গণেশ চতুর্থী: কেন একদন্তী গজানন হিসেবে পূজিত হন গণপতি, জেনে নিন

Last Updated:
ভাঙা দাঁত, বাঁকানো শুঁড়, মোটা ভুঁড়ি...কেন এগুলি থাকে গণপতির ?
1/8
২২ অগাস্ট, শনিবার দেশে জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। মঙ্গলজনক কাজের শুরু হয় গণেশেরই হাত দিয়ে। অনেকেই জানেন না, গণেশের দাঁত, শুঁড়, ভুঁড়ি, ছোট ছোট চোখ, মোদক, ইঁদুর...প্রতিটি বিষয়েরই কিন্তু আলাদা আলাদা তাৎপর্য রয়েছে ৷ কী সেগুলো ? জেনে নিন
২২ অগাস্ট, শনিবার দেশে জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। মঙ্গলজনক কাজের শুরু হয় গণেশেরই হাত দিয়ে। অনেকেই জানেন না, গণেশের দাঁত, শুঁড়, ভুঁড়ি, ছোট ছোট চোখ, মোদক, ইঁদুর...প্রতিটি বিষয়েরই কিন্তু আলাদা আলাদা তাৎপর্য রয়েছে ৷ কী সেগুলো ? জেনে নিন
advertisement
2/8
দাঁত: মানুষের দু’রকম পছন্দ থাকে ৷ একটা ঠিক, একটি ভুল ৷ এই পছন্দের চিহ্ন হল দু’টো দাঁত ৷ গণেশের ভাঙা দাঁতটি মানুষকে সমস্ত রকম খারাপ চিন্তা, ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করে জেতার শক্তি দেয় ৷ (Image: PTI)
দাঁত: মানুষের দু’রকম পছন্দ থাকে ৷ একটা ঠিক, একটি ভুল ৷ এই পছন্দের চিহ্ন হল দু’টো দাঁত ৷ গণেশের ভাঙা দাঁতটি মানুষকে সমস্ত রকম খারাপ চিন্তা, ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করে জেতার শক্তি দেয় ৷ (Image: PTI)
advertisement
3/8
বড় মাথা: বড় মাপের ভাবনা, বড় চিন্তাকে চিহ্নিত করে গণেশের বড় মাথা ৷ হাতির মাথা হল প্রাণি জগতের মধ্যে সবচেয়ে বড় এবং অত্যন্ত বুদ্ধিমান পশু হিসাবে পরিচিত হাতি ৷ (Image: PTI)
বড় মাথা: বড় মাপের ভাবনা, বড় চিন্তাকে চিহ্নিত করে গণেশের বড় মাথা ৷ হাতির মাথা হল প্রাণি জগতের মধ্যে সবচেয়ে বড় এবং অত্যন্ত বুদ্ধিমান পশু হিসাবে পরিচিত হাতি ৷ (Image: PTI)
advertisement
4/8
ছোট চোখ: ছোট চোখ আসলে মনঃসংযোগের প্রতীক ৷ (Image: PTI)
ছোট চোখ: ছোট চোখ আসলে মনঃসংযোগের প্রতীক ৷ (Image: PTI)
advertisement
5/8
শুঁড়: সবকিছু সহজে মেনে নিতে, গ্রহণ করতে শেখায় গণেশের শুঁড় ৷ হাতির শুঁড় কিন্তু দু’রকম কাজই করে ৷ শুঁড় দিয়ে খেলাও করে আবার ধ্বংসও করে ৷ (Image: PTI)
শুঁড়: সবকিছু সহজে মেনে নিতে, গ্রহণ করতে শেখায় গণেশের শুঁড় ৷ হাতির শুঁড় কিন্তু দু’রকম কাজই করে ৷ শুঁড় দিয়ে খেলাও করে আবার ধ্বংসও করে ৷ (Image: PTI)
advertisement
6/8
বড় কান: ভাল করে শোনা আর অপ্রয়োজনীয় কথাকে বাতিল করে দেওয়ার চিহ্ন হল এই বড় কান ৷ (Image: PTI)
বড় কান: ভাল করে শোনা আর অপ্রয়োজনীয় কথাকে বাতিল করে দেওয়ার চিহ্ন হল এই বড় কান ৷ (Image: PTI)
advertisement
7/8
মোটা ভুঁড়ি: জীবনকে উপভোগ করো, এই কথাকেই চিহ্নিত করে মোটা ভুঁড়ি ৷  (Image: PTI)
মোটা ভুঁড়ি: জীবনকে উপভোগ করো, এই কথাকেই চিহ্নিত করে মোটা ভুঁড়ি ৷ (Image: PTI)
advertisement
8/8
বসার ভঙ্গি: গণেশের বসার ভঙ্গিও কিন্তু তাৎপর্যপূর্ণ ৷ এক পা ভাঁজ করা আর এক পা মাটিতে রেখে বসেন বাপ্পা ৷ এর অর্থ হল ওড়ার ইচ্ছে হোক আকাশ ছোঁয়া, কিন্তু পা থাকুক মাটিতে ৷ (Image: Reuters)
বসার ভঙ্গি: গণেশের বসার ভঙ্গিও কিন্তু তাৎপর্যপূর্ণ ৷ এক পা ভাঁজ করা আর এক পা মাটিতে রেখে বসেন বাপ্পা ৷ এর অর্থ হল ওড়ার ইচ্ছে হোক আকাশ ছোঁয়া, কিন্তু পা থাকুক মাটিতে ৷ (Image: Reuters)
advertisement
advertisement
advertisement