প্রকৃতির রুদ্র রূপে সিকিমে হাহাকার! একই পরিবারের ৩ সদস্য নি*হত! অন্ধকারে চলল মরিয়া উদ্ধার অভিযান
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Sikkim Landslide : টানা বৃষ্টিপাতের জেরে ভয়াবহ ভূমিধস আঘাত হানল পশ্চিম সিকিমের আপার রিম্বি গ্রামে। মধ্যরাতে ঘটে যাওয়া এই বিপর্যয়ে একই পরিবারের তিন জন সহ মোট চার জনের মৃত্যু হয়েছে।
advertisement
ভূমিধসের খবর পেয়ে রাতেই পুলিশ, শশস্ত্র সীমা বল (SSB), স্বাস্থ্য দফতরের কর্মী ও স্থানীয়রা একত্রিত হয়ে উদ্ধারকাজে নেমে পড়েন। ভেসে যাওয়া নদীর ওপর গাছের গুঁড়ি দিয়ে অস্থায়ী সেতু বানিয়ে দু’জন মহিলাকে উদ্ধার করা হয়। তবে তাঁদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছনোর পর মারা যান। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement
advertisement
অবিরাম বৃষ্টির জেরে পাহাড়ি অঞ্চলে ভূমিধস নতুন নয়। তবে এই বিপর্যয় আবারও চোখে আঙুল দিয়ে দেখাল, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি ও দ্রুত সমন্বয়ের গুরুত্ব কতটা অপরিহার্য। স্থানীয়দের সক্রিয় ভূমিকা এবং রাতভর চলা ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান প্রাণ বাঁচাতে সাহায্য করেছে বটে, কিন্তু পাহাড়ি জীবনের অনিশ্চয়তা ও ঝুঁকি একবারে উন্মোচিত হয়ে পড়েছে। এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা ও পুনর্বাসন দেওয়া, একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় ঠেকাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য









