আশার আলো দেখালো সবচেয়ে বড় চাঁদ, বিশ্বজুড়ে চলল আরোগ্য প্রার্থনা

Last Updated:
অস্ত গেল বছরের সবচেয়ে বড় চাঁদ গোটা বিশ্ব সাক্ষী থাকল এক বিরল মুহূর্তের। চাঁদের আলোয় ভেসে যাওয়ার সঙ্গেই রইল প্রার্থনা, এই খারাপ সময়টা কেটে যাক। সমস্ত ছবি টুইটার থেকে নেওয়া-
1/6
অস্ত গেল বছরের সবচেয়ে বড় চাঁদ গোটা বিশ্ব সাক্ষী থাকল এক বিরল মুহূর্তের। চাঁদের আলোয় ভেসে যাওয়ার সঙ্গেই রইল প্রার্থনা, এই খারাপ সময়টা কেটে যাক। সমস্ত ছবি টুইটার থেকে নেওয়া-
অস্ত গেল বছরের সবচেয়ে বড় চাঁদ গোটা বিশ্ব সাক্ষী থাকল এক বিরল মুহূর্তের। চাঁদের আলোয় ভেসে যাওয়ার সঙ্গেই রইল প্রার্থনা, এই খারাপ সময়টা কেটে যাক। সমস্ত ছবি টুইটার থেকে নেওয়া-
advertisement
2/6
পৃথিবীর কক্ষে পাক খেতে খেতে চাঁদ একবার কাছে চলে আসে। একবার দূরে চলে যায়। এই কাছে চলে আসাকে বলে 'অনূভ' অবস্থান। ৭-৮ এপ্রিল বিশ্বজুড়ে এই অবস্থানই তৈরি হয়েছিল।
পৃথিবীর কক্ষে পাক খেতে খেতে চাঁদ একবার কাছে চলে আসে। একবার দূরে চলে যায়। এই কাছে চলে আসাকে বলে 'অনূভ' অবস্থান। ৭-৮ এপ্রিল বিশ্বজুড়ে এই অবস্থানই তৈরি হয়েছিল।
advertisement
3/6
চাঁদ ও পৃথিবীর দূরত্ব এ দিন হয় ৩৫৬,০০০ কিলোমিটার,যা গড় দূরত্বের থেকে ২৮,০০০ কিলোমিটার কম।
চাঁদ ও পৃথিবীর দূরত্ব এ দিন হয় ৩৫৬,০০০ কিলোমিটার,যা গড় দূরত্বের থেকে ২৮,০০০ কিলোমিটার কম।
advertisement
4/6
এর ফলে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখায় অন্যান্য দিনের চেয়ে।
এর ফলে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখায় অন্যান্য দিনের চেয়ে।
advertisement
5/6
বিশ্বজুড়ে দেখা গিয়েছে এই অবিশ্বাস্য দৃশ্য
বিশ্বজুড়ে দেখা গিয়েছে এই অবিশ্বাস্য দৃশ্য
advertisement
6/6
জ্যোতিষ বলে এই চাঁদের আলোয় সমস্ত অন্ধকার দূর হয়। বিশ্ববাসীও সেই প্রার্থনাই জানাল।
জ্যোতিষ বলে এই চাঁদের আলোয় সমস্ত অন্ধকার দূর হয়। বিশ্ববাসীও সেই প্রার্থনাই জানাল।
advertisement
advertisement
advertisement