Fun Facts: গাড়ির রং আলাদা-আলাদা হলেও সব গাড়ির চাকা-ই কালো হয়, কেন? কারণ জানলে চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
হলুদ-সবুজ-লাল-নীল... এক-একটা গাড়ির এক-এক রকম রং! কিন্তু গাড়ির আলাদা-আলাদা রং হলেও, সব গাড়ির চাকার-ই রং হয় কালো। কখনও ভেবে দেখেছেন, কেন সব গাড়ির টায়ারের রং হয় কালো?
advertisement
advertisement
কিন্তু রাবারের সেই চাকাগুলি হত দুর্বল, খুব বেশি ওজন নিতে পারত না। ক্ষয়প্রবণ এবং তাপের প্রতি অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল। এই কারণে বেশি ভারে এবং তাপমাত্রায় রাবারের বিকৃতি ঘটত। কাজেই টায়ার তৈরির সময় রাবারের সঙ্গে উপযোগী রাসায়নিক যোগ করা শুরু হয়, যা রাবারের তাপ সহনশীলতা, ক্ষয়রোধ ও ভার বহনের ক্ষমতা বাড়ায়।
advertisement
advertisement
advertisement