

• ১ অগাস্ট, শনিবার ইদ-উল-আদাহ অর্থাৎ পরিচিত ভাষায় একে বলে বখরি ইদ । গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই উৎসব অতি পবিত্র । সারা বছর তাঁরা অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য ।


• ইদ-উল-আদাহকে বলা হয় ‘আত্মত্যাগের উৎসব’ । অর্থাৎ নিজের অতি প্রিয় কিছু জিনিসকে ত্যাগ করে তার মোহ, মায়ার উপরে উঠতে হয়। এই দিনটা কাটে বিশেষ প্রার্থনা, কুরবানি, খাওয়া-দাওয়া আর আনন্দ উৎসবের মধ্য দিয়েই।


• পশু কুরবানি দেওয়াই এই উদের প্রধান রীতি । বেশিরভাগ সময়ই পশু হিসাবে ছাগলকেই কুরবানি দেওয়া হয়। তাই এই ইদের চলতি নাম বখরি ইদ ।


• এই ইদের পিছনের আসল গল্পে অবশ্য পশু কুরবানির কোনও কথা উল্লেখ নেই । নবী হজরত ইব্রাহিম নিঃসন্তান ছিলেন । আল্লাহর কাছে অনেক প্রার্থনার পর একটি ছেলে হয় তাঁর। ছেলের নাম রাখেন ইসমাইল। সেই ছেলে ছিল হজরতের নয়নের মণি।


• একদিন ইব্রাহিম স্বপ্ন দেখেন, আল্লাহ তাঁর কাছে তাঁর সব থেকে প্রিয় জিনিসটা চাইছেন। ঘুম ভাঙার পর তিনি ভেবে দেখেন, তাঁর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হল তাঁর ছেলে । তিনি ছেলেকে উত্সর্গ করতে রাজি হয়ে যান।