Photoshoot at Rajbari: বিদেশি কন্যার সিঁথিতে সিঁদুর, জার্মান দম্পতির বিয়ের ফটোশ্যুট কোচবিহার রাজবাড়িতে! ভাইরাল ছবি
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
Last Updated:
ফটো শ্যুটের জন্য জনপ্রিয় হয়ে উঠছে কোচবিহার রাজবাড়ি। শুধু কোচবিহারের মানুষরা নয়। বাইরের বহু পর্যটকদের বর্তমানে দেখতে পাওয়া যায় এখানে এসে ফটো শ্যুট করতে।
ফটো শ্যুটের জন্য জনপ্রিয় হয়ে উঠছে কোচবিহার রাজবাড়ি। একসময় এখানে ছবি তোলার নানা বিধিনিষেধ ছিল। তবে এখন সেরকম বিধিনিষেধ না থাকায় কাপলদের অন্যতম ঠিকানা হয়েছে রাজবাড়ি।
advertisement
শুধু কোচবিহারের মানুষরা নয়। বাইরের বহু পর্যটকদের বর্তমানে দেখতে পাওয়া যায় এখানে এসে ফটো শ্যুট করতে। বর্তমান সময়ে ফটোগ্রাফারদের অন্যতম পছন্দের ঠিকানা এই কোচবিহার রাজবাড়ি।
advertisement
ফটোগ্রাফার গোবিন্দ মজুমদার জানান, ইতিমধ্যেই সুদূর জার্মানির বাসিন্দা এডুয়ার্ড গোটউইক তাঁর ওয়েডিং শ্যুট করেছেন রাজবাড়িতে। রাজ ঐতিহ্যের সঙ্গে সুদর্শন রাজবাড়িকে পেয়ে তাঁরা দারুণ খুশি।
advertisement
বেশ কিছুটা সময় ধরেই প্রি ওয়েডিং এর প্রবণতা বেড়েছে। সুন্দর কোনও জায়গায় একান্তে পোজ দিয়ে ছবি তুলতে ভালোবাসেন হবু দম্পতিরা। এই কারণেই রাজবাড়ি একটি আকর্ষণীয় জায়গা।
advertisement
জার্মানির বাসিন্দা এডুয়ার্ড গোটউইক ও তাঁর স্ত্রী ঋতুপর্ণা গোটউইক সম্প্রতি কোচবিহারে এসেছিলেন। ঋতুপর্ণা বিবাহসূত্রে জার্মানির বাসিন্দা হলেও তিনি কোচবিহারের মেয়ে।
advertisement
জার্মানিতে বিয়ে সম্পন্ন করে কোচবিহারে শ্বশুর বাড়িতে এসেছিলেন এডুয়ার্ড গোটউইক। এখানেও তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। তারই মাঝে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়িতে ওয়েডিং শ্যুট করেছেন তাঁরা।
advertisement