West Bengal News: সাতসকালে দরজার সামনে হঠাৎ ফোঁস-ফোঁস শব্দ, যা দেখা গেল, হাড়হিম দৃশ্য ধূপগুড়িতে!
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: আচমকা একটি গর্ত থেকে ফোঁস-ফোঁস শব্দ কানে ভেসে আসে শ্রমিকদের। (ছবি ও তথ্য: শেখ রকি চৌধুরী)
advertisement
advertisement
advertisement
সাপটিকে উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গরম পড়তেই সাপের উপদ্রব বাড়তে শুরু করায় আতঙ্কিত ধূপগুড়ি শহরবাসী। সর্প বিশারদ মিন্টু চৌধুরী জানান, যে সাপটি উদ্ধার করা হয়েছে সেটি একটি নির্বিষ দাঁড়াস সাপ। উত্তরবঙ্গের ডুয়ার্সে যে সকল বিষধর সাপগুলো পাওয়া যায় সেগুলি গোখরো, কালাজ, শঙ্খিনী, কিং কোবরা, ইয়োলো পিট ভাইপার, গ্রিনপিট ভাইপার, ব্যাম্বু পিট ভাইপার উল্লেখযোগ্য। এই সকল বিষধর সাপ সচরাচর জঙ্গলেই দেখা যায়। এর মধ্যে থেকে গোখরো, কালাচ,শঙ্খিনী কখনও সখনও লোকালয় বের হয়ে আসে। (ছবি ও তথ্য: শেখ রকি চৌধুরী)
advertisement