North Bengal Heavy Rain: টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা-জলঢাকা, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা! ভয়াবহ পরিস্থিতি সিকিমেও

Last Updated:
North Bengal Heavy Rain: লাগাতার বৃষ্টির জেরে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে ধস নেমেছে। এদিকে ফুঁসে ওঠা তিস্তা নদীর জলে ভেসে গিয়েছে রাস্তা।
1/7
উত্তরবঙ্গে বর্ষা নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে। আর তারপর থেকে লাগাতার বৃষ্টির জেরে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে ধস নেমেছে। এদিকে ফুঁসে ওঠা তিস্তা নদীর জলে ভেসে গিয়েছে রাস্তা।
উত্তরবঙ্গে বর্ষা নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে। আর তারপর থেকে লাগাতার বৃষ্টির জেরে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে ধস নেমেছে। এদিকে ফুঁসে ওঠা তিস্তা নদীর জলে ভেসে গিয়েছে রাস্তা।
advertisement
2/7
ভয়াবহ পরিস্থিতি সামলাতে মেরামতের জন্য প্রশাসন উঠেপড়ে লেগেছে। শুক্রবার তিস্তার জলস্তর অনেকটাই নেমেছে। বাংলা-সিকিম লাইফলাইন খোলা রয়েছে। তবে বাস-সহ ভারী যানবাহন চলছে ঘুরপথে।
ভয়াবহ পরিস্থিতি সামলাতে মেরামতের জন্য প্রশাসন উঠেপড়ে লেগেছে। শুক্রবার তিস্তার জলস্তর অনেকটাই নেমেছে। বাংলা-সিকিম লাইফলাইন খোলা রয়েছে। তবে বাস-সহ ভারী যানবাহন চলছে ঘুরপথে।
advertisement
3/7
জলপাইগুড়িতে তিস্তা নদীর জলস্তর সামান্য নামলেও চিন্তা বাড়াচ্ছে জলঢাকা নদী। সকালে জলঢাকার অসংরক্ষিত এবং সংরক্ষিত দুই এলাকাতেই হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর।
জলপাইগুড়িতে তিস্তা নদীর জলস্তর সামান্য নামলেও চিন্তা বাড়াচ্ছে জলঢাকা নদী। সকালে জলঢাকার অসংরক্ষিত এবং সংরক্ষিত দুই এলাকাতেই হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর।
advertisement
4/7
সমতলের পাশাপাশি ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে বেড়েই চলেছে জলঢাকা নদীর জল। সকালে নদীর সংরক্ষিত, অসংরক্ষিত দুই এলাকাতেই সতর্কতা জারি করা হয়।
সমতলের পাশাপাশি ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে বেড়েই চলেছে জলঢাকা নদীর জল। সকালে নদীর সংরক্ষিত, অসংরক্ষিত দুই এলাকাতেই সতর্কতা জারি করা হয়।
advertisement
5/7
নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের। বিপর্যয় বাড়ছে সিকিমেও।
নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের। বিপর্যয় বাড়ছে সিকিমেও।
advertisement
6/7
গত সোমবার প্রবল বৃষ্টিতে ধস নেমে দক্ষিণ সিকিমের ইয়ানগাংয়ের মাজুয়া বস্তির তিনজন মারা যান।
গত সোমবার প্রবল বৃষ্টিতে ধস নেমে দক্ষিণ সিকিমের ইয়ানগাংয়ের মাজুয়া বস্তির তিনজন মারা যান।
advertisement
7/7
বৃহস্পতিবার মঙ্গন এলাকায় হড়পা বানে ৬ জন ভেসে যাওয়ার খবর মিলছে। কাউকেই এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার মঙ্গন এলাকায় হড়পা বানে ৬ জন ভেসে যাওয়ার খবর মিলছে। কাউকেই এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
advertisement
advertisement
advertisement