Ghibli Trend: ট্রেন্ডের চক্করে পড়ে Ghibli ছবি বানালেই কি সব শেষ? নিজের পায়ে কুড়ুল মারছেন না তো!

Last Updated:
মাসকয়েক আগেই এক সমীক্ষায় উঠে এসেছিল যে AI ইউজারদের ডেটা সেভ করে। যাঁরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করে এআই ব্যবহার করেন, তাঁরা কিছুটা নিরাপদে থাকেন ঠিকই। তবে, বিনামূল্যে AI ব্যবহার মানে নিজের তথ্য নেটদুনিয়ায় খোলা ছেড়ে দেওয়া, হ্যাকাররা যে কোনও সময়ে তার দখল নিতে পারে।
1/9
Hidden Dangers of Ghibli Trend: ডিজিটাল দুনিয়ার ট্রেন্ড কখন কীভাবে তৈরি হবে আর কীভাবেই বা ইউজাররা তা নিয়ে মাতামাতি শুরু করে দেবেন, তা বলা খুব কঠিন। এই যেমন চ্যাটজিপিটি-র ঘিবলি আর্ট স্টাইলের কথাই ধরা যাক! ছিল ব্যাপারটা এক স্ফুলিঙ্গ, দেখতে দেখতে ছড়িয়ে পড়ে রূপ নিল দাবানলের। ভয়ের কথা, সেই আগুনে কিন্তু পুড়ছেন ইউজার নিজেই! Photo: Ghibli
Hidden Dangers of Ghibli Trend: ডিজিটাল দুনিয়ার ট্রেন্ড কখন কীভাবে তৈরি হবে আর কীভাবেই বা ইউজাররা তা নিয়ে মাতামাতি শুরু করে দেবেন, তা বলা খুব কঠিন। এই যেমন চ্যাটজিপিটি-র ঘিবলি আর্ট স্টাইলের কথাই ধরা যাক! ছিল ব্যাপারটা এক স্ফুলিঙ্গ, দেখতে দেখতে ছড়িয়ে পড়ে রূপ নিল দাবানলের। ভয়ের কথা, সেই আগুনে কিন্তু পুড়ছেন ইউজার নিজেই! Photo: Ghibli
advertisement
2/9
ব্যাপারটা তাহলে খোলসা করা যাক! মাসকয়েক আগেই এক সমীক্ষায় উঠে এসেছিল যে এআই ইউজারদের ডেটা সেভ করে। যাঁরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করে এআই ব্যবহার করেন, তাঁরা কিছুটা নিরাপদে থাকেন ঠিকই। তবে, বিনামূল্যে এআই ব্যবহার মানে নিজের তথ্য নেটদুনিয়ায় খোলা ছেড়ে দেওয়া, হ্যাকাররা যে কোনও সময়ে তার দখল নিতে পারে। Photo: Ghibli
ব্যাপারটা তাহলে খোলসা করা যাক! মাসকয়েক আগেই এক সমীক্ষায় উঠে এসেছিল যে এআই ইউজারদের ডেটা সেভ করে। যাঁরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করে এআই ব্যবহার করেন, তাঁরা কিছুটা নিরাপদে থাকেন ঠিকই। তবে, বিনামূল্যে এআই ব্যবহার মানে নিজের তথ্য নেটদুনিয়ায় খোলা ছেড়ে দেওয়া, হ্যাকাররা যে কোনও সময়ে তার দখল নিতে পারে। Photo: Ghibli
advertisement
3/9
তথ্য তাও এক রকম! এখানে কিন্তু বিষয়টা আরও ভয়ানক, কেন না এখানে ইউজাররা নিজেদের ছবি আপলোড করছেন। অর্থাৎ, নিরাপত্তা পড়ছে রীতিমতো ঝুঁকির মুখে। কীভাবে, তা জানলে দুশ্চিন্তার প্রহর গোনা শুরু হয়ে যাবে বইকি। Photo: Ghibli
তথ্য তাও এক রকম! এখানে কিন্তু বিষয়টা আরও ভয়ানক, কেন না এখানে ইউজাররা নিজেদের ছবি আপলোড করছেন। অর্থাৎ, নিরাপত্তা পড়ছে রীতিমতো ঝুঁকির মুখে। কীভাবে, তা জানলে দুশ্চিন্তার প্রহর গোনা শুরু হয়ে যাবে বইকি। Photo: Ghibli
advertisement
4/9
আসলে, এআই টুলগুলোর সাহায্যে ইউজাররা যে ব্যক্তিগত ছবিগুলো শেয়ার করছেন, এই প্ল্যাটফর্ম কেবল সেগুলো সেভই করে রাখছে না, পাশাপাশি তাদের প্রশিক্ষণের জন্যও ব্যবহার করছে। এআই নিয়ে অনেক উদ্বেগ রয়েছে, কিন্তু এখন ঘিবলি আর্ট স্টাইলে নিজের ছবি তৈরি করার এই ট্রেন্ড অনলাইনে নিজের ডেটা সেভ করার ট্রেন্ডও একই সঙ্গে তৈরি করেছে। Photo: Ghibli
আসলে, এআই টুলগুলোর সাহায্যে ইউজাররা যে ব্যক্তিগত ছবিগুলো শেয়ার করছেন, এই প্ল্যাটফর্ম কেবল সেগুলো সেভই করে রাখছে না, পাশাপাশি তাদের প্রশিক্ষণের জন্যও ব্যবহার করছে। এআই নিয়ে অনেক উদ্বেগ রয়েছে, কিন্তু এখন ঘিবলি আর্ট স্টাইলে নিজের ছবি তৈরি করার এই ট্রেন্ড অনলাইনে নিজের ডেটা সেভ করার ট্রেন্ডও একই সঙ্গে তৈরি করেছে। Photo: Ghibli
advertisement
5/9
ChatGPT-কে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল 'ঘিবলি আর্ট তৈরির জন্য অনলাইনে অনেক ছবি আপলোড করা হচ্ছে। এভাবে ব্যক্তিগত ছবি অনলাইনে পোস্ট করা কি নিরাপদ? এই ব্যক্তিগত ছবিগুলো যে প্ল্যাটফর্মেই শেয়ার করা হোক না কেন, সেখানে কি সেভ করা হচ্ছে? দেখে নেওয়া যাক, এআই নিজেই এই ট্রেন্ড সম্পর্কে কী জবাব দিয়েছে! Photo: Ghibli
ChatGPT-কে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল 'ঘিবলি আর্ট তৈরির জন্য অনলাইনে অনেক ছবি আপলোড করা হচ্ছে। এভাবে ব্যক্তিগত ছবি অনলাইনে পোস্ট করা কি নিরাপদ? এই ব্যক্তিগত ছবিগুলো যে প্ল্যাটফর্মেই শেয়ার করা হোক না কেন, সেখানে কি সেভ করা হচ্ছে? দেখে নেওয়া যাক, এআই নিজেই এই ট্রেন্ড সম্পর্কে কী জবাব দিয়েছে! Photo: Ghibli
advertisement
6/9
AI-এর সাফ বক্তব্য- ট্রেন্ড অনিরাপদ, তা ইউজারের ব্যক্তিগত তথ্য সেভ হয়ে যাওয়ার কথও বলেছে। ইউজার যদি কোনও অনলাইন প্ল্যাটফর্মে তাঁর ব্যক্তিগত ছবি আপলোড করেন, তাহলে এটি সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত হবে না। Photo: Ghibli
AI-এর সাফ বক্তব্য- ট্রেন্ড অনিরাপদ, তা ইউজারের ব্যক্তিগত তথ্য সেভ হয়ে যাওয়ার কথও বলেছে। ইউজার যদি কোনও অনলাইন প্ল্যাটফর্মে তাঁর ব্যক্তিগত ছবি আপলোড করেন, তাহলে এটি সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত হবে না। Photo: Ghibli
advertisement
7/9
ছবি সেভ হয়ে থাকছে: বেশিরভাগ অনলাইন প্ল্যাটফর্ম (যেমন এআই ইমেজ জেনারেশন টুল, সোশ্যাল মিডিয়া সাইট) তাদের সার্ভারে আপলোড করা ছবি সেভ করতে পারে। কিছু প্ল্যাটফর্ম ছবিটি কিছু সময়ের জন্যই সেভ করে, কিন্তু কিছু প্ল্যাটফর্ম এটি দীর্ঘ সময়ের জন্য সেভ করে রাখতে পারে। Photo: Ghibli
ছবি সেভ হয়ে থাকছে: বেশিরভাগ অনলাইন প্ল্যাটফর্ম (যেমন এআই ইমেজ জেনারেশন টুল, সোশ্যাল মিডিয়া সাইট) তাদের সার্ভারে আপলোড করা ছবি সেভ করতে পারে। কিছু প্ল্যাটফর্ম ছবিটি কিছু সময়ের জন্যই সেভ করে, কিন্তু কিছু প্ল্যাটফর্ম এটি দীর্ঘ সময়ের জন্য সেভ করে রাখতে পারে। Photo: Ghibli
advertisement
8/9
ব্যক্তিগত ছবি চলে যেতে পারে সবার হাতে: অনেক প্ল্যাটফর্মে, এক ইউজারের ছবি অন্যান্যদের অ্যাক্সেসেও থাকতে পারে, বিশেষ করে যদি প্ল্যাটফর্মটিতে একটি পাবলিক গ্যালারি ফিচার থাকে। কেউ কি ছবি অপব্যবহার করতে পারে? অবশ্যই, যদি প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হয়, ইউজারের ছবি ফাঁস হয়ে যায়, তাহলে সেগুলোর অপব্যবহার হতে পারে, যেমন, ভুয়ো প্রোফাইল তৈরি করা, এআই ডিপফেক ইমেজ জেনারেশন ইত্যাদি! Photo: Ghibli
ব্যক্তিগত ছবি চলে যেতে পারে সবার হাতে: অনেক প্ল্যাটফর্মে, এক ইউজারের ছবি অন্যান্যদের অ্যাক্সেসেও থাকতে পারে, বিশেষ করে যদি প্ল্যাটফর্মটিতে একটি পাবলিক গ্যালারি ফিচার থাকে। কেউ কি ছবি অপব্যবহার করতে পারে? অবশ্যই, যদি প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হয়, ইউজারের ছবি ফাঁস হয়ে যায়, তাহলে সেগুলোর অপব্যবহার হতে পারে, যেমন, ভুয়ো প্রোফাইল তৈরি করা, এআই ডিপফেক ইমেজ জেনারেশন ইত্যাদি! Photo: Ghibli
advertisement
9/9
তাহলে কী করণীয়?- প্রাইভেসি পলিসি পরীক্ষা করতে হবে। ছবিগুলো এআই মডেলের প্রশিক্ষণের জন্য বা অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা হবে কি না, তা জানতে হবে। নিশ্চিত থাকতে হবে যে ছবিগুলো কেবল নিজের বা সীমিত গোষ্ঠীর জন্যই অ্যাক্সেসযোগ্য। - কম সংবেদনশীল ছবি আপলোড করা উচিত, একান্ত ব্যক্তিগত বা সনাক্তযোগ্য ছবি আপলোড করা চলবে না।- প্ল্যাটফর্মের শর্তাবলী পড়তে হবে, ছবি দিয়ে কী করা যেতে পারে তা বুঝতে হবে।- এআই টুলগুলোকে ছবি সেভ করতে দেওয়া উচিত হবে না। যদি প্ল্যাটফর্মটি ছবি মুছে ফেলার বিকল্প দেয়, তাহলে তা ব্যবহার করতে হবে। Photo: Ghibli
তাহলে কী করণীয়?- প্রাইভেসি পলিসি পরীক্ষা করতে হবে। ছবিগুলো এআই মডেলের প্রশিক্ষণের জন্য বা অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা হবে কি না, তা জানতে হবে। নিশ্চিত থাকতে হবে যে ছবিগুলো কেবল নিজের বা সীমিত গোষ্ঠীর জন্যই অ্যাক্সেসযোগ্য। - কম সংবেদনশীল ছবি আপলোড করা উচিত, একান্ত ব্যক্তিগত বা সনাক্তযোগ্য ছবি আপলোড করা চলবে না।- প্ল্যাটফর্মের শর্তাবলী পড়তে হবে, ছবি দিয়ে কী করা যেতে পারে তা বুঝতে হবে।- এআই টুলগুলোকে ছবি সেভ করতে দেওয়া উচিত হবে না। যদি প্ল্যাটফর্মটি ছবি মুছে ফেলার বিকল্প দেয়, তাহলে তা ব্যবহার করতে হবে। Photo: Ghibli
advertisement
advertisement
advertisement