Vastu| Animals & Birds Auspicious for House|| কুকুর-পাখি-মাছের শখ আছে? কোন পশু-প্রাণী বাড়িতে পুষলে সংসারে সমৃদ্ধি আসে? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Lucky Charm, Vastu Tips 2022, Vastu Shastra: বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে কিছু পশু-পাখি রাখা শুভ বলে মনে করা হয়। এসব পশু-পাখি ঘরে সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। এ ছাড়াও, বিশ্বাস করা হয় কিছু অশুভ শক্তিও এড়ানো যায়।
*লাকি চার্ম: বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে কিছু পশু-পাখি রাখা শুভ বলে মনে করা হয়। এসব পশু-পাখি ঘরে সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। এ ছাড়াও, বিশ্বাস করা হয় কিছু অশুভ শক্তিও এড়ানো যায়। শহরে মানুষ তাঁদের চাহিদা ও শখ অনুযায়ী পশু-পাখি পালন করে। আপনিও বাড়িতে এই পশু-পাখি প্রতিপালন করুন, সংসারে সুখ-সমৃদ্ধি আসবে।
advertisement
*ফেংশুই এবং বাস্তু অনুসারে বাড়িতে মাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। মাছ পালনে ঘরের দারিদ্র্য দূর হয়। এ ছাড়া ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে। অ্যাকোয়ারিয়ামে সোনালি রঙের মাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। সঙ্গে একটি কালো মাছও রাখতে পারেন। বলা হয় মাছেরা পরিবারের কষ্ট নিজেরা নিজেদের কাঁধে তুলে নেয়।
advertisement
advertisement
advertisement
advertisement