Darjeeling Landslide: তিস্তা উপচে বন্ধ উত্তরবঙ্গ-সিকিমের রাস্তা, পাহাড়ের বাঁকে বাঁকে ধসের প্রকোপ, পুজোয় দার্জিলিং-সিকিম যেতে পারবেন তো?

Last Updated:
Darjeeling Landslide: টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদী উপচে ওঠায় উত্তরবঙ্গ ও সিকিমের একাধিক সড়ক যোগাযোগ বিপর্যস্ত। যানবাহন আপাতত নিজেদের ঝুঁকিতে চলাচল করছে, তবে পরিস্থিতি উদ্বেগজনক। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জেরে ধস দার্জিলিংয়ের রিমবিক-লোধামায়।
1/6
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদী উপচে ওঠায় উত্তরবঙ্গ ও সিকিমের একাধিক সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে তিস্তা বাজার এলাকায় তিস্তা নদীর জল রাস্তায় উঠে আসায় দার্জিলিংগামী যান চলাচল বন্ধ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যানবাহনগুলি আপাতত নিজেদের ঝুঁকিতে চলাচল করছে, তবে পরিস্থিতি উদ্বেগজনক। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জেরে ধস দার্জিলিংয়ের রিমবিক-লোধামায়। লোধামার ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতি। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। মৃত্যু হয়েছে গবাদি পশুর। আবার কোথায় শূকরের খোয়ার ভেসে গিয়েছে। রিমবিক-লোধামার সঙ্গে মিরিকের সংযোগকারী রাস্তা ধসে ক্ষতিগ্রস্থ, বন্ধ যান চলাচল।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদী উপচে ওঠায় উত্তরবঙ্গ ও সিকিমের একাধিক সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে তিস্তা বাজার এলাকায় তিস্তা নদীর জল রাস্তায় উঠে আসায় দার্জিলিংগামী যান চলাচল বন্ধ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যানবাহনগুলি আপাতত নিজেদের ঝুঁকিতে চলাচল করছে, তবে পরিস্থিতি উদ্বেগজনক। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জেরে ধস দার্জিলিংয়ের রিমবিক-লোধামায়। লোধামার ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতি। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। মৃত্যু হয়েছে গবাদি পশুর। আবার কোথায় শূকরের খোয়ার ভেসে গিয়েছে। রিমবিক-লোধামার সঙ্গে মিরিকের সংযোগকারী রাস্তা ধসে ক্ষতিগ্রস্থ, বন্ধ যান চলাচল।
advertisement
2/6
*এদিকে, সিকিমে সিঙ্গতাম-রংপো সড়কের ২০ মাইল (বারডাং) এলাকায় ধস নামায় এনএইচ ১০ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ধস সরানোর কাজ শুরু হলেও অবিরাম বৃষ্টির কারণে মাটি ও পাথর সরে যাওয়ার কাজ ব্যাহত হচ্ছে। প্রশাসনের দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ওই সড়ক আংশিকভাবে খুলে দেওয়া সম্ভব হবে।
*এদিকে, সিকিমে সিঙ্গতাম-রংপো সড়কের ২০ মাইল (বারডাং) এলাকায় ধস নামায় এনএইচ ১০ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ধস সরানোর কাজ শুরু হলেও অবিরাম বৃষ্টির কারণে মাটি ও পাথর সরে যাওয়ার কাজ ব্যাহত হচ্ছে। প্রশাসনের দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ওই সড়ক আংশিকভাবে খুলে দেওয়া সম্ভব হবে।
advertisement
3/6
*ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গ্রামীণ সড়কও। পথশ্রী প্রকল্পের অধীনে নির্মীয়মাণ সিঙ্গতাম-টিয়াবাড়ি সাহিস ধুরা অঞ্চলের সড়ক বৃষ্টির জেরে ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবহেলা ও দীর্ঘদিনের দেরিতে কাজ হওয়ার কারণে অর্ধেক প্রস্তুত রাস্তাই এই প্রবল বর্ষণে ভেসে গিয়েছে। ফলে গ্রামাঞ্চলের মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে।
*ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গ্রামীণ সড়কও। পথশ্রী প্রকল্পের অধীনে নির্মীয়মাণ সিঙ্গতাম-টিয়াবাড়ি সাহিস ধুরা অঞ্চলের সড়ক বৃষ্টির জেরে ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবহেলা ও দীর্ঘদিনের দেরিতে কাজ হওয়ার কারণে অর্ধেক প্রস্তুত রাস্তাই এই প্রবল বর্ষণে ভেসে গিয়েছে। ফলে গ্রামাঞ্চলের মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে।
advertisement
4/6
*রিম্বিক-লোধোমা সমষ্টির অন্তর্গত আপার লিঙ্গসেবুং এলাকার এক বাসিন্দার বাড়িতে গত রাত সাড়ে ন’টা নাগাদ ধস নেমে রান্নাঘরের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বড় কোনও প্রাণহানি ঘটেনি। পরিবারটি রাতেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। লাগাতার বৃষ্টি অব্যাহত থাকায় বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
*রিম্বিক-লোধোমা সমষ্টির অন্তর্গত আপার লিঙ্গসেবুং এলাকার এক বাসিন্দার বাড়িতে গত রাত সাড়ে ন’টা নাগাদ ধস নেমে রান্নাঘরের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বড় কোনও প্রাণহানি ঘটেনি। পরিবারটি রাতেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। লাগাতার বৃষ্টি অব্যাহত থাকায় বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
advertisement
5/6
*এনএইচ ১০ বর্তমানে তিস্তা চেকপোস্ট এলাকা পর্যন্ত সচল থাকলেও রাবিঝোড়ার কাছে তিস্তার জল উপচে রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ায় শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। সিঙ্গতাম-রাভাংলা রোড নাগধরায় এবং খামদং রোডও ধসে বন্ধ রয়েছে।
*এনএইচ ১০ বর্তমানে তিস্তা চেকপোস্ট এলাকা পর্যন্ত সচল থাকলেও রাবিঝোড়ার কাছে তিস্তার জল উপচে রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ায় শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। সিঙ্গতাম-রাভাংলা রোড নাগধরায় এবং খামদং রোডও ধসে বন্ধ রয়েছে।
advertisement
6/6
*টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বারবার ধস নামায় সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের উপর বড়সড় প্রভাব পড়েছে। প্রশাসনের তরফে পর্যটক ও স্থানীয়দের অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
*টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বারবার ধস নামায় সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের উপর বড়সড় প্রভাব পড়েছে। প্রশাসনের তরফে পর্যটক ও স্থানীয়দের অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement