তরুণী প্রেমে পড়েছিলেন অঙ্কের শিক্ষকের, বিয়ের আগেই এল 'প্রেমের ফল'! যা হল...কান্নায় ভেঙে পড়ল পরিবার

Last Updated:
Mathematics Teacher: 'প্রেমের পরীক্ষা' কথাটা তো অনেকেই শুনেছেন, কিন্তু বাস্তবে ক'জন দেখেছেন? এক ২৭ বছরের তরুণী, যিনি ইউটিউবে অনলাইনে গণিত শিখছিলেন, প্রেমে পড়েন শিক্ষকের। তার পর?
1/7
সোশ্যাল মিডিয়া আর অনলাইন ক্লাস—এই দুই মিলিয়ে গড়ে উঠেছিল এক সম্পর্ক। প্রেম, ভরসা, প্রতিশ্রুতি—সব ছিল সেখানে। কিন্তু যখন প্রেমিক গণিতের শিক্ষক, তখন প্রেমের ফলাফলও যেন এক অদ্ভুত অঙ্ক! সেই অঙ্কেরই উত্তর পেল এক তরুণী, বিয়ের আগেই। ফল দেখে পরিবারের চোখে জল। ঘ
সোশ্যাল মিডিয়া আর অনলাইন ক্লাস—এই দুই মিলিয়ে গড়ে উঠেছিল এক সম্পর্ক। প্রেম, ভরসা, প্রতিশ্রুতি—সব ছিল সেখানে। কিন্তু যখন প্রেমিক গণিতের শিক্ষক, তখন প্রেমের ফলাফলও যেন এক অদ্ভুত অঙ্ক! সেই অঙ্কেরই উত্তর পেল এক তরুণী, বিয়ের আগেই।  (Representative Image: AI Generated) 
advertisement
2/7
২৭ বছর বয়সী এক তরুণী পড়াশোনা করছিলেন অনলাইনে, ইউটিউবে গণিত শেখাচ্ছিলেন বিহারের বাসিন্দা শিক্ষক বিকাশ কুমার। নিয়মিত ক্লাস করতে করতে তরুণী প্রেমে পড়ে যান তাঁর শিক্ষকের। ধীরে ধীরে ইনস্টাগ্রাম রিল থেকে ইউটিউব ক্লাস, আর সেখান থেকে মোবাইল চ্যাট—সম্পর্ক গভীর হতে থাকে।
২৭ বছর বয়সী এক তরুণী পড়াশোনা করছিলেন অনলাইনে, ইউটিউবে গণিত শেখাচ্ছিলেন বিহারের বাসিন্দা শিক্ষক বিকাশ কুমার। নিয়মিত ক্লাস করতে করতে তরুণী প্রেমে পড়ে যান তাঁর শিক্ষকের। ধীরে ধীরে ইনস্টাগ্রাম রিল থেকে ইউটিউব ক্লাস, আর সেখান থেকে মোবাইল চ্যাট—সম্পর্ক গভীর হতে থাকে। (Representative Image: AI Generated) 
advertisement
3/7
একসময় বিকাশ জবলপুরে আসেন তরুণীর সঙ্গে দেখা করতে এবং রেলস্টেশনের কাছে একটি হোটেলে ওঠেন। ১২ মার্চ তাঁকে সেখানে ডেকে নেন। তরুণী প্রেমিকের উপর ভরসা করে হোটেলে যান। সেখানেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বিকাশ। এরপর আবারও ফিরে যান বিহারে।
একসময় বিকাশ জবলপুরে আসেন তরুণীর সঙ্গে দেখা করতে এবং রেলস্টেশনের কাছে একটি হোটেলে ওঠেন। ১২ মার্চ তাঁকে সেখানে ডেকে নেন। তরুণী প্রেমিকের উপর ভরসা করে হোটেলে যান। সেখানেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বিকাশ। এরপর আবারও ফিরে যান বিহারে। (Representative Image: AI Generated) 
advertisement
4/7
২০২৪ সালের ১২ মার্চ – সেই দিনটাই বদলে দিল সবকিছু। বিকাশ কুমার পাটনা থেকে জবলপুরে এসে উঠলেন রেল স্টেশনের কাছের একটি হোটেলে। ফোন করে তরুণীকে ডাকলেন দেখা করতে। মেয়েটিও বিশ্বাস করে সেখানে পৌঁছন। প্রতিশ্রুতি ছিল – “আমি তোমায় বিয়ে করব, বিশ্বাস করো”। কিন্তু সেই হোটেলের ঘরে বিকাশ তাঁর প্রেমকে ভাঙলেন নিষ্ঠুরভাবে—একজন শিক্ষকের মুখোশ পরে শারীরিক সম্পর্ক করলেন প্রেমিকাকে সঙ্গে নিয়ে, আর তার ঠিক পরেই চলে গেলেন নিজের রাজ্যে।তারপর থেকেই শুরু হল আর এক অধ্যায়।
২০২৪ সালের ১২ মার্চ – সেই দিনটাই বদলে দিল সবকিছু। বিকাশ কুমার পাটনা থেকে জবলপুরে এসে উঠলেন রেল স্টেশনের কাছের একটি হোটেলে। ফোন করে তরুণীকে ডাকলেন দেখা করতে। মেয়েটিও বিশ্বাস করে সেখানে পৌঁছন। প্রতিশ্রুতি ছিল – “আমি তোমায় বিয়ে করব, বিশ্বাস করো”। কিন্তু সেই হোটেলের ঘরে বিকাশ তাঁর প্রেমকে ভাঙলেন নিষ্ঠুরভাবে—একজন শিক্ষকের মুখোশ পরে শারীরিক সম্পর্ক করলেন প্রেমিকাকে সঙ্গে নিয়ে, আর তার ঠিক পরেই চলে গেলেন নিজের রাজ্যে। তারপর থেকেই শুরু হল আর এক অধ্যায়। (Representative Image: AI Generated) 
advertisement
5/7
কিন্তু সম্পর্ক যখন বিয়ের দিকে এগোতে চায়, তখনই বদলে যায় শিক্ষকের রূপ। তরুণীকে হুমকি দিতে শুরু করেন তিনি—এমনকি তাঁর পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকিও দেন। আতঙ্কে থাকা তরুণী অবশেষে পরিবারের কাছে সব খুলে বলেন। এরপর তাঁরা যান সিভিল লাইনস থানায় এবং ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়।
সম্পর্ক যখন বিয়ের দিকে এগোতে চায়, তখনই বদলে যায় শিক্ষকের রূপ। তরুণীকে হুমকি দিতে শুরু করেন তিনি—এমনকি তাঁর পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকিও দেন। আতঙ্কে থাকা তরুণী অবশেষে পরিবারের কাছে সব খুলে বলেন। এরপর তাঁরা যান সিভিল লাইনস থানায় এবং ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। (Representative Image: AI Generated) 
advertisement
6/7
প্রথমে সবটাই ছিল নিরীহ এক শিক্ষার জগতে – ইউটিউব লাইভ ক্লাসে গণিত শেখা, নিয়মিত লেকচার শোনা, আর ধীরে ধীরে একজন শিক্ষার্থীর মনে শিক্ষকের প্রতি গড়ে ওঠা এক বিশেষ অনুভূতি। সেই অনুভব ধীরে ধীরে পরিণত হল গভীর প্রেমে। ২৭ বছর বয়সি ওই তরুণী বুঝতেই পারেননি, ক্লাসের অঙ্ক শেখাতে শেখাতে এক ভয়ঙ্কর ছক কষে চলেছেন তাঁর প্রিয় গণিত শিক্ষক – বিহারের বাসিন্দা বিকাশ কুমার।
প্রথমে সবটাই ছিল নিরীহ এক শিক্ষার জগতে – ইউটিউব লাইভ ক্লাসে গণিত শেখা, নিয়মিত লেকচার শোনা, আর ধীরে ধীরে একজন শিক্ষার্থীর মনে শিক্ষকের প্রতি গড়ে ওঠা এক বিশেষ অনুভূতি। সেই অনুভব ধীরে ধীরে পরিণত হল গভীর প্রেমে। ২৭ বছর বয়সি ওই তরুণী বুঝতেই পারেননি, ক্লাসের অঙ্ক শেখাতে শেখাতে এক ভয়ঙ্কর ছক কষে চলেছেন তাঁর প্রিয় গণিত শিক্ষক – বিহারের বাসিন্দা বিকাশ কুমার। (Representative Image: AI Generated) 
advertisement
7/7
বর্তমানে পুলিশ খুঁজছে অভিযুক্ত শিক্ষক বিকাশ কুমারকে। এই ঘটনা আবারও প্রমাণ করে, অনলাইন সম্পর্ক যত সহজে গড়ে ওঠে, ততটাই সহজে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশ্বাসের নামে ঠকে যাওয়ার আগেই সচেতন হোন।
বর্তমানে পুলিশ খুঁজছে অভিযুক্ত শিক্ষক বিকাশ কুমারকে। এই ঘটনা আবারও প্রমাণ করে, অনলাইন সম্পর্ক যত সহজে গড়ে ওঠে, ততটাই সহজে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশ্বাসের নামে ঠকে যাওয়ার আগেই সচেতন হোন। (Representative Image: AI Generated) 
advertisement
advertisement
advertisement