Feng Shui: মনের মানুষের থেকে সমান ভালোবাসা চাইছেন? শুধু মেনে চলতে হবে ফেং সুইয়ের এই কয়েকটা নিয়ম

Last Updated:
Feng Shui: সত্যি বলতে কী, প্রেম, ভালোবাসা, সম্পর্ক- যে নাম-ই দেওয়া হোক না কেন, তা অনেকটাই নির্ভর করে আমাদের ভাগ্যের উপরে।
1/9
শিরোনাম দেখে অনেকে হয়তো দুই দলে ভাগ হয়ে যাবেন! কেউ কেউ বলবেন স্পষ্টতই- ভালোবাসা এভাবে জীবনে আকর্ষণ করা যায় না। তা যখন আসার, আপনিই আসে, না আসার হলে কিছুতেই তার হদিশ মেলে না। আরেক দল হয় তো বা মনে মনে ভাববেন- কী জানি কীসে কী কাজ হয়!
শিরোনাম দেখে অনেকে হয়তো দুই দলে ভাগ হয়ে যাবেন! কেউ কেউ বলবেন স্পষ্টতই- ভালোবাসা এভাবে জীবনে আকর্ষণ করা যায় না। তা যখন আসার, আপনিই আসে, না আসার হলে কিছুতেই তার হদিশ মেলে না। আরেক দল হয় তো বা মনে মনে ভাববেন- কী জানি কীসে কী কাজ হয়!
advertisement
2/9
সত্যি বলতে কী, প্রেম, ভালোবাসা, সম্পর্ক- যে নাম-ই দেওয়া হোক না কেন, তা অনেকটাই নির্ভর করে আমাদের ভাগ্যের উপরে। জ্যোতিষ, বাস্তুশাস্ত্র ইত্যাদি সুনির্দিষ্ট প্রাচীন পদ্ধতিতে যেমন ভাগ্য ফেরানো যায়, তেমনই পরিবর্তন আনা যায় ভালোবাসা সংক্রান্ত মন্দ ভাগ্যের ব্যাপারে। এই ব্যাপারে নির্দিষ্ট কিছু বক্তব্য রয়েছে চৈনিক বাস্তুশাস্ত্র ফেং সুইয়ের (Feng Shui) কিছু বক্তব্য, যা বলছে যে বাড়ির আবহের উপরেও অনেকটা বাসিন্দাদের প্রণয়ের সম্পর্ক নির্ভর করে। সেই আবহস কী ভাবে ঠিক করে জীবনে ভালোবাসা ডেকে আনা যায়, তা এবার দেখে নেওয়া যাক!
সত্যি বলতে কী, প্রেম, ভালোবাসা, সম্পর্ক- যে নাম-ই দেওয়া হোক না কেন, তা অনেকটাই নির্ভর করে আমাদের ভাগ্যের উপরে। জ্যোতিষ, বাস্তুশাস্ত্র ইত্যাদি সুনির্দিষ্ট প্রাচীন পদ্ধতিতে যেমন ভাগ্য ফেরানো যায়, তেমনই পরিবর্তন আনা যায় ভালোবাসা সংক্রান্ত মন্দ ভাগ্যের ব্যাপারে। এই ব্যাপারে নির্দিষ্ট কিছু বক্তব্য রয়েছে চৈনিক বাস্তুশাস্ত্র ফেং সুইয়ের (Feng Shui) কিছু বক্তব্য, যা বলছে যে বাড়ির আবহের উপরেও অনেকটা বাসিন্দাদের প্রণয়ের সম্পর্ক নির্ভর করে। সেই আবহস কী ভাবে ঠিক করে জীবনে ভালোবাসা ডেকে আনা যায়, তা এবার দেখে নেওয়া যাক!
advertisement
3/9
গোলাপি চাদর বিছানায় গোলাপি চাদর পাতলে তা জীবনে ভালোবাসা নিয়ে আসবে, তবে হ্যাঁ, এক্ষেত্রে প্রতি দিন নিয়ম করে চাদর বদলাতে হবে, বাসি চাদর পেতে রাখলে কাজ হবে না।
গোলাপি চাদর বিছানায় গোলাপি চাদর পাতলে তা জীবনে ভালোবাসা নিয়ে আসবে, তবে হ্যাঁ, এক্ষেত্রে প্রতি দিন নিয়ম করে চাদর বদলাতে হবে, বাসি চাদর পেতে রাখলে কাজ হবে না।
advertisement
4/9
লাল রঙের ব্যবহার ঘরে লাল রঙের একটা দু'টো কুশন রাখলে ভালো হয়। তবে খুব বেশি নয়, তাহলে তা জীবনে রাগ এবং উত্তেজনা নিয়ে আসবে ভালোবাসার বদলে।
লাল রঙের ব্যবহার ঘরে লাল রঙের একটা দু'টো কুশন রাখলে ভালো হয়। তবে খুব বেশি নয়, তাহলে তা জীবনে রাগ এবং উত্তেজনা নিয়ে আসবে ভালোবাসার বদলে।
advertisement
5/9
জোড়ায় জোড়ায় জিনিস রাখা ফেং সুই মতে জীবনে ভালোবাসা ডেকে আনতে হলে আসবাবের মতো জিনিস ঘরের কোণে একটি না রেখে জোড়ায় জোড়ায় রাখতে হবে, যেমন- চেয়ার, মোড়া ইত্যাদি; ফুলদানির ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলতে হবে
জোড়ায় জোড়ায় জিনিস রাখা ফেং সুই মতে জীবনে ভালোবাসা ডেকে আনতে হলে আসবাবের মতো জিনিস ঘরের কোণে একটি না রেখে জোড়ায় জোড়ায় রাখতে হবে, যেমন- চেয়ার, মোড়া ইত্যাদি; ফুলদানির ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলতে হবে
advertisement
6/9
অতিরিক্ত বালিশ, স্টাফড খেলনা- অতিরিক্ত বালিশের ব্যবহার, বাড়িতে অনেকগুলো স্টাফড খেলনা থাকা না কি ফেং সুইয়ের মতে জীবনে জটিলতা ডেকে আনে, তাই এগুলো এড়িয়ে চলতে হবে।
অতিরিক্ত বালিশ, স্টাফড খেলনা- অতিরিক্ত বালিশের ব্যবহার, বাড়িতে অনেকগুলো স্টাফড খেলনা থাকা না কি ফেং সুইয়ের মতে জীবনে জটিলতা ডেকে আনে, তাই এগুলো এড়িয়ে চলতে হবে।
advertisement
7/9
তাজা ফুল দিয়ে ঘর সাজানো রোজ তাজা ফুল দিয়ে ঘর সাজালে প্রণয়ের ভাগ্য প্রসন্ন হয়, দাবি করছে ফেং সুই।
তাজা ফুল দিয়ে ঘর সাজানো রোজ তাজা ফুল দিয়ে ঘর সাজালে প্রণয়ের ভাগ্য প্রসন্ন হয়, দাবি করছে ফেং সুই।
advertisement
8/9
মোমের আলো- ক্যান্ডেল লাইট ডিনার যেমন রোম্যান্টিক ব্যাপার, তেমনই ফেং সুই মতে রোজ মোমের আলোয় কিছুক্ষণ ঘর আলোকিত করলে জীবনে ভালোবাসার ক্ষেত্রে কপাল খুলে যায়।
মোমের আলো- ক্যান্ডেল লাইট ডিনার যেমন রোম্যান্টিক ব্যাপার, তেমনই ফেং সুই মতে রোজ মোমের আলোয় কিছুক্ষণ ঘর আলোকিত করলে জীবনে ভালোবাসার ক্ষেত্রে কপাল খুলে যায়।
advertisement
9/9
অ্যারোমাথেরাপি-স্ট্রেস রিলিফের জন্য আদর্শ তো বটেই, কিন্তু ফেং সুই বলছে যে ঘর থেকে নেতিবাচক ভাইবস দূর করে জীবনে ভালোবাসার সুগন্ধ নিয়ে আার ক্ষেত্রেও কাজ করে এই পন্থা।
অ্যারোমাথেরাপি-স্ট্রেস রিলিফের জন্য আদর্শ তো বটেই, কিন্তু ফেং সুই বলছে যে ঘর থেকে নেতিবাচক ভাইবস দূর করে জীবনে ভালোবাসার সুগন্ধ নিয়ে আার ক্ষেত্রেও কাজ করে এই পন্থা।
advertisement
advertisement
advertisement