিজের ব‍্যাগপত্র সিঁড়িতে রেখে বাস স্ট্যান্ডের টয়লেটে গিয়েছিলেন এক তরুণী। সামান‍্য সময় পর টয়লেট থেকে বেরিয়েই থ হয়ে যান তিনি।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার অম্বালা বাস স্ট্যান্ডে। নিজের ব‍্যাগপত্র সিঁড়িতে রেখে বাস স্ট্যান্ডের টয়লেটে গিয়েছিলেন এক তরুণী। সামান‍্য সময় পর টয়লেট থেকে বেরিয়েই থ হয়ে যান তিনি।  প্রতীকী ছবি
advertisement
3/8
সিঁড়ি থেকে উধাও তার ব‍্যাগ! ঘটনার পরেই মহিলা এই বিষয়ে বাস স্ট্যান্ড ইনচার্জের কাছে অভিযোগ জানান। এরপর চেক করে দেখা হয় সিসিটিভি। সিসিটিভিতে স্পষ্ট চোরের কুকীর্তি।
সিঁড়ি থেকে উধাও তার ব‍্যাগ! ঘটনার পরেই মহিলা এই বিষয়ে বাস স্ট্যান্ড ইনচার্জের কাছে অভিযোগ জানান। এরপর চেক করে দেখা হয় সিসিটিভি। সিসিটিভিতে স্পষ্ট চোরের কুকীর্তি।  প্রতীকী ছবি
advertisement
4/8
সিসিটিভিতে স্পষ্ট দেখা গিয়েছে যে, একজন ব্যক্তি আরাম করে মাটিতে বসেছিল। যেই মুহূর্তে তরুণী তার ব্যাগ সিঁড়িতে রেখে টয়লেটে গিয়েছিল সেই ব্যক্তি সেখানে থেকে ব্যাগ তুলে নিয়ে পালিয়ে যায়। যদিও স্ট‍্যান্ডের ইনচার্জ আশা প্রকাশ করেছেন যে ব্যাগটি পাওয়া যাবে।
সিসিটিভিতে স্পষ্ট দেখা গিয়েছে যে, একজন ব্যক্তি আরাম করে মাটিতে বসেছিল। যেই মুহূর্তে তরুণী তার ব্যাগ সিঁড়িতে রেখে টয়লেটে গিয়েছিল সেই ব্যক্তি সেখানে থেকে ব্যাগ তুলে নিয়ে পালিয়ে যায়। যদিও স্ট‍্যান্ডের ইনচার্জ আশা প্রকাশ করেছেন যে ব্যাগটি পাওয়া যাবে।  প্রতীকী ছবি
advertisement
5/8
ভাগ্যক্রমে চুরি হয়ে যাওয়া ব্যাগে মূল্যবান জিনিস ছিল না, শুধুমাত্র মহিলার তরুণী ডকুমেন্টস ছিল, যা তিনি চণ্ডীগড় নিয়ে যাচ্ছিলেন।
ভাগ্যক্রমে চুরি হয়ে যাওয়া ব্যাগে মূল্যবান জিনিস ছিল না, শুধুমাত্র মহিলার তরুণী ডকুমেন্টস ছিল, যা তিনি চণ্ডীগড় নিয়ে যাচ্ছিলেন।  প্রতীকী ছবি
advertisement
6/8
পুলিশের উপস্থিতিতেই হয়েছে চুরি। তাই বাস স্ট্যান্ডের সিকিউরিটি নিয়েও প্রশ্ন তুলেছেন তরুণী। এই বিষয়টি স্ট্যান্ড ইনচার্জও স্বীকার করেছেন। তাঁর আশা ব্যাগটি দ্রুত পাওয়া যাবে।
পুলিশের উপস্থিতিতেই হয়েছে চুরি। তাই বাস স্ট্যান্ডের সিকিউরিটি নিয়েও প্রশ্ন তুলেছেন তরুণী। এই বিষয়টি স্ট্যান্ড ইনচার্জও স্বীকার করেছেন। তাঁর আশা ব্যাগটি দ্রুত পাওয়া যাবে।  প্রতীকী ছবি
advertisement
7/8
তাঁর ব‍্যাগে থাকা জিনিসপত্র সম্পর্কে বলতে গিয়ে তরুণী জানান, ‘‘ব্যাগে অন‍্য কিছু ছিল না, শুধু ডকুমেন্টস ছিল বাবার। কিন্তু সব কাগজপত্র খুবই জরুরি। তাই আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগটি পাওয়া যাক।’’
তাঁর ব‍্যাগে থাকা জিনিসপত্র সম্পর্কে বলতে গিয়ে তরুণী জানান, ‘‘ব্যাগে অন‍্য কিছু ছিল না, শুধু ডকুমেন্টস ছিল বাবার। কিন্তু সব কাগজপত্র খুবই জরুরি। তাই আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগটি পাওয়া যাক।’’
advertisement
8/8
অন্যদিকে, অম্বালা ক্যান্ট বাস স্ট্যান্ড ইনচার্জ ভীম সিং জানান, ‘‘এখানে প্রচুর পাবলিক আসা-যাওয়া করে। ওই তরুণী টয়লেটে গিয়েছিলেন ব্যাগ সিঁড়িতে রেখে। যদিও সিসিটিভিতে চোর ধরা পড়েছে এবং তাকে চিহ্নিত করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে সে দ্রুত ধরা পড়বে।’’
অন্যদিকে, অম্বালা ক্যান্ট বাস স্ট্যান্ড ইনচার্জ ভীম সিং জানান, ‘‘এখানে প্রচুর পাবলিক আসা-যাওয়া করে। ওই তরুণী টয়লেটে গিয়েছিলেন ব্যাগ সিঁড়িতে রেখে। যদিও সিসিটিভিতে চোর ধরা পড়েছে এবং তাকে চিহ্নিত করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে সে দ্রুত ধরা পড়বে।’’  প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement