কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৪ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকতে পারে ২৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি এবং দক্ষিণের দিকে তাপপ্রবাহ একই সঙ্গে চলবে। শুক্রবার থেকে উপকূলের জেলায় হাওয়া পরিবর্তন। আজ থেকেই দার্জিলিঙে হাওয়া বদল। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস। একুশে এপ্রিল শুক্রবারেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও তাপমাত্রা ক্রমশ কমবে বৃহস্পতিবার থেকে। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনা মালদা এবং দুই দিনাজপুরেও।
শুক্রবার ২১ এপ্রিল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে। ২১ এপ্রিল শুক্রবারই আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে।।
রাজস্থান ও পঞ্জাবে ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে তামিলনাডু পর্যন্ত যেটি কর্ণাটকের উপর দিয়ে গেছে। ২১ এপ্রিল শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে।
আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রে। আগামী ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরাখণ্ডেও। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরাখণ্ডেও।
সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। উত্তর,মধ্য ভারত পূর্ব এবং আংশিকভাবে দক্ষিণ উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের কিছু অংশে তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এছাড়াও, এই জোনের রাজ্যগুলিতে স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকবে। দেশের বাকি অংশে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। ভারতবর্ষের দ্বীপপুঞ্জের রাজ্যগুলিতে ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। হিমালয়ের পশ্চিমের রাজ্যগুলিতে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস।