Malda News: শহরেই পাহাড়, ঝর্না থেকে ঘন জঙ্গল! নতুন বছরে সেরা 'পিকনিক স্পট'! খরচ নামমাত্র

Last Updated:
বছরের শুরুতে পিকনিক স্পট আর খোঁজাখুঁজি নয়। শহরের বুকে সবুজে ভরা এই পার্কে হবে পিকনিক। ইতিমধ্যে শুরু হয়েছে অ্যাডভান্স বুকিং প্রক্রিয়া। মাত্র ১৫০০ টাকায় পিকনিক স্পট বুকিং করতে পারবেন পর্যটকরা।
1/5
দূরে নয় শহরের বুকে রয়েছে অসাধারণ সুন্দর এই পিকনিক স্পট। সঙ্গীকে নিয়ে একান্ত সময় কাটান থেকে বন্ধুদের নিয়ে আনন্দ উল্লাস। সব‌ই হবে এবার শহরের বুকে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
দূরে নয় শহরের বুকে রয়েছে অসাধারণ সুন্দর এই পিকনিক স্পট। সঙ্গীকে নিয়ে একান্ত সময় কাটান থেকে বন্ধুদের নিয়ে আনন্দ উল্লাস। সব‌ই হবে এবার শহরের বুকে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর চালু হল মালদহ টাউন স্টেশন লাগোয়া রেলওয়ে পার্ক। পাহাড়ের ঝর্না থেকে ঘন জঙ্গল একাধিক রকম মনোরম পরিবেশ রয়েছে মালদহ টাউন স্টেশন লাগোয়া এই পার্কে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর চালু হল মালদহ টাউন স্টেশন লাগোয়া রেলওয়ে পার্ক। পাহাড়ের ঝর্না থেকে ঘন জঙ্গল একাধিক রকম মনোরম পরিবেশ রয়েছে মালদহ টাউন স্টেশন লাগোয়া এই পার্কে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
বছরের শুরুতে পিকনিক স্পট আর খোঁজাখুঁজি নয়। শহরের বুকে সবুজে ভরা এই পার্কে হবে পিকনিক। ইতিমধ্যে শুরু হয়েছে অ্যাডভান্স বুকিং প্রক্রিয়া। মাত্র ১৫০০ টাকায় পিকনিক স্পট বুকিং করতে পারবেন পর্যটকরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বছরের শুরুতে পিকনিক স্পট আর খোঁজাখুঁজি নয়। শহরের বুকে সবুজে ভরা এই পার্কে হবে পিকনিক। ইতিমধ্যে শুরু হয়েছে অ্যাডভান্স বুকিং প্রক্রিয়া। মাত্র ১৫০০ টাকায় পিকনিক স্পট বুকিং করতে পারবেন পর্যটকরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
পার্কের দায়িত্বে থাকা কর্ণধার সুমন পোদ্দার জানান,
পার্কের দায়িত্বে থাকা কর্ণধার সুমন পোদ্দার জানান, "সাধারণত পার্কের প্রবেশের ক্ষেত্রে ২০ টাকা প্রতি ব্যক্তি রয়েছে। পাশাপাশি পার্ক চত্বরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। নতুন বছর উপলক্ষে পিকনিকের জন্য বুকিং নেওয়া হচ্ছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
তিনি আরও জানান,
তিনি আরও জানান, "১৫০০ টাকায় পিকনিকের জন্য বুকিং করতে পারবেন পর্যটকরা। যত ইচ্ছে ব্যক্তি থাকতে পারবেন পিকনিকে তবে পার্কে প্রবেশের জন্য আলাদাভাবে ২০ টাকা প্রতি ব্যক্তি দিতে হবে। যদিও আগাম বুকিং এর জন্য পার্কের কাউন্টার এসে যোগাযোগ করতে হবে পর্যটকদের।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement