Fathers Day: পৃথিবীর 'সেরা' বাবা কে? এই বাবাদের কথা জানুন, চমকে উঠবেন! এমনও ত্যাগ সম্ভব! বুঝে যাবেন সেরা বাবা এরা'ই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Fathers Day: আসলে সন্তান লালন-পালনে বাবা-মা দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তাই বাবা-মাকে ভালোবাসা নিয়ে কোনও তুলনা চলে না।
advertisement
advertisement
advertisement
প্রাণীজগতে সেরা বাবাদের পুরস্কারের ব্যবস্থা থাকলে প্রথম পুরস্কার জুটত ক্যাটফিশের। কারণ এমন আত্মত্যাগী বাবা খুব একটা দেখা যায় না। মাগুর মাছের মতো দেখতে মা ক্যাটফিশরা একবারে প্রায় ৫০টির মতো ডিম পাড়ে। ডিম পেড়েই মা ক্যাটফিশের দায়িত্ব মোটামুটি শেষ। এর পরের দায়িত্ব কাঁধে নেয়, আক্ষরিক অর্থেই মুখে তুলে নেয় বাবা ক্যাটফিশ।
advertisement
শত্রুদের হাত থেকে বাঁচাতে ছোট ছোট স্বচ্ছ ডিম বাবা ক্যাটফিশ মুখে নিয়েই ঘুরে বেড়ায়। এভাবে একটানা প্রায় দুই মাস মুখের মধ্যেই থাকে ডিমগুলো। তত দিন তার খাওয়া-দাওয়া সব বন্ধ। ডিম ফুটে বাচ্চা বের হলে কিছুটা মুক্তি পেলেও তার দায়িত্ব শেষ হয় না। কারণ বড় না হওয়া পর্যন্ত বাচ্চাদের শিকার ধরা, আত্মরক্ষা শেখানো আর দেখাশোনার দায়িত্বও বাবা ক্যাটফিশের।
advertisement
ক্যাটফিশ আর ডারউইন ফ্রগের মতোই ডিম পেড়ে দায়িত্ব শেষ করে মা ঘোড়ামাছ বা সিন্ধুঘটক। এরপর ডিমগুলো তা দেওয়া আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় বাবা ঘোড়ামাছ। তবে মুখে নয়, ডিম রাখার জন্য তাদের রয়েছে বিশেষ এক ধরনের থলে। ডিম ফুটে বাচ্চা না হওয়া পর্যন্ত এই থলেতেই ডিম বয়ে বেড়ায় বাবা ঘোড়ামাছ। ৪৫ দিন পর বাচ্চা ফোটার পরও তাদের দেখেশুনে রাখে বাবা। প্রাণীবিদদের মতে, পুরুষ হয়েও সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতা পায় বাবা ঘোড়ামাছ।
advertisement
সন্তানের জন্য কষ্ট স্বীকার করে দক্ষিণ মেরুর বাবা পেঙ্গুইনরাও। পেঙ্গুইনদের ১৭ প্রজাতির মধ্যে একটির নাম এমপেরর পেঙ্গুইন। ডিম পাড়তে গিয়ে মা পেঙ্গুইনরা অনেক দিন না খেয়ে থাকায় তাদের শরীর শুকিয়ে যায়, শক্তিও প্রায় নিঃশেষ হয়ে যায়। তাই ডিম পেড়েই খাওয়ার সন্ধানে টানা দুই মাসের জন্য সাগরে ছুটে যায় মা। তাহলে ডিমের কী হবে! চিন্তা নেই, সে জন্য আছে বাবা পেঙ্গুইন। হিমশীতল বরফে টানা দুই মাস ঠায় দাঁড়িয়ে কোলের মধ্যে নিয়ে ডিমে তা দেয় বাবা। খাওয়ার জন্য নড়াচড়ার উপায় নেয় তাদের। মূর্তির মতো দাঁড়িয়ে মেরুঝড়সহ সব প্রতিকূলতা মোকাবিলা করে বাবা। সাগর থেকে মা ফিরলে তবেই মুক্তি বাবা পেঙ্গুইনের।
advertisement
ক্যাটফিশের মতোই আরেক দায়িত্ববান বাবা থাইল্যান্ডের বেটা। স্বাদুপানির এ মাছের আরেক নাম সিয়ামিজ ফাইটিং ফিশ। নাম শুনেই বুঝতে পারছ, এরা মারামারিতে ওস্তাদ। তবে শত্রুর জন্য হিংস্র হলেও সন্তানদের কাছে বাবা বেটার তুলনা নেই। মা বেটা মাছ ডিম পাড়ার পর সেগুলো মুখে রাখে বাবা। ডিম ফুটে বাচ্চা বের হলে তাদের নিরাপদ আস্তানায় রেখে লালন-পালন করে।
advertisement
একই সঙ্গে শত্রুদের কাছ থেকে সন্তানদের রক্ষা করে। প্রায় একই ধরনের কষ্টকর কাজ করে দক্ষিণ আফ্রিকার বুলফ্রগ। এ ব্যাঙের আরেক নাম ডারউইন ফ্রগ। মা ব্যাঙ ডিম পাড়লে বাবারা তার দায়িত্ব মুখে তুলে নেয়। এই ব্যাঙদের বেশ খাই খাই স্বভাব। মুখের কাছে কিছু পেলেই সেগুলো খাওয়ার চেষ্টা করে। অথচ অবাক ব্যাপার, খাওয়া-দাওয়া বন্ধ রেখে ছোট ছোট প্রায় ছয় হাজার ডিম নিয়ে একটানা ছয় সপ্তাহ কাটিয়ে দেয় বাবা ব্যাঙ। ডিম ফুটে ছানা হলে সেগুলো বমি করে বাইরে বের করে দেয়।
advertisement