Travel Destinations: বড়দিনের ছুটিতে নিরিবিলিতে 'সবুজের কোলে'! কম খরচে ঘুরে আসুন অফবিট 'এই' জায়গা থেকে

Last Updated:
Travel Destination: নিরিবিলিতে বেড়াতে যাওয়ার জায়গা খুঁজছেন! ঘুরে আসুন দার্জিলিংয়ের এই অফবিট জায়গা থেকে।
1/6
দার্জিলিং: উত্তরবঙ্গের যে সব পাহাড়ি গ্রামগুলোতে শান্তির খোঁজে পর্যটকরা ভিড় করেন, বিজনবাড়ি হল তাদের মধ্যেই অন্যতম।
দার্জিলিং: উত্তরবঙ্গের যে সব পাহাড়ি গ্রামগুলোতে শান্তির খোঁজে পর্যটকরা ভিড় করেন, বিজনবাড়ি হল তাদের মধ্যেই অন্যতম।
advertisement
2/6
পাহাড়ে ঘেরা সবুজে সাজানো অসাধারণ এই জায়গায় দিন কয়েকের অবসরযাপন জীবনভর এক স্বর্ণালী স্মৃতি হয়ে রয়ে যাবে।
পাহাড়ে ঘেরা সবুজে সাজানো অসাধারণ এই জায়গায় দিন কয়েকের অবসরযাপন জীবনভর এক স্বর্ণালী স্মৃতি হয়ে রয়ে যাবে।
advertisement
3/6
ভোর হওয়া মাত্রই শুরু হয়ে যায় পাখিদের কলতান। হোমস্টের বারান্দাতে বসে গরম কফির কাপে চুমুক দিতে দিতে দেখতে পাবেন খরস্রোতা রঙ্গিতের বয়ে চলা।
ভোর হওয়া মাত্রই শুরু হয়ে যায় পাখিদের কলতান। হোমস্টের বারান্দাতে বসে গরম কফির কাপে চুমুক দিতে দিতে দেখতে পাবেন খরস্রোতা রঙ্গিতের বয়ে চলা।
advertisement
4/6
সবজির পাশাপাশি কমলালেবু ও আনারসেরও চাষ হয় এখানে। এছাড়াও এলাকাজুড়ে রয়েছে রং-বেরঙের নানা পাহাড়ি ফুল। যা শোভা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
সবজির পাশাপাশি কমলালেবু ও আনারসেরও চাষ হয় এখানে। এছাড়াও এলাকাজুড়ে রয়েছে রং-বেরঙের নানা পাহাড়ি ফুল। যা শোভা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
advertisement
5/6
ট্রেনে করে চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি বুক করে সরাসরি চলে আসুন বিজনবাড়ি। তার পর পায়ে হেঁটে চলে যান হোম স্টে-তে।
ট্রেনে করে চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি বুক করে সরাসরি চলে আসুন বিজনবাড়ি। তার পর পায়ে হেঁটে চলে যান হোম স্টে-তে।
advertisement
6/6
দার্জিলিংয়ের অফবিট পর্যটনস্থান এই বিজনবাড়ি। ফলে খরচটা অন্যান্য জায়গার তুলনায় বেশ কিছুটা বেশি। থাকা-খাওয়া মিলিয়ে মাথাপিছু দিন প্রতি ২ হাজার টাকা খরচ পড়তে পারে।
দার্জিলিংয়ের অফবিট পর্যটনস্থান এই বিজনবাড়ি। ফলে খরচটা অন্যান্য জায়গার তুলনায় বেশ কিছুটা বেশি। থাকা-খাওয়া মিলিয়ে মাথাপিছু দিন প্রতি ২ হাজার টাকা খরচ পড়তে পারে।
advertisement
advertisement
advertisement