Viral: ২৪ মে হতে পারে সেই দিন! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাটাকৃতির গ্রহাণু... সাংঘাতিক সতর্কবার্তা, ধ্বংস হয়ে যাবে সব?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
NASA-এর মতে, অ্যাস্টেরয়েড ২০০৩ MH4 ২৪ মে ২০২৫-এ পৃথিবীর কাছাকাছি দিয়ে যাবে। এটি ৩৩৫ মিটার চওড়া। গতি ১৪ কিমি/সেকেন্ড।
advertisement
সূত্রের খবর, পৃথিবীর দিকে একটি মহাজাগতিক অ্যাস্টেরয়েড এগিয়ে আসছে। তা যদি ধাক্কা খায়, তাহলে ধ্বংস অনিবার্য। নাম 'অ্যাস্টেরয়েড ২০০৩ MH4'। এটি প্রায় ৩৩৫ মিটার চওড়া, অর্থাৎ প্রায় তিনটি ফুটবল মাঠের সমান বড়। নাসার মতে, এই অ্যাস্টেরয়েড ২৪ মে ২০২৫-এ পৃথিবীর কাছাকাছি দিয়ে যাবে। এত দ্রুত গতিতে যে শুনে গায়ে কাঁটা দেবে। এর গতি ১৪ কিলোমিটার প্রতি সেকেন্ড।
advertisement
advertisement
advertisement
advertisement
বর্তমানে ২০০৩ MH4 পৃথিবীর সাথে ধাক্কা খাবে না, কিন্তু এর ট্র্যাক এবং সাইজ উভয়ই এটিকে বিপদের ক্যাটেগরিতে রাখে। বিজ্ঞানীরা এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যাতে এর পরবর্তী মুভমেন্ট এবং সম্ভাব্য বিপদের পূর্বাভাস পাওয়া যায়। উল্লেখযোগ্য যে এই অ্যাস্টেরয়েড প্রতি ৪১০ দিনে একবার সূর্যের চারপাশে ঘোরে, অর্থাৎ এর সাথে পৃথিবীর মিলন আবারও সম্ভব।
advertisement