দীপাবলি (Diwali 2021) মানেই আলোর উৎসব। অন্যান্য জায়গার মতো শিলিগুড়িতেও (Siliguri) এ বার আর দীপাবলি মানে শব্দবাজি নয়। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে আসছে শিলিগুড়ি পুলিশ। ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত বিভিন্ন থানা অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার শব্দবাজি বাজেয়াপ্ত করেছে। গ্রেপ্তার করা হয়েছে একাধিক বাজি ব্যবসায়ীকে।
কোভিড বিধির জন্যে এবারেও শিলিগুড়িতে আড়ম্বরতা কম কালীপুজোয় (Kali Puja 2021)। বাজেটও কাটছাঁট করেছেন উদ্যোক্তারা। সন্ধ্যে নামতেই মণ্ডপে মণ্ডপে ভিড়। আলোর রোশনাইতে সেজে উঠেছে শহর। শিলিগুড়িতে জিটিএস, টি এস, পানিট্যাঙ্কি যুবক বৃন্দ, এলিট স্পোর্টিং ক্লাব, বিধান স্পোর্টিং-সহ বিগ বাজেটের পুজোগুলোয় মানা হচ্ছে কোভিড বিধি।