Darjeeling Landslide: তিস্তা উপচে বন্ধ উত্তরবঙ্গ-সিকিমের রাস্তা, পাহাড়ের বাঁকে বাঁকে ধসের প্রকোপ, পুজোয় দার্জিলিং-সিকিম যেতে পারবেন তো?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Landslide: টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদী উপচে ওঠায় উত্তরবঙ্গ ও সিকিমের একাধিক সড়ক যোগাযোগ বিপর্যস্ত। যানবাহন আপাতত নিজেদের ঝুঁকিতে চলাচল করছে, তবে পরিস্থিতি উদ্বেগজনক। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জেরে ধস দার্জিলিংয়ের রিমবিক-লোধামায়।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদী উপচে ওঠায় উত্তরবঙ্গ ও সিকিমের একাধিক সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে তিস্তা বাজার এলাকায় তিস্তা নদীর জল রাস্তায় উঠে আসায় দার্জিলিংগামী যান চলাচল বন্ধ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যানবাহনগুলি আপাতত নিজেদের ঝুঁকিতে চলাচল করছে, তবে পরিস্থিতি উদ্বেগজনক। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জেরে ধস দার্জিলিংয়ের রিমবিক-লোধামায়। লোধামার ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতি। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। মৃত্যু হয়েছে গবাদি পশুর। আবার কোথায় শূকরের খোয়ার ভেসে গিয়েছে। রিমবিক-লোধামার সঙ্গে মিরিকের সংযোগকারী রাস্তা ধসে ক্ষতিগ্রস্থ, বন্ধ যান চলাচল।
advertisement
advertisement
*ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গ্রামীণ সড়কও। পথশ্রী প্রকল্পের অধীনে নির্মীয়মাণ সিঙ্গতাম-টিয়াবাড়ি সাহিস ধুরা অঞ্চলের সড়ক বৃষ্টির জেরে ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবহেলা ও দীর্ঘদিনের দেরিতে কাজ হওয়ার কারণে অর্ধেক প্রস্তুত রাস্তাই এই প্রবল বর্ষণে ভেসে গিয়েছে। ফলে গ্রামাঞ্চলের মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে।
advertisement
*রিম্বিক-লোধোমা সমষ্টির অন্তর্গত আপার লিঙ্গসেবুং এলাকার এক বাসিন্দার বাড়িতে গত রাত সাড়ে ন’টা নাগাদ ধস নেমে রান্নাঘরের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বড় কোনও প্রাণহানি ঘটেনি। পরিবারটি রাতেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। লাগাতার বৃষ্টি অব্যাহত থাকায় বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
advertisement
advertisement