North Bengal news: জলপাইগুড়িতে রামনবমীতে বিশেষ চমক! রমরমিয়ে বিক্রি হচ্ছে এই পতাকা

Last Updated:
North Bengal news: রামনবমীর পতাকার মধ্যেই উঠে আসছে রাম মন্দিরের ছবি। এবারের রামনবমীতে বিশেষ চমক। ধর্মের উৎসবে বাড়তি লক্ষ্মীলাভ জলপাইগুড়ি শহরের ব্যবসায়ীদের।
1/5
রামনবমীর পতাকার মধ্যেই উঠে আসছে রাম মন্দিরের ছবি। এবারের রামনবমীতে বিশেষ চমক।
রামনবমীর পতাকার মধ্যেই উঠে আসছে রাম মন্দিরের ছবি। এবারের রামনবমীতে বিশেষ চমক।
advertisement
2/5
ধর্মের উৎসবে বাড়তি লক্ষ্মীলাভ জলপাইগুড়ি শহরের ব্যবসায়ীদের। একদিকে চলছে রাম নবমীর প্রস্তুতি, আর অপরদিকে গেরুয়া রঙের পতাকা, টুপি, ব্যান্ডেনা কিনতে দোকানে দোকানে ভিড়।
ধর্মের উৎসবে বাড়তি লক্ষ্মীলাভ জলপাইগুড়ি শহরের ব্যবসায়ীদের। একদিকে চলছে রাম নবমীর প্রস্তুতি, আর অপরদিকে গেরুয়া রঙের পতাকা, টুপি, ব্যান্ডেনা কিনতে দোকানে দোকানে ভিড়।
advertisement
3/5
শহরের টেম্পল স্ট্রিট, দিনবাজার-সহ বিভিন্ন বাজারে গেলে রামনবমী যে চলে এসেছে, সেই চিত্রই ধরা পড়ছে। বড় বড় রামের ছবি আঁকা গেরুয়া পতাকা থেকে শুরু করে রামনবমী স্পেশাল টি-শার্ট, জামাকাপড়ে ছেয়েছে গোটা বাজার।
শহরের টেম্পল স্ট্রিট, দিনবাজার-সহ বিভিন্ন বাজারে গেলে রামনবমী যে চলে এসেছে, সেই চিত্রই ধরা পড়ছে। বড় বড় রামের ছবি আঁকা গেরুয়া পতাকা থেকে শুরু করে রামনবমী স্পেশাল টি-শার্ট, জামাকাপড়ে ছেয়েছে গোটা বাজার।
advertisement
4/5
পতাকা, কুর্তা থেকে শুরু করে শার্ট অনেক কিছুই আছে। যদিও দুবছর বছর আগে পর্যন্ত রামনবমীর জন্য দোকানে তেমন কিছু বিক্রি হত না, তবে এখন বাড়ছে চাহিদা।
পতাকা, কুর্তা থেকে শুরু করে শার্ট অনেক কিছুই আছে। যদিও দুবছর বছর আগে পর্যন্ত রামনবমীর জন্য দোকানে তেমন কিছু বিক্রি হত না, তবে এখন বাড়ছে চাহিদা।
advertisement
5/5
গেরুয়া পতাকার বিক্রি গত দুবছরে ব্যবসা প্রতি বছর প্রায় ৪০ শতাংশ বাড়ছে বলে জানাচ্ছিলেন শহরের ব্যবসায়ীরা। ২০-২০০ টাকার মধ্যে পতাকা, ১০০-৩৫০ টাকায় কুর্তা, টিশার্ট, ১০ টাকা থেকে ফেটটি, ব্যান্ডেনা বিক্রি হচ্ছে।
গেরুয়া পতাকার বিক্রি গত দুবছরে ব্যবসা প্রতি বছর প্রায় ৪০ শতাংশ বাড়ছে বলে জানাচ্ছিলেন শহরের ব্যবসায়ীরা। ২০-২০০ টাকার মধ্যে পতাকা, ১০০-৩৫০ টাকায় কুর্তা, টিশার্ট, ১০ টাকা থেকে ফেটটি, ব্যান্ডেনা বিক্রি হচ্ছে।
advertisement
advertisement
advertisement